সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১৯

প্রভুর সান্ধ্যভোজ

প্রভুর সান্ধ্যভোজ

(মথি ২৬:২৬-৩০)

  1. ১. যি-হো-বা, প-বি-ত্র এই রা-তে

    সেই প্রেম ক-রি স্ম-রণ তো-মার!

    আজ-কের এই তা-রি-খে, প্রা-চীন ইজ-রা-য়েল-কে

    মি-শর থে-কে কর-লে উ-দ্ধার।

    নির্‌-দোষ মে-ষের ব-লি-দান দি-য়ে,

    সেই জা-তি-কে কর-লে মুক্‌-ত।

    ব-হু শ-তাব্‌-দী পর, ও যি-হো-বা ঈ-শ্বর,

    তু-মি দি-লে নিজ পু-ত্রের রক্‌ ত।

  2. ২. এই রু-টি আর দ্রা-ক্ষা-রস দে-খে

    স্ম-রণ ক-রি ত্যা-গের মূ-ল্য।

    যি-শুর ভা-লো-বা-সায়,

    মুক্‌-ত হ-ল স-বাই।

    বা-ধ্য হয়-নি কেউ তাঁর তু-ল্য।

    পা-লন ক-রি আজ স্ম-র-ণার্‌-থ

    স্ম-র-ণে যি-শুর ত্যাগ-স্বী-কার।

    যাঃ, তো-মার ব্য-ব-স্থায়,

    পে-ল জী-বন স-বাই,

    হ-ল মৃ-ত্যুর স্থা-য়ী প্র-তি-কার।

  3. ৩. তো-মার ডা-কে দি-য়ে-ছি সা-ড়া,

    আজ এ-সে-ছি দি-তে সম্‌-মান।

    আম-রা কৃ-ত-জ্ঞ-তায়,

    গে-য়ে যাই প্র-শং-সায়

    পু-ত্র আর তু-মি যে ম-হান।

    প্র-ভুর সান্‌-ধ্য-ভো-জের এই সন্‌-ধ্যায়

    হোক গৌ-রব তো-মার প্র-তি-ক্ষণ।

    তাই, এ-খন এক-সা-থে যি-শুর চ-লা প-থে

    চ-লে পা-ব অ-নন্‌-ত-জী-বন।