সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

গান ১৪৭

অনন্তজীবনের প্রতিজ্ঞা

অনন্তজীবনের প্রতিজ্ঞা

(গীতসংহিতা ৩৭:২৯)

  1. ১. ন-ম্র-রা চি-র-দিন বাঁচ-বে,

    পৃ-থি-বী হ-বে সুন্‌-দর,

    স-ক-লে শান্‌-তি-তে থাক-বে,

    ক-থা দি-লেন ঈ-শ্বর।

    (কোরাস)

    তাই ভা-বি প্র-তি-ক্ষণ,

    “পা-ব চি-র-জী-বন—

    ঈ-শ্ব-রের প্র-তি-জ্ঞা

    ঠিক হ-বে স-ত্যি।”

  2. ২. স-ক-লে সি-দ্ধ-তায় ফির-বে,

    শাস্‌-ত্র আ-মা-দের জা-নায়।

    শান্‌-তি হ-বে অ-ফু-রন্‌-ত,

    যাঃ-য়ের নির্‌-দে-শ-নায়।

    (কোরাস)

    তাই ভা-বি প্র-তি-ক্ষণ,

    “পা-ব চি-র-জী-বন—

    ঈ-শ্ব-রের প্র-তি-জ্ঞা

    ঠিক হ-বে স-ত্যি।”

  3. ৩. সেই দিন হ-বে কী চ-মৎ-কার!

    প্রি-য়-জন উঠ-বে আ-বার

    হ-বে শেষ দিন দুঃ-খ কা-ন্নার,

    থাক-বে না মৃ-ত্যু আর।

    (কোরাস)

    তাই ভা-বি প্র-তি-ক্ষণ,

    “পা-ব চি-র-জী-বন—

    ঈ-শ্ব-রের প্র-তি-জ্ঞা

    ঠিক হ-বে স-ত্যি।”

(আরও দেখুন যিশা. ২৫:৮; লূক ২৩:৪৩; যোহন ১১:২৫; প্রকা. ২১:৪.)