সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পাঠ ২৫

কিংডম হল—কেন ও কীভাবে এগুলোকে নির্মাণ করা হয়?

কিংডম হল—কেন ও কীভাবে এগুলোকে নির্মাণ করা হয়?

বলিভিয়া

নাইজেরিয়া, আগে ও পরে

তাহিতি

কিংডম হল নামটা যেমন ইঙ্গিত দেয়, সেখানে আলোচিত বাইবেলের মূল শিক্ষাটি ঈশ্বরের রাজ্যের—যিশুর পরিচর্যার মূলভাবের—ওপর আলোকপাত করে।—লূক ৮:১.

এগুলো হল এলাকার মধ্যে সত্য উপাসনার কেন্দ্রস্থল। এই স্থান থেকেই রাজ্যের সুসমাচার প্রচারের কাজ পরিচালনা করা হয়ে থাকে। (মথি ২৪:১৪) কিংডম হলগুলোর আকার ও নকশা ভিন্ন হয়ে থাকে কিন্তু সবগুলোই সাধারণ মানের বিল্ডিং আর এর অনেকগুলোকে একাধিক মণ্ডলী ব্যবহার করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে, মণ্ডলীগুলোর সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে আমরা হাজার হাজার (প্রতিদিন গড়ে পাঁচটা করে) নতুন কিংডম হল নির্মাণ করেছি। কীভাবে এটা সম্ভব?—মথি ১৯:২৬.

এগুলো কেন্দ্রীয় তহবিলে করা দান থেকে নির্মাণ করা হয়। এই দানগুলো শাখা অফিসে পাঠিয়ে দেওয়া হয়, যাতে সেই অর্থ কোনো কিংডম হল নির্মাণ অথবা কোনো কিংডম হলকে নতুন আকার দেওয়া প্রয়োজন এমন মণ্ডলীগুলোর জন্য বিনা সুদে প্রাপ্তিসাধ্য করা যেতে পারে।

এগুলো বিভিন্ন পটভূমি, পেশা ও পরিস্থিতি থেকে আসা বিনা বেতনের স্বেচ্ছাসেবকরা নির্মাণ করে। অনেক দেশে, কিংডম হল নির্মাণ দলগুলোকে সংগঠিত করা হয়েছে। নির্মাণ সেবক ও স্বেচ্ছাসেবকদের এই দলগুলো একটা দেশের মধ্যেই এক মণ্ডলী থেকে আরেকটা মণ্ডলীতে, এমনকী বিচ্ছিন্ন এলাকাগুলোতেও যায় এবং স্থানীয় সাক্ষিদের তাদের কিংডম হল নির্মাণ করতে সাহায্য করে। অন্যান্য দেশে, কোনো নির্ধারিত অঞ্চলে কিংডম হলগুলো নির্মাণ অথবা মেরামতের কাজ দেখাশোনা করার জন্য যোগ্য সাক্ষিদের দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও প্রতিটা নির্মাণস্থলে দক্ষ কারিগরেরা স্বেচ্ছায় কাজ করে থাকে, তবে স্থানীয় মণ্ডলীর সদস্যরা ও পরিশ্রমী স্বেচ্ছাসেবকদের নিয়ে একটা দল গঠন করে। যিহোবার আত্মা ও তাঁর লোকেদের সর্বান্তঃকরণে করা প্রচেষ্টায় এই সমস্তকিছুই সম্ভবপর হচ্ছে।—গীতসংহিতা ১২৭:১; কলসীয় ৩:২৩.

  • কেন আমাদের উপাসনার স্থানগুলোকে কিংডম হল বলা হয়?

  • কীভাবে সারা পৃথিবীতে কিংডম হলগুলো নির্মাণ করা সম্ভবপর হচ্ছে?