সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ২২

তোমার রাজ্য আসুক!

তোমার রাজ্য আসুক!

(প্রকাশিত বাক্য ১১:১৫; ১২:১০)

  1. ১. যি-হো-বা, তু-মি যে আ-ছ

    অ-নন্‌-ত-কাল ধ-রে,

    পু-ত্র-কে দি-লে সিং-হা-সন।

    ক-রেন তি-নি শা-সন।

    তাঁর রা-জ্য এ-ল অ-স্তি-ত্বে।

    তা কর-বে শা-সন জ-গ-তে।

    (কোরাস)

    পাই প্র-মাণ আজ তার-ই,

    রা-জ্য এ-নে দে-বে যে সুখ।

    তাই, প্রার্‌-থ-না ক-রি:

    “আ-সুক, তো-মার রা-জ্য আ-সুক!”

  2. ২. শয়-তা-নের স-ময় শেষ যে প্রায়,

    প্র-চণ্‌-ড সে গর্‌-জায়।

    আজ য-দি-ও কষ্‌-টে, শো-কে,

    দে-খি ম-নের চো-খে:

    তাঁর রা-জ্য এ-ল অ-স্তি-ত্বে।

    তা কর-বে শা-সন জ-গ-তে।

    (কোরাস)

    পাই প্র-মাণ আজ তার-ই,

    রা-জ্য এ-নে দে-বে যে সুখ।

    তাই, প্রার্‌-থ-না ক-রি:

    “আ-সুক, তো-মার রা-জ্য আ-সুক!”

  3. ৩. দূ-তে-দের মা-ঝে প্র-শান্‌-তি!

    গায় তা-রা বি-জয়-গীত।

    শয়-তান ও তার মি-থ্যা থে-কে

    স্বর্‌-গ পে-ল মুক্‌-তি।

    তাঁর রা-জ্য এ-ল অ-স্তি-ত্বে।

    তা কর-বে শা-সন জ-গ-তে।

    (কোরাস)

    পাই প্র-মাণ আজ তার-ই,

    রা-জ্য এ-নে দে-বে যে সুখ।

    তাই, প্রার্‌-থ-না ক-রি:

    “আ-সুক, তো-মার রা-জ্য আ-সুক!”

(আরও দেখুন দানি. ২:৩৪, ৩৫; ২ করি. ৪:১৮.)