সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৩

প্রশ্নের ব্যবহার

প্রশ্নের ব্যবহার

মথি ১৬:১৩-১৬

সারাংশ: কৌশলতার সঙ্গে প্রশ্ন জিজ্ঞেস করুন যেন আপনি শ্রোতাদের মনে আগ্রহ জাগিয়ে তুলতে ও তা ধরে রাখতে পারেন, তাদের সঙ্গে যুক্তি করতে পারেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর জোর দিতে পারেন।

যেভাবে এটা করা যায়:

  • আগ্রহ জাগিয়ে তুলুন ও তা ধরে রাখুন। এমন প্রশ্নগুলো জিজ্ঞেস করুন যেন শ্রোতারা আরও বেশি চিন্তা করতে ও আরও বেশি জানতে অনুপ্রাণিত হয়।

  • কোনো একটা বিষয় নিয়ে যুক্তি করুন। শ্রোতাদের কোনো একটা বিষয়ের পক্ষে কিংবা বিপক্ষে তুলে ধরা যুক্তি বুঝতে সাহায্য করুন। তা করার জন্য তাদের ধারাবাহিকভাবে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করুন, যেগুলো তাদের যুক্তিসংগত উপসংহারে পৌঁছাতে পরিচালিত করবে।

  • গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর জোর দিন। কোনো মুখ্য ধারণার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে কৌতূহল জাগিয়ে তোলার মতো একটা প্রশ্ন জিজ্ঞেস করুন। কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শেষ করার পর অথবা আপনার উপস্থাপনার শেষ অংশে পুনরালোচনার জন্য কিছু প্রশ্ন ব্যবহার করুন।