সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ১২

পৌলের ভাগনে সাহসী ছিলেন

পৌলের ভাগনে সাহসী ছিলেন

এসো আমরা এক কমবয়সি ছেলে সম্বন্ধে শিখি, যিনি তার মামার জীবন বাঁচিয়েছিলেন। তার মামা ছিলেন প্রেরিত পৌল। আমরা এই কমবয়সি ছেলের নাম জানি না কিন্তু আমরা জানি যে, তিনি অনেক সাহসের কাজ করেছিলেন। তুমি কি জানতে চাও, তিনি কী করেছিলেন?—

পৌল যিরূশালেমের জেলে ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছিল কারণ তিনি যিশু সম্বন্ধে প্রচার করছিলেন। কিছু খারাপ লোক পৌলকে ঘৃণা করত আর তাই তারা এক দুষ্ট পরিকল্পনা করেছিল। তারা বলেছিল: ‘এসো, আমরা একজন প্রধান সেনাপতিকে গিয়ে বলি, যেন তিনি তার সৈন্যদের দিয়ে পৌলকে আদালতে পাঠান। আমরা পথে লুকিয়ে থাকব আর পৌল যখন সেখান দিয়ে যাবেন, তখন আমরা তাকে হত্যা করব!’

পৌলের ভাগনে পৌলকে এবং প্রধান সেনাপতিকে দুষ্ট পরিকল্পনা সম্বন্ধে জানিয়েছিলেন

পৌলের ভাগনে এই পরিকল্পনা সম্বন্ধে শুনে ফেলেন। তিনি কী করেন? তিনি জেলে গিয়ে পৌলকে বিষয়টা জানান। সঙ্গেসঙ্গে পৌল তাকে এই দুষ্ট পরিকল্পনা সম্বন্ধে প্রধান সেনাপতিকে জানাতে বলেন। তোমার কী মনে হয়, একজন প্রধান সেনাপতির সঙ্গে কথা বলা কি পৌলের ভাগনের জন্য সহজ ছিল?— না, কারণ প্রধান সেনাপতি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। কিন্তু, পৌলের ভাগনে সাহসী ছিলেন এবং প্রধান সেনাপতির সঙ্গে কথা বলেছিলেন।

প্রধান সেনাপতি বুঝতে পেরেছিলেন যে, তাকে কী করতে হবে। পৌলকে রক্ষা করার জন্য তিনি প্রায় ৫০০ জন সৈন্যের ব্যবস্থা করেন! তিনি তাদেরকে সেই রাতেই পৌলকে কৈসরিয়া নিয়ে যাওয়ার জন্য বলেন। পৌলের জীবন কি রক্ষা পেয়েছিল?— হ্যাঁ, সেই খারাপ লোকেরা তাকে আক্রমণ করতে পারেনি! তাদের দুষ্ট পরিকল্পনা ব্যর্থ হয়।

এই গল্প থেকে তুমি কী শিখতে পারো?— পৌলের ভাগনের মতো তুমিও সাহসী হতে পারো। আমরা যখন অন্যদেরকে যিহোবা সম্বন্ধে জানাই, তখন আমাদের সাহসী হতে হবে। তুমি কি সাহসী হবে এবং যিহোবা সম্বন্ধে কথা বলবে?— যদি বলো, তাহলে তুমি হয়তো কারো জীবন রক্ষা করতে পারবে।