গান ৪৪
হতাশ লোকের প্রার্থনা
-
১. যি-হো-বা আ-মায় শো-নো য-খন ক-রি
প্রার্-থ-না।
এই কষ্-ট, ম-নের ক্ষ-ত দেয়
যে ভী-ষণ যন্-ত্র-ণা।
হ-তা-শায়, নি-রুৎ-সা-হি-তায় দুর্-বল—
আর পার-ছি না!
হে ঈ-শ্বর ধ-রো হাত আ-মার,
দাও আ-মায় সান্-ত্ব-না।
(কোরাস)
তো-লো আ-মায় আর শক্-তি দাও।
চিন্-তার স-ময় আ-শা দে-খাও।
গ-ভীর দুঃ-খ জা-নাই তো-মায়।
যি-হো-বা ধৈর্-য দাও আ-মায়।
-
২. এই ম-নের ক-থা য-দি-ও
সব পা-রি না বল-তে,
ত-বু বা-ক্য তো-মার আ-মা-কে
শক্-তি দেয় চল-তে।
তাই যে-ন ক-রি বি-শ্বাস, না দিই
সন্-দে-হ-কে স্থান,
আর ম-নে রা-খি তো-মার প্রেম
হৃ-দ-য়ের চেয়ে ম-হান।
(কোরাস)
তো-লো আ-মায় আর শক্-তি দাও।
চিন্-তার স-ময় আ-শা দে-খাও।
গ-ভীর দুঃ-খ জা-নাই তো-মায়।
যি-হো-বা ধৈর্-য দাও আ-মায়।
(আরও দেখুন গীত. ৪২:৬; ১১৯:২৮; রোমীয় ৮:২৬; ২ করি. ৪:১৬; ১ যোহন ৩:২০)