সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পাঠ ১৯

বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস কে?

বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস কে?

আমরা সকলেই আমাদের আধ্যাত্মিক খাদ্য থেকে উপকার লাভ করি

তাঁর মৃত্যুর অল্পসময় আগে, তাঁর চারজন শিষ্যের—পিতর, যাকোব, যোহন ও আন্দ্রিয়ের—সঙ্গে যিশু ব্যক্তিগত আলোচনা করেছিলেন। শেষকালে তাঁর আগমন বা উপস্থিতির চিহ্ন সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করার সময়, যিশু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছিলেন: “এখন, সেই বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌দাস কে, যাহাকে তাহার প্রভু নিজ পরিজনের উপরে নিযুক্ত করিয়াছেন, যেন সে তাহাদিগকে উপযুক্ত সময়ে খাদ্য দেয়?” (মথি ২৪:৩, ৪৫; মার্ক ১৩:৩, ৪) যিশু তাঁর শিষ্যদেরকে এই আশ্বাস দিচ্ছিলেন যে, তাদের “প্রভু” হিসেবে তিনি সেই ব্যক্তিদেরকে নিযুক্ত করবেন যারা শেষকালে, তাঁর অনুসারীদেরকে নিয়মিত আধ্যাত্মিক খাদ্য জোগাবে। কাদের নিয়ে এই দাস গঠিত হবে?

এই দাস হল যিশুর অভিষিক্ত অনুসারীদের এক ছোটো দল। যিহোবার সাক্ষিদের পরিচালকগোষ্ঠীকে নিয়ে এই “দাস” গঠিত। আর এই দাস যিহোবার সহউপাসকদের সময়োপযোগী আধ্যাত্মিক খাদ্য জুগিয়ে থাকে। আমাদেরকে “উপযুক্ত সময়ে খাদ্যের নিরূপিত অংশ” দিয়ে চলার জন্য এই বিশ্বস্ত দাসের ওপর আমরা নির্ভর করে থাকি।—লূক ১২:৪২.

এই দাস ঈশ্বরের গৃহ দেখাশোনা করে। (১ তীমথিয় ৩:১৫) যিশু এই দাসকে যিহোবার সংগঠনের পার্থিব অংশের কাজ দেখাশোনা করার গুরু দায়িত্ব দিয়েছেন আর তা হল এটার বস্তুগত সম্পদগুলোকে দেখাশোনা করা, প্রচার কাজে নির্দেশনা দেওয়া এবং আমাদের মণ্ডলীগুলোর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া। তাই, আমাদের যা প্রয়োজন এবং যখন তা প্রয়োজন তা জোগানোর জন্য “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” আমাদের পরিচর্যায় আমরা ব্যবহার করে থাকি এমন প্রকাশনাদির দ্বারা আর সেইসঙ্গে আমাদের সভা ও সম্মেলনগুলোতে উপস্থাপিত কার্যক্রমগুলোর মাধ্যমে আধ্যাত্মিক খাদ্য বিতরণ করে থাকে।

এই দাস বাইবেলের সত্য ও সুসমাচার প্রচার করার বিষয়ে এর কার্যভারের প্রতি বিশ্বস্ত আর কীভাবে পৃথিবীতে খ্রিস্টের বিষয়গুলোকে বিজ্ঞতার সঙ্গে যত্ন নেওয়া যায়, সেই বিষয়ে এটা বুদ্ধিমান। (প্রেরিত ১০:৪২) বৃদ্ধি দিয়ে ও প্রচুর আধ্যাত্মিক খাদ্য জুগিয়ে যিহোবা এর কাজকে আশীর্বাদ করছেন।—যিশাইয় ৬০:২২; ৬৫:১৩.

  • তাঁর শিষ্যদেরকে আধ্যাত্মিক খাদ্য জোগানোর জন্য যিশু কাদের নিযুক্ত করেছিলেন?

  • কোন অর্থে দাস বিশ্বস্ত ও বুদ্ধিমান?