সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১২১

আত্মসংযম প্রয়োজন

আত্মসংযম প্রয়োজন

(রোমীয় ৭:১৪-২৫)

  1. ১. পি-তা যি-হো-বা-কে দি-লাম এই মন,

    তাই আজ আ-ত্ম-সং-যম স-ত্যিই প্র-য়ো-জন।

    মন্‌-দ আ-কাঙ্‌-ক্ষায় চল-লে বি-পদ,

    প্র-ত্যা-খ্যান ক-রি তাই, এই জ-গৎ।

  2. ২. শয়-তান রোজ সাম-নে পা-তে না-না ফাঁদ,

    আর পা-পের বি-রু-দ্ধে ল-ড়াই যায় না বাদ।

    ঈ-শ্ব-রের বা-ক্য ক-রে স-বল,

    যু-দ্ধে হই আম-রা তাই-তো স-ফল।

  3. ৩. ঈ-শ্ব-রের নাম যে অ-তি মূ-ল্য-বান।

    তাই ক-থায় ও কা-জে চাই দি-তে সম্‌-মান।

    ক-রি স্থা-পন এই ল-ক্ষ্য স-বাই:

    রোজ আ-ত্ম-সং-যম রা-খি ব-জায়।