সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৪৫

আমার হৃদয়ের চিন্তা

আমার হৃদয়ের চিন্তা

(গীতসংহিতা ১৯:১৪)

  1. ১. আ-মার হৃ-দ-য়ের সব চিন্‌-তা,

    যা ভাব-তে থা-কি সা-রা-দিন,

    তা যে-ন হয় তো-মার প্রী-তির

    আর আ-মায় রা-খে স্থির প-থে।

    আ-সে য-খন দুশ্‌-চিন্‌-তার ঘাত

    আর ঘুম আ-সে না সা-রা-রাত,

    ত-খন ব-জায় রাখ-তে নিষ্‌-ঠা

    যে-ন তো-মায় স্ম-রণ ক-রি।

  2. ২. শু-দ্ধ ও স-ত্য যা-কি-ছু,

    প্রী-তি-জ-নক যা আ-ছে তা,

    সদ্‌-গুণ ও যা-কি-ছু স-ঠিক,

    তা ক-রে ধ্যান পা-ব শান্‌-তি।

    ঈ-শ্বর তো-মার চিন্‌-তা স-কল

    ম-হান আর গ-ণ-নার অ-তীত।

    তাই তো-মার বা-ক্য নি-য়ে ধ্যান

    ক-রায় যে-ন র-ত থা-কি।