সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পাঠ ৭

আমাদের সভাগুলো কেমন?

আমাদের সভাগুলো কেমন?

নিউজিল্যান্ড

জাপান

উগান্ডা

লিথুয়েনিয়া

প্রাথমিক খ্রিস্টীয় সভাগুলোর অন্তর্ভুক্ত ছিল মূলত গান, প্রার্থনা এবং শাস্ত্রপাঠ ও শাস্ত্র আলোচনা আর এই সমস্তই আচারঅনুষ্ঠান মুক্ত ছিল। (১ করিন্থীয় ১৪:২৬) আমাদের সভাগুলোতেও আপনি একইরকম বিষয় দেখতে পাবেন।

যে-শিক্ষা দেওয়া হয়, তা বাইবেলভিত্তিক ও ব্যবহারিক। আমাদের জীবন ও যে-সময়ে আমরা বাস করছি সেটার সঙ্গে শাস্ত্র কীভাবে সম্পর্কযুক্ত, সেই বিষয়ে ৩০ মিনিটের একটা বাইবেলভিত্তিক বক্তৃতা শোনার জন্য প্রত্যেকটা মণ্ডলী সপ্তাহান্তে মিলিত হয়। আমাদের প্রত্যেককেই আমাদের নিজ নিজ বাইবেল থেকে মিলিয়ে দেখার জন্য উৎসাহিত করা হয়। বক্তৃতাটির পর, এক ঘণ্টার “প্রহরীদুর্গ” অধ্যয়ন থাকে, যেখানে মণ্ডলীর সদস্যদেরকে প্রহরীদুর্গ পত্রিকার অধ্যয়ন সংস্করণ থেকে একটি প্রবন্ধ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। এই আলোচনা আমাদেরকে নিজেদের জীবনে বাইবেলের নির্দেশনাকে কাজে লাগাতে সাহায্য করে। পৃথিবীব্যাপী আমাদের ১,১০,০০০-রেরও বেশি মণ্ডলীর প্রত্যেকটাতে একই বিষয়বস্তু অধ্যয়ন করা হয়।

আমাদের শিক্ষা দেওয়ার দক্ষতাকে উন্নত করার জন্য আমরা সাহায্য পেয়ে থাকি। এ ছাড়া, আমরা তিন অংশের এক কার্যক্রমের জন্যও সপ্তাহের মাঝামাঝি দিনের এক সন্ধ্যায় মিলিত হই। প্রথমটা হল ৩০ মিনিটের মণ্ডলীর বাইবেল অধ্যয়ন, যেটা এক প্রশ্নোত্তর আলোচনা, যা শাস্ত্রীয় নীতিগুলো ও বাইবেলের ভবিষ্যদ্‌বাণী সম্বন্ধে আমাদের বোধগম্যতাকে আরও বৃদ্ধি করে। এরপর, মণ্ডলী ইতিমধ্যেই পড়েছে বাইবেলের এমন একটা অংশের আলোচনা দিয়ে ৩০ মিনিটের ঐশিক পরিচর্যা বিদ্যালয় শুরু হয়। এরপর, বিদ্যালয়ে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করে। আমাদের পড়ার ও কথা বলার দক্ষতাকে উন্নত করতে সাহায্য করার জন্য একজন পরামর্শদাতা পর্যবেক্ষণ করেন। (১ তীমথিয় ৪:১৩) পরিশেষে, বিভিন্ন বক্তৃতা, উপস্থাপনা ও সাক্ষাৎকারের মাধ্যমে ৩০ মিনিটের পরিচর্যা সভা-য় আমরা, কীভাবে অন্যদেরকে বাইবেল সম্বন্ধে শিক্ষা দিতে হয়, তা শিখি।

আমাদের সভাগুলোতে যোগ দেওয়ার সময়, নিঃসন্দেহে বাইবেলের যে-শিক্ষা আপনি লাভ করছেন, সেটার গুণগতমান দেখে আপনি প্রভাবিত হবেন।—যিশাইয় ৫৪:১৩.

  • যিহোবার সাক্ষিদের সভাগুলোতে আপনি কোন বিষয়টা শুনতে পাবেন?

  • আমাদের সাপ্তাহিক সভাগুলোর কোনটাতে আপনি যোগ দিতে চান?