সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১৪

পৃথিবীর নতুন রাজার প্রশংসা করা

পৃথিবীর নতুন রাজার প্রশংসা করা

(গীতসংহিতা ২:১২)

  1. ১. যি-হো-বা আর তাঁর পু-ত্র যে

    হাত বা-ড়ান ভা-লো-বে-সে।

    তাই জ-ড়ো হ-ল আর-ও মেষ

    সব ভা-ষার এ-বং দে-শে।

    রা-জ্য যে-মন এ-ল স্বর্‌-গে,

    আ-সুক তা শী-ঘ্রই জ-গ-তে।

    এই বা-স-না রা-খি হৃ-দ-য়ে,

    দেখ-তে চাই তা অ-ব-শে-ষে।

    (কোরাস)

    ও যি-হো-বা ঈ-শ্বর, গাই প্র-শং-সা তো-মার

    আর তো-মার পু-ত্রের-ও হোক জয়-গান।

    ন-ত হ-য়ে আম-রা স-ক-লে আজ

    তো-মায় দি-তে চাই সম্‌-মান।

  2. ২. হা-জার ব-ছর, রা-জা যি-শু

    কর-বেন ত-খন রা-জ-ত্ব।

    বি-চা-রক হ-য়ে তি-নি যে

    আন-বেন শান্‌-তি সর্‌-ব-ত্র।

    অ-পে-ক্ষা শেষ, আ-শিষ অ-শেষ

    নেই দে-খ আর যে কষ্‌-টের লেশ।

    এই পৃ-থি-বী হ-বে প-রম-দেশ,

    মৃ-ত্যুর নেই-কো আর কর্‌-তৃ-ত্ব।

    (কোরাস)

    ও যি-হো-বা ঈ-শ্বর, গাই প্র-শং-সা তো-মার

    আর তো-মার পু-ত্রের-ও হোক জয়-গান।

    ন-ত হ-য়ে আম-রা স-ক-লে আজ

    তো-মায় দি-তে চাই সম্‌-মান।

(আরও দেখুন গীত. ২:৬; ৪৫:১; যিশা. ৯:৬; যোহন ৬:৪০.)