সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৫৯

যাঃয়ের স্তুতি এসো করি

যাঃয়ের স্তুতি এসো করি

(গীতসংহিতা ১৪৬:২)

  1. ১. যাঃ-য়ের স্তু-তি

    এ-সো ক-রি,

    যার দ-য়ায় ভা-সে এই জী-বন ত-রী।

    প্র-শং-সা তাঁর

    হোক বা-রে-বার।

    ক-রি তাঁর গৌ-রব আজ সাম-নে স-বার।

    প্রে-মের উৎ-স, তি-নি কী চ-মৎ-কার!

  2. ২. ক-রি স্তু-তি

    তাঁর ম-হি-মার,

    প্রার্‌-থ-না শো-নেন ও দেন যা দর-কার।

    তাঁর শক্‌-ত হাত

    ক-রে স-বল,

    সান্‌-ত্ব-না দেন তা-দের, যা-রা দুর্‌-বল।

    প্র-শং-সা ক-রি যাঃ-য়ের গুণ স-কল।

  3. ৩. আ-মার সা-থে

    গাও এই স্তু-তি,

    রা-খো বি-শ্বাস যাঃ-য়ের ন্যা-য়ের প্র-তি।

    য-ত ব্য-থা

    কান্‌-না তো-মার,

    ঈ-শ্ব-রের রা-জ্যে যে থাক-বে না আর।

    প্র-শং-সা ক-রি উ-চ্ছ্বা-সে আ-বার।