সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ৯০

একে অন্যকে উৎসাহিত করো

একে অন্যকে উৎসাহিত করো

(ইব্রীয় ১০:২৪, ২৫)

  1. ১. উৎ-সা-হ দি-লে অ-ন্য-দের-কে

    রাখ-ব স-বাই বি-শ্বাস ব-জায়।

    উ-ত্তম কাজ কর-লে আস-বে শান্‌-তি

    আর স-বাই থাক-ব এ-ক-তায়।

    ঈ-শ্ব-রের লোক-দের ভা-লো-বা-সা

    হয় ধৈর্‌-য ধর-তে তাই স-হায়।

    য-দি-ও ঝ-ড়ের মা-ঝে আম-রা,

    জো-গা-চ্ছে ম-ণ্ড-লী আ-শ্রয়।

  2. ২. ভাই-বোন-দের সুন্‌-দর অ-ভি-জ্ঞ-তা

    শুন-লে ক-ত উৎ-সা-হ পাই!

    আর রা-জ্যের গান এক-সা-থে গাই-লে

    হৃ-দ-য়ে শান্‌-তি ভ-রে যায়।

    দাঁ-ড়া-লে পা-শে এ-কে অ-ন্যের,

    কাজ কর-তে পার-ব স-ব-লে।

    সব কাজ এক-স-ঙ্গে কর-লে স-বাই,

    স্থির থাক-ব ল-ক্ষ্যে স-ক-লে।

  3. ৩. যি-হো-বার দিন ঠিক সাম-নে দে-খি,

    তাই ক-রে চ-লি প্রার্‌-থ-না।

    আর দি-তে অ-ন্য-কে উৎ-সা-হ

    আজ স-ভায় আ-সা ছাড়-ব না।

    এই-ভা-বে য-দি হাঁ-টি স-ত্যে,

    দৃ-ঢ় থাক-বে বি-শ্বাস স-বার।

    ভাই-বোন-দের স-ঙ্গে ক-রে সে-বা

    হ-ব যি-হো-বার প-রি-বার।