সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১১১

আমাদের আনন্দের কারণ

আমাদের আনন্দের কারণ

(মথি ৫:১২)

  1. ১. পাই কা-রণ আ-নন্‌-দের অ-সং-খ্য,

    এক খু-শি যা অ-বি-র-ত।

    যি-হো-বার চো-খে যা-দের মূ-ল্য,

    দেয় যোগ তা-রা ক্র-মা-গ-ত।

    তাই, আ-মা-দের আ-নন্‌-দ শ-ত

    যার মূল ঈ-শ-বা-ক্যে ছ-ড়ায়।

    তাঁর বা-ক্য যাই প-ড়ে নি-য়-ত,

    আর এ-ভা-বে বি-শ্বাস বা-ড়াই।

    সেই আ-নন্‌-দ হৃ-দয় গ-ভী-রে

    ঠিক যে-ন এক ম-শাল জ্বা-লায়।

    স-ম-স্যা ও তা-ড়-না থাক-লেও

    পাই শক্‌-তি তাই কর-তে ল-ড়াই।

    (কোরাস)

    যি-হো-বা ঈ-শ্বর আ-নন্‌-দের,

    আ-নন্‌-দ তাঁর সৃষ্‌-টির ম-ধ্যে।

    কী গ-ভীর তাঁর জ্ঞান, চ-মৎ-কার তাঁর কাজ,

    তাঁর মঙ্‌-গল-ভাব, শক্‌-তির প্র-কাশ!

  2. ২. চাই উ-প-ভোগ কর-তে তাঁর সৃষ-টি,

    গাছ-পা-লা আর ন-দী, আ-কাশ।

    য-খন প-ড়ি বি-ব-রণ সৃষ-টির

    হয় ম-নে আ-নন্‌-দ, উচ্‌-ছ্বাস।

    তাই, আম-রা দিই তাঁর প-ক্ষে সা-ক্ষ্য,

    তাঁর রা-জ্য স-বাই-কে জা-নাই।

    সেই রা-জ্য যে আ-শীর্‌-বাদ আন-বে,

    তা বি-শ্বে প্র-চার ক-রে যাই।

    ঠিক রাত শেষ হ-লেই যে-মন দিন হয়,

    সেই আ-নন্‌-দ খুব-ই কা-ছে।

    এই পৃ-থি-বী ন-তুন হ-বে, তাই

    আজ স-বাই আ-নন্‌-দে বাঁ-চে।

    (কোরাস)

    যি-হো-বা ঈ-শ্বর আ-নন্‌-দের,

    আ-নন্‌-দ তাঁর সৃষ্‌-টির ম-ধ্যে।

    কী গ-ভীর তাঁর জ্ঞান, চ-মৎ-কার তাঁর কাজ,

    তাঁর মঙ্‌-গল-ভাব, শক্‌-তির প্র-কাশ!

(আরও দেখুন দ্বিতীয়. ১৬:১৫; যিশা. ১২:৬; যোহন ১৫:১১.)