গান ৬৩
আমরা যিহোবার সাক্ষি!
(যিশাইয় ৪৩:১০-১২)
-
১. ঈ-শ্বর ভে-বে পা-থর-কে,
ভুল-ল লোক যি-হো-বা-কে।
তি-নি স-ত্য ঈ-শ্বর,
স-র্ব-শ-ক্তি-মান।
অ-ন্য আর সব দে-ব-তা,
কাল কি হ-বে জা-নে-না।
চায় কর-তে প্র-মাণ তা-রাই স-ত্য
কি-ন্তু বা-রং-বার হয় ব্য-র্থ।
(কোরাস)
স-ত্য ঈ-শ্বর ব-লেন যা,
পূ-র্ণ ক-রেন স-বই তা।
আম-রা যি-হো-বার সা-ক্ষি-রা তাই
প্র-চা-রে নি-র্ভ-য়ে যাই।
-
২. বি-শ্বের প্র-তি-টি কো-ণায়
আজ-কে যাঃ-য়ের নাম জা-নাই।
বা-র্তা রা-জ্যের প্র-চার,
ক-রি সা-হ-সে।
লো-কে যা-তে শিখ-তে পায়
স-ত্যে স্বা-ধীন হয় স-বাই,
তাই শে-খাই যাঃ-য়ের স-ত্য ম-ধুর।
প্র-শং-সায় যে-ন মে-লায় সুর।
(কোরাস)
স-ত্য ঈ-শ্বর ব-লেন যা,
পূ-র্ণ ক-রেন স-বই তা।
আম-রা যি-হো-বার সা-ক্ষি-রা তাই
প্র-চা-রে নি-র্ভ-য়ে যাই।
-
৩. প্র-চার ক-রার বি-শেষ কাজ
দেয় যাঃ-কে প্র-শং-সা আজ।
আর ক-রে স-ত-র্ক,
খা-রাপ লো-কে-দের।
ভা-লো লোক-দের ক্ষ-মা হয়
যা-রা রা-খে ঈ-শ্বর ভয়।
মন থে-কে যাঃ-কে কর-লে স্বী-কার
পা-বে যে, স-ক-লে উ-দ্ধার।
(কোরাস)
স-ত্য ঈ-শ্বর ব-লেন যা,
পূ-র্ণ ক-রেন স-বই তা।
আম-রা যি-হো-বার সা-ক্ষি-রা তাই
প্র-চা-রে নি-র্ভ-য়ে যাই।
(আরও দেখুন যিশা. ৩৭:১৯; ৫৫:১১; যিহি. ৩:১৯.)