সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৫

সঠিকভাবে পড়া

সঠিকভাবে পড়া

১ তীমথিয় ৪:১৩

সারাংশ: পৃষ্ঠায় যা লেখা আছে, হুবহু সেটাই জোরে জোরে পড়ুন।

যেভাবে এটা করা যায়:

  • ভালোভাবে প্রস্তুতি নিন। বিবরণটা কেন লেখা হয়েছিল, তা নিয়ে চিন্তা করুন। আলাদা আলাদা শব্দ নয় বরং শব্দগুচ্ছগুলো পড়ার অভ্যাস করুন। সতর্ক থাকুন যেন আপনি কোনো শব্দ যুক্ত না করেন, বাদ না দেন অথবা পরিবর্তন না করেন। সমস্ত যতিচিহ্ন মেনে চলুন যেমন, দাঁড়ি, কমা অথবা প্রশ্নবোধক চিহ্ন।

  • প্রতিটা শব্দ সঠিকভাবে উচ্চারণ করুন। আপনি যদি কোনো শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে না জানেন, তা হলে অভিধান দেখুন, সেই প্রকাশনার অডিও রেকর্ডিং শুনুন অথবা একজন ভালো পাঠকের কাছে সাহায্য চান।

  • স্পষ্টভাবে পড়ুন। সতর্কতার সঙ্গে শব্দের উচ্চারণ করুন আর তা করার সময়ে মাথা উঁচু করুন এবং বড়ো করে মুখ খুলুন। স্পষ্টভাবে পড়ার প্রচেষ্টা করুন।