সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ১৭

অন্যেরা সহজে বুঝতে পারে এমন উপস্থাপনা

অন্যেরা সহজে বুঝতে পারে এমন উপস্থাপনা

১ করিন্থীয় ১৪:৯

সারাংশ: শ্রোতাদের আপনার বার্তার অর্থ বুঝতে সাহায্য করুন।

যেভাবে এটা করা যায়:

  • আপনার বিষয়বস্তু খুব ভালোভাবে অধ্যয়ন করুন। বিষয়টা ভালোভাবে বুঝুন, যাতে আপনি সেটাকে সহজসরলভাবে ও নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারেন।

  • ছোটো ছোটো বাক্য ও সহজসরল বাক্যাংশ ব্যবহার করুন। যদিও বড়ো বড়ো বাক্য ব্যবহার করা যায়, তারপরও সংক্ষিপ্ত বাক্যাংশ ও বাক্য ব্যবহার করে মূল বিষয়গুলো তুলে ধরুন।

  • অপরিচিত অভিব্যক্তিগুলো ব্যাখ্যা করুন। সম্ভব হলে এমন অভিব্যক্তিগুলো ব্যবহার করবেন না, যেগুলো আপনার শ্রোতাদের কাছে অপরিচিত। আপনাকে যদি কোনো অপরিচিত অভিব্যক্তি, বাইবেলের চরিত্র কিংবা প্রাচীন কালের পরিমাপ অথবা প্রথার বিষয়ে উল্লেখ করতেই হয়, তা হলে সেগুলো ব্যাখ্যা করুন।