গান ১০৯
আন্তরিক প্রেম দেখাও
-
১. প-রস্-পর প্রেম দে-খাই য-খন,
খু-শি যি-হো-বা হন ত-খন।
প্রেম যে তাঁর সর্-ব-শ্রেষ-ঠ গুণ,
দে-খাই আন্-ত-রিক প্রেম।
ভা-লো-বা-সা দিই হৃ-দ-য়ের,
বা-ড়ি-য়ে দু-হাত বন্-ধু-ত্বের।
ম-ঙ্গ-লের চে-ষ্টায় স-ক-লের
দে-খাই আন্-ত-রিক প্রেম।
য-দি দে-খি দুঃ-খের আঁচ
যা খুব ভাই-বোন-দের দেয় কষ্-ট আজ,
ফেলে দিয়ে নিজের কাজ
ক-রে নিই সব দুঃ-খ ভাগ।
যি-শু প্রেম দে-খা-লেন এ-মন,
দে-খান যি-হো-বা প্রেম যে-মন,
ক-রি সেই প্রেম অ-নু-ক-রণ,
ছুঁ-য়ে যায় যা, হৃ-দয় মন।
প্রেম দে-খা-ব আ-মরণ।
(আরও দেখুন ১ পিতর ২:১৭; ৩:৮; ৪:৮; ১ যোহন ৩:১১.)