সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৬

শাস্ত্রপদের প্রয়োগ স্পষ্ট করা

শাস্ত্রপদের প্রয়োগ স্পষ্ট করা

প্রেরিত ১৭:২, ৩

সারাংশ: কোনো একটা শাস্ত্রপদ পড়েই পরবর্তী বিষয়ে চলে যাবেন না। নিশ্চিত করুন যেন আপনার শ্রোতারা সেই শাস্ত্রপদ এবং আপনি যে-বিষয়টা বোঝাতে চাইছেন, সেটার মধ্যে থাকা সম্পর্ক স্পষ্টভাবে বুঝতে পারে।

যেভাবে এটা করা যায়:

  • মুখ্য শব্দগুলো আলাদা করুন। কোনো শাস্ত্রপদ পড়ার পর সেই শব্দগুলোর উপর জোর দিন, যেগুলো আপনার মূল বিষয়ের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। আপনি সেই শব্দগুলো পুনরায় বলার অথবা মুখ্য শব্দগুলো শনাক্ত করার জন্য শ্রোতাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করার মাধ্যমে তা করতে পারেন।

  • শ্রোতারা যে-বিষয়টা মনে রাখুক বলে আপনি চান, সেটার উপর জোর দিন। আপনি যদি কোনো শাস্ত্রপদ পড়ার আগে স্পষ্টভাবে সেটা পড়ার কারণ সম্বন্ধে বলে থাকেন, তা হলে ব্যাখ্যা করুন যে, শাস্ত্রপদের মুখ্য শব্দগুলো কীভাবে সেই কারণের সঙ্গে সম্পর্কযুক্ত।

  • শাস্ত্রপদের প্রয়োগ সহজসরলভাবে তুলে ধরুন। মূল বিষয়টার সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন খুঁটিনাটি বিষয়গুলোর উপর মন্তব্য করা এড়িয়ে চলুন। আপনার শ্রোতারা সেই বিষয়টা সম্বন্ধে ইতিমধ্যেই যা জানে, সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন যে, শাস্ত্রপদের প্রয়োগ স্পষ্টভাবে বোঝার জন্য কতটা তথ্যের প্রয়োজন রয়েছে।