সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৪

তিনি তার বাবাকে এবং যিহোবাকে খুশি করেছিলেন

তিনি তার বাবাকে এবং যিহোবাকে খুশি করেছিলেন

যিহোবার কাছে যিপ্তহ কী প্রতিজ্ঞা করছেন?

যদিও সহজ ছিল না, তবুও যিপ্তহের মেয়ে তার বাবার প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করেছিলেন

তুমি কি ছবিতে মেয়েটাকে দেখতে পাচ্ছো?— তিনি হলেন যিপ্তহের মেয়ে। বাইবেল আমাদেরকে তার নাম জানায় না কিন্তু আমরা জানি যে, তিনি তার বাবাকে এবং যিহোবাকে খুশি করেছিলেন। এসো, আমরা তার সম্বন্ধে এবং তার বাবা যিপ্তহ সম্বন্ধে শিখি।

যিপ্তহ একজন ভালো ব্যক্তি ছিলেন এবং তিনি তার মেয়েকে যিহোবা সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় ব্যয় করেছিলেন। এ ছাড়া, তিনি একজন শক্তিশালী পুরুষ ও ভালো নেতা ছিলেন। তাই, ইস্রায়েলীয়রা তাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে নেতৃত্ব দিতে বলেছিল।

যিপ্তহ জয়ী হওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। যিপ্তহ প্রতিজ্ঞা করেছিলেন যে, তিনি যদি জয়ী হন, তাহলে বাড়ি ফিরে যাওয়ার পর, যে-ব্যক্তি প্রথমে বের হয়ে আসবেন, তাকে তিনি যিহোবার উদ্দেশে দান করবেন। সেই ব্যক্তি তার বাকি জীবনটা ঈশ্বরের আবাসে কাটাবেন এবং কাজ করবেন। আবাস হল এমন এক স্থান, যেখানে সেই সময় লোকেরা ঈশ্বরের উপাসনা করার জন্য যেত। সত্যি সত্যিই, যিপ্তহ যুদ্ধে জয়ী হয়েছিলেন! তুমি কি জানো, তিনি যখন বাড়ি ফিরে গিয়েছিলেন, তখন কে প্রথমে তার বাড়ি থেকে বের হয়ে এসেছিল?—

যিপ্তহের মেয়ে! তিনি ছিলেন তার একমাত্র সন্তান আর তাকেই কিনা এখন পাঠিয়ে দিতে হবে! এতে যিপ্তহ অনেক দুঃখ পেয়েছিলেন। কিন্তু মনে রেখো, তিনি একটা প্রতিজ্ঞা করেছিলেন। সঙ্গেসঙ্গে তার মেয়ে বলেছিলেন, ‘বাবা, তুমি যিহোবার কাছে প্রতিজ্ঞা করেছ, তাই তোমাকে এটা রাখতেই হবে।’

প্রতি বছর যিপ্তহের মেয়ের বান্ধবীরা তার সঙ্গে দেখা করতে যেত

যিপ্তহের মেয়েও অনেক দুঃখ পেয়েছিলেন। আবাসে থাকলে তিনি বিয়ে করতে এবং সন্তান জন্ম দিতে পারবেন না। কিন্তু, তিনি মনেপ্রাণে তার বাবার প্রতিজ্ঞা অনুযায়ী কাজ করতে এবং যিহোবাকে খুশি করতে চেয়েছিলেন। বিয়ে করা এবং সন্তান জন্ম দেওয়ার চেয়ে সেটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাই, বাকি জীবনটা আবাসে কাটানোর জন্য তিনি তার বাড়ি ছেড়ে সেখানে চলে গিয়েছিলেন।

তোমার কী মনে হয়, তিনি কি তার বাবাকে এবং যিহোবাকে খুশি করেছিলেন?— হ্যাঁ, করেছিলেন! তুমি যদি বাধ্য হও এবং যিহোবাকে ভালোবাসো, তাহলে তুমিও যিপ্তহের মেয়ের মতো হতে পারবে। তুমিও তোমার বাবা-মাকে এবং যিহোবাকে অনেক খুশি করতে পারবে।