সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পাঠ ২২

শাখা অফিসে কী কাজ করা হয়?

শাখা অফিসে কী কাজ করা হয়?

সলোমন দ্বীপপুঞ্জ

কানাডা

দক্ষিণ আফ্রিকা

একটা বা বেশ কয়েকটা দেশের প্রচার কাজের দেখাশোনা করার জন্য বেথেল পরিবারের সদস্যরা বিভিন্ন বিভাগে কাজ করে। তারা হয়তো অনুবাদ দলে, পত্রপত্রিকা ছাপানোর, বই বাঁধানোর, সাহিত্যাদি মজুত করে রাখার, অডিও/ভিডিও তৈরি করার অথবা অধীনস্থ অঞ্চলের অন্যান্য বিষয় দেখাশোনা করার কাজ করে।

শাখা কমিটি কাজকর্ম দেখাশোনা করে। পরিচালকগোষ্ঠী তিন বা তার বেশি যোগ্য প্রাচীনদের নিয়ে গঠিত শাখা কমিটির ওপর আস্থা সহকারে প্রতিটা শাখা অফিসের কাজকর্ম দেখাশোনা করার ভার দেয়। এই কমিটি তাদের অধীনে থাকা প্রত্যেকটা দেশের কাজকর্মের অগ্রগতি এবং দেখা দিতে পারে এমন যেকোনো সমস্যা সম্বন্ধে পরিচালকগোষ্ঠীকে তথ্য প্রদান করে চলে। এই ধরনের রিপোর্টগুলো পরিচালকগোষ্ঠীকে পরবর্তী প্রকাশনা, সভা এবং সম্মেলনগুলোতে কোন বিষয়গুলো বিবেচনা করা উচিত হবে, তা নির্ধারণ করতে সাহায্য করে। পরিচালকগোষ্ঠীর প্রতিনিধিদেরকে বিভিন্ন শাখা পরিদর্শন করার এবং শাখা কমিটিগুলোকে তাদের কার্যভার দেখাশোনা করতে নির্দেশনা দেওয়ার জন্য নিয়মিতভাবে পাঠানো হয়। (হিতোপদেশ ১১:১৪) সেই শাখার এলাকায় থাকা ব্যক্তিদের উৎসাহিত করার জন্য প্রধান কার্যালয়ের প্রতিনিধির বক্তৃতাসহ এক বিশেষ কার্যক্রমের ব্যবস্থা করা হয়।

স্থানীয় মণ্ডলীগুলোকে সমর্থন জোগানো হয়। শাখা অফিসের দায়িত্বশীল ভাইয়েরা নতুন মণ্ডলীগুলো গঠিত হওয়াকে অনুমোদন করে। এ ছাড়া, ভাইয়েরা সেই শাখা এলাকায় সেবারত অগ্রগামী, মিশনারি ও সীমা অধ্যক্ষদের কাজকর্মকেও পরিচালনা করে থাকে। তারা সম্মেলনগুলোর আয়োজন করে, নতুন কিংডম হলগুলোর নির্মাণ কাজে সমন্বয় সাধন করে এবং দেখে যে, মণ্ডলীগুলোর প্রয়োজন মেটাতে সাহিত্যাদি পাঠানো হয়েছে। শাখা অফিসে করা সমস্ত কাজ, সুসংগঠিতভাবে প্রচার কাজ সম্পাদন হওয়ার ক্ষেত্রে অবদান রাখে।—১ করিন্থীয় ১৪:৩৩, ৪০.

  • কীভাবে শাখা কমিটি পরিচালকগোষ্ঠীকে সাহায্য করে?

  • একটা শাখা অফিসে কোন ধরনের কাজগুলোর দেখাশোনা করা হয়?