সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পাঠ ২১

বেথেল কী?

বেথেল কী?

কলা বিভাগ (আর্ট ডিপার্টমেন্ট), যুক্তরাষ্ট্র

জার্মানি

কেনিয়া

কলম্বিয়া

বৈথেল বা বেথেল, এক ইব্রীয় নাম, যেটির অর্থ হল “ঈশ্বরের গৃহ।” (আদিপুস্তক ২৮:১৭, ১৯) পৃথিবীব্যাপী যিহোবার সাক্ষিদের দ্বারা স্থাপিত কমপ্লেক্সগুলোর জন্য এটা হল এক উপযুক্ত নাম, যেখান থেকে প্রচার কাজে পরিচালনা দেওয়া এবং সমর্থন করা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত বিশ্ব প্রধান কার্যালয়ে পরিচালকগোষ্ঠী কাজ করে এবং সেখান থেকে তারা বিভিন্ন দেশের শাখা অফিসগুলোর কাজ দেখাশোনা করে। একটা দল হিসেবে, যারা এই কমপ্লেক্সগুলোতে কাজ করে তারা বেথেল পরিবার বলে পরিচিত। একটা পরিবারের মতোই, তারাও একতাবদ্ধভাবে একসঙ্গে বাস করে ও কাজ করে, একসঙ্গে খাওয়া-দাওয়া করে এবং একসঙ্গে বাইবেল অধ্যয়ন করে।—গীতসংহিতা ১৩৩:১.

এক অদ্বিতীয় স্থান, যেখানে পরিবারের সদস্যরা নিজেদেরকে বিলিয়ে দেয়। প্রতিটা বেথেলে, এমন খ্রিস্টান পুরুষ ও নারীরা রয়েছে, যারা ঈশ্বরের ইচ্ছা পালন করার এবং পূর্ণসময় রাজ্যের কাজগুলো করার জন্য উৎসর্গীকৃত। (মথি ৬:৩৩) তাদের কাউকেই বেতন দেওয়া হয় না তবে প্রত্যেককেই থাকার ঘর ও খাবার দেওয়া হয় এবং সেইসঙ্গে ব্যক্তিগত খরচ মেটানোর জন্য ভাতা দেওয়া হয়। বেথেলে প্রত্যেকেরই একটা কার্যভার রয়েছে, তা সেটা অফিস, কিচেন অথবা ডাইনিং রুম, যেখানেই হোক না কেন। কেউ কেউ ছাপাখানায় বা বই বাঁধানোর কাজ করে অথবা ঘর পরিষ্কার করে, কাপড় কাচে, রক্ষণাবেক্ষণ করে বা অন্যান্য জায়গায় কাজ করে।

এক কর্মব্যস্ত স্থান, যা রাজ্যের প্রচার কাজকে সমর্থন করে। প্রত্যেকটা বেথেলের প্রধান লক্ষ্য হল যতজন লোকের কাছে সম্ভব বাইবেলের সত্য পৌঁছে দেওয়া। এই ব্রোশারটি হল তার একটা উদাহরণ। এটি পরিচালকগোষ্ঠীর তত্ত্বাবধানে লেখা হয়েছিল, বিশ্বব্যাপী শত শত অনুবাদ দলের কাছে ইলেকট্রনিকভাবে পাঠানো হয়েছিল, বেশ কয়েকটা বেথেলের ছাপাখানার দ্রুতগতিসম্পন্ন প্রেসগুলোতে ছাপানো হয়েছিল এবং ১,১০,০০০-এরও বেশি মণ্ডলীতে পাঠানো হয়েছিল। এই প্রক্রিয়ার প্রতিটা ধাপে, বেথেল পরিবারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে—সুসমাচার প্রচার কাজে—অতি প্রয়োজনীয় সমর্থন জোগায়।—মার্ক ১৩:১০.

  • কারা বেথেলে কাজ করে এবং তাদের জন্য কোন ব্যবস্থাদি রয়েছে?

  • প্রতিটা বেথেলের কাজের দ্বারা কোন গুরুত্বপূর্ণ কাজকে সমর্থন করা হয়?