সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১৩২

এবার আমরা এক হলাম

এবার আমরা এক হলাম

(আদি ২:২৩, ২৪)

  1. ১. অ-ব-শে-ষে ভা-লো-বে-সে

    দু-টি হৃ-দয় যে গে-ল মি-শে।

    পে-লাম এই উ-প-হার আম-রা

    যি-হো-বার আ-শি-সে।

    তাই আজ স-বার সাম-নে এ-বার

    নি-চ্ছি শ-পথ, হ-ব প-রি-বার।

    থাক-ব ঠিক পা-শে যে তো-মার

    আ-সুক না বা-ধা, ঝড়।

    প্রেম অ-মর, যে-মন শে-খান ঈ-শ্বর।

    আম-রা তাঁর উ-পর

    কর-ব নির্‌-ভর ব-রা-বর।

    দু-জ-নে তাই, মন থে-কে চাই

    কা-টুক জী-বন, যি-হো-বার সে-বায়।

    আ-জী-বন সু-খে ও দুঃ-খে

    তো-মা-কে পা-শে চাই, প্রি-য়।

(আরও দেখুন আদি. ২৯:১৮; উপ. ৪:৯, ১০; ১ করি. ১৩: ৮.)