সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ২৬

আমায় তা দিলে

আমায় তা দিলে

(মথি ২৫:৩৪-৪০)

  1. ১. যি-শুর আর-ও মেষ-রা, অ-ভি-ষিক্‌-তের স-ঙ্গে

    সে-বা ক-রে, যা-রা তাঁর স্বর্‌-গের ক-নে।

    ক-নের সা-হা-য্যে মেষ-রা

    যা কি-ছু ক-রে,

    কৃ-ত-জ্ঞে খ্রিস্‌-ট ব-লেন হৃ-দয় ভ-রে:

    (কোরাস)

    “তা-দের স্ব-স্তি দি-য়ে, আ-মায় তা দি-লে।

    তা-রা পে-য়ে-ছে যা, পে-লাম আ-মি তা।

    শ্রম তা-দের-কে দি-য়ে, আ-মায় তা দি-লে।

    যা দি-লে তা-দের, তা পে-লাম আ-মি।

    তা-দের দে-ওয়ার দ্বা-রা আ-মায় তা দি-লে।”

  2. ২. “আ-মার ক্ষু-ধা, তৃ-ষ্ণায় তু-মি সঙ্‌-গে ছি-লে,

    প্র-য়ো-জন মে-টা-তে এ-গি-য়ে এ-লে।”

    তা-রা জি-জ্ঞেস কর-বে,

    “ক-বে ক-রে-ছি তা?”

    ত-খন রা-জা তা-দের বল-বেন এই ক-থা:

    (কোরাস)

    “তা-দের স্ব-স্তি দি-য়ে, আ-মায় তা দি-লে।

    তা-রা পে-য়ে-ছে যা, পে-লাম আ-মি তা।

    শ্রম তা-দের-কে দি-য়ে, আ-মায় তা দি-লে।

    যা দি-লে তা-দের, তা পে-লাম আ-মি।

    তা-দের দে-ওয়ার দ্বা-রা আ-মায় তা দি-লে।”

  3. ৩. “তু-মি উ-ত্তম কা-জে স-দা অং-শ নি-লে,

    আ-মার ভাই-দের প্র-তি বি-শ্বস্‌-ত ছি-লে।”

    এর-পর রা-জা বল-বেন

    মেষ-দের ডান-দি-কের তাঁর:

    “নাও অ-নন্‌-ত-কাল পৃ-থি-বীর অ-ধি-কার।”

    (কোরাস)

    “তা-দের স্ব-স্তি দি-য়ে, আ-মায় তা দি-লে।

    তা-রা পে-য়ে-ছে যা, পে-লাম আ-মি তা।

    শ্রম তা-দের-কে দি-য়ে, আ-মায় তা দি-লে।

    যা দি-লে তা-দের, তা পে-লাম আ-মি।

    তা-দের দে-ওয়ার দ্বা-রা আ-মায় তা দি-লে।”