সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ২৪

যিহোবার পর্বতে এসো

যিহোবার পর্বতে এসো

(যিশাইয় ২:২-৪)

  1. ১. দেখ-তে পাও কি তু-মি?

    সব পা-হাড়-কে ছা-ড়ি-য়ে,

    ওই যে যি-হো-বার পর্‌-বত

    হ-ল সব-চেয়ে উঁ-চু।

    আস-ছে সব জা-তির লোক

    পৃ-থি-বীর প্রান্‌-ত থে-কে,

    এ-কে অ-ন্য-কে বল-ছে:

    ‘বা-ধ্য হও ঈ-শ্ব-রের।’

    স-ময় এ-সে গে-ছে।

    ক্ষু-দ্র ছি-ল যে ম-হান হ-বে।

    আ-মা-দের প্র-সা-রে

    যাঃ-য়ের নির্‌-দেশ ও আ-শিস দে-খি।

    ল-ক্ষ লোক আজ মা-নে

    তাঁর প্র-ভু-ত্বের ন্যা-য্য-তা

    থা-কে তাঁর ব-শী-ভূ-ত

    আর তাঁর প-ক্ষে স-দা।

  2. ২. যি-শুর আ-জ্ঞা মে-নে

    প্র-চার ক-রি সব জায়-গায়।

    রা-জ্যের সু-সং-বাদ জান-তে

    পায় আজ-কে তাই স-বাই।

    খ্রিস্‌-ট শা-সন র-ত

    স-বাই-কে তাঁর প-ক্ষে চান।

    যা-রা তাঁর র-বে দেয় কান,

    বা-ক্য দে-খা-বে পথ।

    ম-নে খু-শি আ-সে

    বি-রাট জ-ন-তার বৃ-দ্ধি দে-খে।

    পাই আ-নন্‌-দ প্র-চুর

    য-খন রা-জ্যের সু-সং-বাদ জা-নাই।

    চ-লো ব-লি জো-রে

    যা-তে স-বাই শুন-তে পায়:

    ‘যাঃ-য়ের পর্‌-ব-তে এ-সো

    আর সে-খা-নে থা-কো।’

(আরও দেখুন গীত. ৪৩:৩; ৯৯:৯; যিশা. ৬০:২২; প্রেরিত ১৬:৫.)