সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৩

দৃঢ় দুর্গ তুমি ও বিশ্বাসভূমি

দৃঢ় দুর্গ তুমি ও বিশ্বাসভূমি

(হিতোপদেশ ১৪:২৬)

  1. ১. ও যি-হো-বা তু-মি দি-য়ে-ছো

    এক আ-শা চ-মৎ-কার।

    কী রো-মা-ঞ্চ-কর সেই আ-শা!

    চাই আজ তা হোক স-বার।

    ত-বু দুশ্‌-চিন্‌-তা এ জী-ব-নের

    ভয় দে-খায় আ-মা-দের-কে,

    আর উ-জ্জ্বল সেই আ-শা ম-নের

    নিস্‌-তেজ হয় প-ল-কে।

    (কোরাস)

    দৃ-ঢ় দুর্‌-গ তু-মি,

    ও বি-শ্বাস-ভূ-মি।

    তা জু-গি-য়ে দাও যা হা-রাই।

    প্র-চার ক-রার স-ময়

    তু-মি হও স-হায়।

    তো-মা-তেই নির-ভর কর-তে চাই।

  2. ২. তাই যি-হো-বা যে-ন ভু-লি না,

    হাত ধ-রে-ছ বার-বার।

    য-ত-বার গি-য়ে-ছি ট-লে,

    স্থির ক-রে-ছ আ-বার।

    ক-রি ম-নে য-খন এ ক-থা,

    ভা-লো লা-গে, পাই আ-শা।

    তো-মার নাম জা-না-নোর ক্ষে-ত্রে

    পাই সা-হস, ভ-র-সা।

    (কোরাস)

    দৃ-ঢ় দুর্‌-গ তু-মি,

    ও বি-শ্বাস-ভূ-মি।

    তা জু-গি-য়ে দাও যা হা-রাই।

    প্র-চার ক-রার স-ময়

    তু-মি হও স-হায়।

    তো-মা-তেই নির-ভর কর-তে চাই।

(আরও দেখুন গীত. ৭২:১৩, ১৪; হিতো. ৩:৫, ৬, ২৬; যির. ১৭:৭.)