গান ১৫
গাও প্রশংসা পুত্রের!
-
১. গাও প্র-শং-সা পু-ত্রের,
অ-ভি-ষিক্-ত সেই রা-জার।
তাঁর স-ত্য, ন্যা-য়ের শা-সন
আ-শিস আ-নে যি-হো-বা-র।
তাঁর পি-তার ই-চ্ছা মে-নে
কাজ ক-রেন সব-স-ময়।
ল-ড়াই ক-রেন তাঁর প-ক্ষে,
তাঁর না-মের আন-বেন জয়।
(কোরাস)
গাও প্র-শং-সা পু-ত্রের,
অ-ভি-ষিক্-ত গৌ-রব-ময়।
সি-য়ো-নে তি-নি দাঁ-ড়ান,
তাঁর শা-সন আ-রম্-ভ হয়!
-
২. গাও প্র-শং-সা পু-ত্রের,
দি-লেন যি-নি ব-লি-দান।
তাঁর মুক্-তির মূ-ল্যের ফ-লে
আজ পে-য়ে-ছি প-রি-ত্রাণ।
খ্রি-স্টের ক-নে অ-পে-ক্ষায়,
অ-পূর্-ব আজ তার সাজ।
এই বি-বা-হ দেয় প্র-মাণ
এই সব-ই যাঃ-য়ের কাজ।
(কোরাস)
গাও প্র-শং-সা পু-ত্রের,
অ-ভি-ষিক্-ত গৌ-রব-ময়।
সি-য়ো-নে তি-নি দাঁ-ড়ান,
তাঁর শা-সন আ-রম্-ভ হয়!
(আরও দেখুন গীত. ২:৬; ৪৫:৩, ৪; প্রকা. ১৯:৮.)