সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ২০

কার্যকরী উপসংহার

কার্যকরী উপসংহার

উপদেশক ১২:১৩, ১৪

সারাংশ: উপস্থাপনার শেষে আপনার শ্রোতাদের অনুরোধ করুন যেন তারা যা শিখেছে, তা গ্রহণ করে ও কাজে লাগায়।

যেভাবে এটা করা যায়:

  • আপনার আলোচনার সমগ্র বিষয়ের সঙ্গে ভালোভাবে মিল রয়েছে, এমন উপসংহার তুলে ধরুন। মূল বিষয়গুলো ও মূলভাবকে পুনরায় উল্লেখ করুন অথবা ভিন্ন শব্দগুলোর মাধ্যমে তুলে ধরুন।

  • আপনার শ্রোতাদের অনুপ্রাণিত করুন। আপনার শ্রোতাদের দেখান যে, কী করতে হবে এবং তা করার জন্য যুক্তিযুক্ত কারণগুলো প্রদান করুন। আন্তরিকতা ও দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কথা বলুন।

  • আপনার উপসংহারকে সহজসরল ও সংক্ষিপ্ত রাখুন। এই পর্যায়ে নতুন কোনো মূল বিষয় সম্বন্ধে উল্লেখ করবেন না। যতটা সম্ভব কম শব্দ ব্যবহার করে শ্রোতাদের পদক্ষেপ নেওয়ার জন্য শেষ বারের মতো আমন্ত্রণ জানান।