সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১৩

খ্রিস্ট, আমাদের আদর্শ

খ্রিস্ট, আমাদের আদর্শ

(১ পিতর ২:২১)

  1. ১. কী এক চ-মৎ-কার প্রেম

    যি-হো-বা দে-খা-লেন,

    নিজ প্রি-য় পু-ত্র-কে ব-লি-দান দি-য়ে।

    যাঃ-য়ের বা-ধ্য যি-শু

    জন্‌-মান হ-য়ে শি-শু,

    হ-লেন আ-দর্‌-শ তাঁর প্রেম দে-খি-য়ে।

  2. ২. পি-তার মু-খ-পা-ত্র,

    ব্যস্‌-ত দি-বা-রা-ত্র।

    আ-নন্‌-দে সে-বায় তাই, দি-লেন ঢে-লে মন।

    ‘আ-মার জ-ন্য খা-দ্য,

    প্রি-য় পি-তার বা-ক্য,’

    ভে-বে কা-টা-লেন, তি-নি তাঁর জী-বন।

  3. ৩. তাই, খ্রিস্‌-টের ম-নো-ভাব

    দে-খা-লে হ-বে লাভ।

    তাঁর প-দ-চি-হ্ন কর-ব অ-নু-স-রণ।

    যি-হো-বা এ-টাই চান,

    দিই যি-শুর ক-থায় কান,

    যি-হো-বার প্রে-মে থা-কি আ-ম-রণ।