সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পাঠ ২৭

কীভাবে কিংডম হলের লাইব্রেরি আমাদেরকে উপকৃত করতে পারে?

কীভাবে কিংডম হলের লাইব্রেরি আমাদেরকে উপকৃত করতে পারে?

ইজরায়েল

চেক প্রজাতন্ত্র

বেনিন

কেম্যান দ্বীপপুঞ্জ

বাইবেল সম্বন্ধে আপনার জ্ঞানকে বৃদ্ধি করার জন্য আপনি কি কিছু গবেষণা করতে চান? আপনি কি নির্দিষ্ট কোনো পদ অথবা বাইবেলে উল্লেখিত কোনো ব্যক্তি, কোনো স্থান কিংবা কোনো বিষয় সম্বন্ধে কৌতুহলী? অথবা আপনি কি ভেবে দেখেছেন যে, ঈশ্বরের বাক্য আপনার ব্যক্তিগত কোনো উদ্‌বেগের বিষয়ের ক্ষেত্রে সাহায্য করতে পারে কি না? তাহলে আপনি কিংডম হলের লাইব্রেরি ব্যবহার করতে পারেন।

এটা গবেষণা করার জন্য সাহায্যকারী হাতিয়ারগুলো জুগিয়ে থাকে। সম্ভবত, আপনার কাছে আপনার ভাষায় প্রাপ্তিসাধ্য যিহোবার সাক্ষিদের সমস্ত প্রকাশনা নেই। কিন্তু কিংডম হলের লাইব্রেরিতে সাম্প্রতিক প্রকাশনাগুলোর অধিকাংশই রয়েছে। এ ছাড়া, লাইব্রেরিতে হয়তো একাধিক বাইবেল অনুবাদ, একটি ভালো অভিধান এবং অন্যান্য সাহায্যকারী বইও থাকতে পারে। সভাগুলোর আগে ও পরে, আপনি স্বচ্ছন্দে লাইব্রেরিটা ব্যবহার করতে পারেন। সেখানে যদি একটা কম্পিউটার থাকে, তাহলে সেটাতে হয়তো ওয়াচটাওয়ার লাইব্রেরি থাকতে পারে। এটা হল এক ইলেকট্রনিক প্রোগ্রাম, যাতে আমাদের প্রকাশনাদির এক বিরাট সম্ভার ও সহজে খোঁজার একটা বৈশিষ্ট্য রয়েছে, যেটার দ্বারা আপনি কোনো একটা বিষয়, শব্দ অথবা পদ দেখতে পারেন।

এটা ঐশিক পরিচর্যা বিদ্যালয়-এর ছাত্র-ছাত্রীদের জন্য উপকারজনক। আপনি যদি স্কুলে অংশ নিয়ে থাকেন, তাহলে আপনি হয়তো আপনার কার্যভারগুলো প্রস্তুত করার সময় কিংডম হলের লাইব্রেরির সদ্‌ব্যবহার করতে পারেন। বিদ্যালয় অধ্যক্ষ লাইব্রেরি দেখাশোনা করে থাকেন। সাম্প্রতিক প্রকাশনাগুলো যে রয়েছে এবং সেগুলো যে ভালোভাবে রাখা আছে, সেই বিষয়টা নিশ্চিত করার দায়িত্ব তার। তিনি অথবা আপনার বাইবেল শিক্ষক আপনাকে দেখাতে পারেন যে, আপনার যে-তথ্য প্রয়োজন, কীভাবে তা খুঁজে বের করতে হয়। তবে, লাইব্রেরির কোনো বই কিংডম হলের বাইরে নিয়ে যাওয়া উচিত নয়। আর আমরা অবশ্যই বইগুলোকে যত্নসহকারে ব্যবহার করব ও সেগুলোতে কোনো দাগ দেব না।

বাইবেল ব্যাখ্যা করে যে, ‘ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবার’ জন্য আমাদেরকে অবশ্যই “গুপ্ত ধনের ন্যায়” এর অনুসন্ধান করতে ইচ্ছুক হতে হবে। (হিতোপদেশ ২:১-৫) কিংডম হলের লাইব্রেরি আপনাকে আপনার অনুসন্ধান শুরু করতে সাহায্য করতে পারে।

  • কিংডম হলের লাইব্রেরিতে গবেষণা করার কোন হাতিয়ারগুলো পাওয়া যায়?

  • কে আপনাকে লাইব্রেরির সদ্‌ব্যবহার করতে সাহায্য করতে পারে?