সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৪

শাস্ত্রপদের সঙ্গে সঠিকভাবে পরিচয় করিয়ে দেওয়া

শাস্ত্রপদের সঙ্গে সঠিকভাবে পরিচয় করিয়ে দেওয়া

মথি ২২:৪১-৪৫

সারাংশ: কোনো শাস্ত্রপদ পড়ার আগে আপনার শ্রোতাদের মনকে প্রস্তুত করুন।

যেভাবে এটা করা যায়:

  • চিন্তা করুন যে, কেন আপনি শাস্ত্রপদটা পড়বেন। প্রতিটা শাস্ত্রপদের সঙ্গে এমনভাবে পরিচয় করিয়ে দিন যেন আপনার শ্রোতারা পদের মধ্যে সেই বিষয়টা খুঁজে পেতে পারে, যেটা আপনি তুলে ধরতে চান।

  • আলোচনার ভিত্তি যে বাইবেল, তা উল্লেখ করুন। আপনি যখন এমন ব্যক্তিদের সঙ্গে কথা বলেন, যারা ঈশ্বরে বিশ্বাস করে, তখন বাইবেলকে ঈশ্বরের বাক্য হিসেবে উল্লেখ করুন আর এভাবে দেখান যে, আপনি ঈশ্বরের চিন্তাভাবনা সম্বন্ধে শিক্ষা দিচ্ছেন।

  • শাস্ত্রপদের প্রতি শ্রোতার আগ্রহ জাগিয়ে তুলুন। এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করুন, যেটার উত্তর সেই শাস্ত্রপদে পাওয়া যাবে। অথবা এমন একটা সমস্যার বিষয়ে বলুন, যেটার সমাধান করতে সেই শাস্ত্রপদ সাহায্য করবে। কিংবা এমন একটা নীতি সম্বন্ধে উল্লেখ করুন, যেটার অর্থ সেই শাস্ত্রীয় বিবরণ বুঝতে সাহায্য করবে।