সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৪০

কার জন্য বাঁচতে চাও?

কার জন্য বাঁচতে চাও?

(রোমীয় ১৪:৮)

  1. ১. কার জ-ন্য বাঁচ-তে চাও?

    কোন ঈ-শ্ব-রের বা-ধ্য হও?

    যাও ক-রে সেই ঈ-শ্বর-কে স-ম্মান,

    যার সে-বায় তু-মি দে-বে প্রাণ।

    দু-নৌ-কায় দি-লে পা

    কী হ-বে তো জা-ন তা!

    তাই কর-বে তা-কেই যে, বা-ছাই শে-ষে,

    মন থে-কে ভা-লো-বে-সে।

  2. ২. কার জ-ন্য বাঁচ-তে চাও?

    কোন ঈ-শ্ব-রের বা-ধ্য হও?

    এক-জন-ই স-ত্য, মি-থ্যা অ-ন্য।

    কা-কে বাছ-বে তো-মার জ-ন্য?

    শা-সক এই দু-নি-য়ার

    হ-বে অ-নু-গ-ত তার?

    বা কর-বে না-কি তাঁর ই-চ্ছা পূ-রণ,

    আজ যি-নি স-ত্য ঈ-শ্বর।

  3. ৩. কার জ-ন্য বেঁ-চে রই?

    যি-হো-বার-ই বা-ধ্য হই।

    যা নি-য়ে-ছি শ-পথ, পা-লন তা

    চাই ক-রে যে-তে যে স-দা।

    যাঃ কি-নে-ছেন আ-মায়

    দি-লেন পু-ত্রের ব-লি-দান।

    প্র-শং-সা তাঁ-কেই আ-মি দি-তে চাই,

    আর দে-ব যো-গ্য স-ম্মান।