সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৪৩

কৃতজ্ঞতার প্রার্থনা

কৃতজ্ঞতার প্রার্থনা

(গীতসংহিতা ৯৫:২)

  1. ১. দ-য়া-ময় ঈ-শ্বর, হে পি-তা যি-হো-বা,

    প্রার্‌-থ-নায় ধ-ন্য-বাদ দি-চ্ছি আ-মি।

    তো-মার উ-পর রা-খি আ-স্থা সম্‌-পূর-ণ

    পা-ব তো-মার স্নে-হ যত্‌-ন জা-নি।

    আম-রা অ-সি-দ্ধ তাই ভুল ক-রি শ-ত।

    ত-বু ভুল ত্রু-টি সব ক্ষ-মা ক-র।

    ক-রে-ছ উ-দ্ধার নিজ পু-ত্র-কে দি-য়ে।

    থাক-ব তাই আম-রা কৃ-ত-জ্ঞ ক-ত!

  2. ২. ধ-ন্য-বাদ দিই, পি-তা, এই আ-শ্বাস দি-লে,

    তো-মার-ই বন্‌-ধু যে হ-তে পা-রি!

    হ-লাম কী খু-শি তো-মায় কা-ছে পে-য়ে—

    তাই যে-ন তো-মার হাত ধ-রেই রা-খি।

    হ-তা-শার ম-ধ্যে যে দি-য়ে-ছ শক্‌-তি,

    সেই শক্‌-তির মা-ধ্য-মে পে-লাম স্ব-স্তি।

    আ-মার হৃ-দয় ক-রো ন-ম্র, হে পি-তা,

    চি-র-দিন কর-ব তো-মার-ই স্তু-তি।