সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পাঠ ১৩

অগ্রগামী বলতে কী বোঝায়?

অগ্রগামী বলতে কী বোঝায়?

কানাডা

ঘরে ঘরে পরিচর্যা

বাইবেল অধ্যয়ন

ব্যক্তিগত অধ্যয়ন

“অগ্রগামী” শব্দটি প্রায়ই সেই ব্যক্তিদেরকে নির্দেশ করে যারা নতুন নতুন এলাকা খুঁজে বের করে আর অন্যদের অনুসরণ করার জন্য পথ খুলে দেয়। যিশু এইরকমই একজন অগ্রগামী ছিলেন, যাঁকে জীবন দানকারী এক পরিচর্যা সম্পাদন করার ও পরিত্রাণের এক পথ খুলে দেওয়ার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছিল। (মথি ২০:২৮) আজকে, তাঁর অনুসারীরা ‘শিষ্য করার’ জন্য যতটা সম্ভব সময় ব্যয় করার দ্বারা তাঁকে অনুকরণ করছে। (মথি ২৮:১৯, ২০) আমরা যেটাকে অগ্রগামীর কাজ বলি, কেউ কেউ তাতে অংশগ্রহণ করেছে।

অগ্রগামী হলেন একজন পূর্ণসময়ের সুসমাচার প্রচারক। যিহোবার সাক্ষিদের সকলেই হল সুসমাচারের প্রকাশক। তবে, কেউ কেউ প্রত্যেক মাসে প্রচার কাজে ৭০ ঘণ্টা ব্যয় করার দ্বারা নিয়মিত অগ্রগামী হিসেবে কাজ করার জন্য তাদের জীবনধারাকে রদবদল করেছে। তা করার জন্য অনেকে তাদের পূর্ণসময়ের চাকরি ছেড়ে খণ্ডকালীন কাজ করছে। আবার অন্যেরা প্রত্যেক মাসে পরিচর্যায় ১৩০ অথবা তার বেশি ঘণ্টা ব্যয় করার দ্বারা বিশেষ অগ্রগামী হিসেবে সেই এলাকাগুলোতে কাজ করার জন্য নির্বাচিত হয়েছে, যেখানে রাজ্য ঘোষণাকারীদের বেশি প্রয়োজন। অগ্রগামীরা এক সাদাসিধে জীবনযাপনে সন্তুষ্ট থাকে, এই আস্থা রেখে যে, যিহোবা তাদেরকে জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো জোগাবেন। (মথি ৬:৩১-৩৩; ১ তীমথিয় ৬:৬-৮) যারা পূর্ণসময়ের অগ্রগামীর কাজ করতে পারে না, তারা হয়তো যখন সম্ভব, তখন মাসে ৩০ অথবা ৫০ ঘণ্টা ব্যয় করে তাদের প্রচার কাজকে বৃদ্ধি করার দ্বারা সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করতে পারে।

একজন অগ্রগামী ঈশ্বরের ও লোকেদের প্রতি ভালোবাসার দ্বারা অনুপ্রাণিত হন। যিশুর মতো, আমরাও লক্ষ করি যে, অনেকেরই ঈশ্বর এবং তাঁর উদ্দেশ্যগুলো সম্বন্ধে জানার খুবই প্রয়োজন। (মার্ক ৬:৩৪) কিন্তু আমাদের কাছে সেই জ্ঞান রয়েছে, যা তাদেরকে ভবিষ্যতের জন্য এক দৃঢ় আশা প্রদান করার মাধ্যমে এখনই সাহায্য করতে পারে। প্রতিবেশীর প্রতি প্রেম একজন অগ্রগামীকে অন্যদেরকে আধ্যাত্মিকভাবে সাহায্য করতে উদারভাবে নিজের সময় ও শক্তি দেওয়ার জন্য পরিচালিত করে। (মথি ২২:৩৯; ১ থিষলনীকীয় ২:৮) ফল স্বরূপ, তার বিশ্বাস শক্তিশালী হয়, তিনি ঈশ্বরের আরও নিকটবর্তী হন এবং তিনি অনেক সুখী হন।—প্রেরিত ২০:৩৫.

  • একজন অগ্রগামী বলতে কী বোঝায়, সেটাকে আপনি কীভাবে বর্ণনা করবেন?

  • কোন বিষয়টা কাউকে কাউকে পূর্ণসময়ের অগ্রগামীর কাজ করতে পরিচালিত করে?