সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ০২

এক অপূর্ব ভবিষ্যতের প্রত্যাশা

এক অপূর্ব ভবিষ্যতের প্রত্যাশা

সারা পৃথিবীতে লোকেরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। এর ফলে, তারা দুঃখিত ও উদ্‌বিগ্ন হয়ে পড়ে আর এমনকী কষ্ট ভোগ করে। কেউ কেউ গুরুতর অসুস্থতার কারণে কিংবা মৃত্যুতে তাদের পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব অথবা আত্মীয়কে হারিয়ে কষ্ট পাচ্ছে। আপনার জীবনেও কি এমন কিছু ঘটেছে? যদি ঘটে থাকে, তা হলে আপনি হয়তো চিন্তা করতে পারেন, ‘এই সমস্যাগুলো কি কখনো দূর হবে?’ বাইবেল এই বিষয়ে যা বলে, তা আপনাকে সান্ত্বনা দেবে।

১. বাইবেল আমাদের কোন প্রত্যাশা দেয়?

বাইবেল জানায়, পৃথিবীতে কেন এত সমস্যা রয়েছে। আর সেইসঙ্গে এটি আমাদের এই সুখবর জানায়, ঈশ্বর খুব শীঘ্রই এই সমস্যাগুলো দূর করে দেবেন। বাইবেলের প্রতিজ্ঞাগুলোর মাধ্যমে আমরা “চিরস্থায়ী সান্ত্বনা এবং অপূর্ব আশা” লাভ করতে পারি। (পড়ুন, ২ থিষলনীকীয় ২:১৬.) এই প্রতিজ্ঞাগুলো বর্তমানে আমাদের সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। এ ছাড়া, এটা আমাদের চিরকাল ধরে এক সুখী জীবন উপভোগ করার প্রত্যাশা দেয়।

২. ভবিষ্যতে আমাদের জীবন কেমন হবে?

বাইবেল বলে, ভবিষ্যতে “মৃত্যু আর থাকবে না; শোক বা আর্তনাদ বা ব্যথা আর থাকবে না।” (পড়ুন, প্রকাশিত বাক্য ২১:৪.) জীবনের যে-সমস্যাগুলো এখন আমাদের কষ্ট দেয়, সেগুলো আর থাকবে না, যেমন দরিদ্রতা, অবিচার, অসুস্থতা ও মৃত্যু। বাইবেল প্রতিজ্ঞা করে, পৃথিবী পরমদেশে পরিণত হবে, অর্থাৎ এই পৃথিবী এমন এক পরিচ্ছন্ন ও সুন্দর জায়গায় পরিণত হবে, যেখানে মানুষ চিরকাল জীবন উপভোগ করবে।

৩. বাইবেলে দেওয়া প্রত্যাশা যে পরিপূর্ণ হবেই, তা আপনি কীভাবে নিশ্চিত হতে পারেন?

অনেকে ভবিষ্যৎ সম্বন্ধে বিভিন্ন প্রত্যাশা করে, তবে সেই প্রত্যাশাগুলো কখনো পরিপূর্ণ হবে কি না, তা তারা নিশ্চিতভাবে জানে না। কিন্তু, বাইবেলে যে-প্রত্যাশাগুলোর বিষয়ে বলা হয়েছে, সেগুলো পরিপূর্ণ হবেই। আপনি “সতর্কতার সঙ্গে শাস্ত্র পরীক্ষা” করার মাধ্যমে এই বিষয়ে নিশ্চিত হতে পারবেন। (প্রেরিত ১৭:১১) ভবিষ্যতের বিষয়ে বাইবেল যা বলে, তা আপনি কীভাবে বিশ্বাস করতে পারেন? প্রথমত, আপনাকে জানতে হবে, বাইবেলে কী লেখা আছে। এরপর, আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে, ভবিষ্যৎ সম্বন্ধে বাইবেলে বলা প্রত্যাশাগুলোর উপর আপনি বিশ্বাস করতে পারেন কি না।

গভীরভাবে গবেষণা করুন

ভবিষ্যতের বিষয়ে বাইবেলে দেওয়া কিছু প্রতিজ্ঞা সম্বন্ধে জানুন। আর বাইবেলে দেওয়া প্রত্যাশা বর্তমানে লোকদের কীভাবে সাহায্য করছে, তা দেখুন।

৪. বাইবেল জানায়, কোনো সমস্যা ছাড়াই আমরা পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারব

ভবিষ্যতের বিষয়ে বাইবেলে দেওয়া কয়েকটা প্রতিজ্ঞা নীচে লক্ষ করুন। এই প্রতিজ্ঞাগুলোর মধ্যে বিশেষভাবে কোনটা আপনার কাছে সবচেয়ে ভালো লাগছে? কেন?

প্রতিজ্ঞাগুলোর পাশে দেওয়া শাস্ত্রপদগুলো পড়ুন আর এই প্রশ্নগুলো নিয়ে বিবেচনা করুন:

  • এই শাস্ত্রপদগুলো থেকে আপনি কি প্রত্যাশা লাভ করতে পারেন? এগুলো থেকে আপনার পরিবার ও বন্ধুবান্ধবরা কি প্রত্যাশা লাভ করতে পারে?

কল্পনা করুন, আপনি এক জগতে বাস করছেন যেখানে

কেউ . . .

সবাই . . .

  • কষ্ট পাবে না, বৃদ্ধ হবে না এবং মারা যাবে না।—যিশাইয় ২৫:৮.

  • অসুস্থ হবে না অথবা শারীরিক অক্ষমতা নিয়ে জীবনযাপন করবে না।—যিশাইয় ৩৩:২৪; ৩৫:৫, ৬.

  • উত্তম স্বাস্থ্য এবং যৌবনকালের শক্তি উপভোগ করবে।—ইয়োব ৩৩:২৫.

  • অবিচার ভোগ করবে না।—যিশাইয় ৩২:১৬, ১৭.

  • প্রচুর খাবার, থাকার জন্য সুন্দর বাড়ি এবং আনন্দপূর্ণ কাজ পাবে।—গীতসংহিতা ৭২:১৬; যিশাইয় ৬৫:২১, ২২.

  • বেদনাদায়ক স্মৃতির কারণে কষ্ট পাবে না।—যিশাইয় ৬৫:১৭.

৫. বাইবেলে দেওয়া প্রত্যাশা লোকদের সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে

অনেকে তাদের চারপাশে বিভিন্ন সমস্যা দেখে হতাশ হয়ে পড়ে, এমনকী রেগেও যায়। কেউ কেউ আবার পরিস্থিতি ভালো করার জন্য লড়াই করে থাকে। কীভাবে বাইবেলে দেওয়া প্রত্যাশা বর্তমানে লোকদের সাহায্য করছে, তা দেখুন। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • ভিডিওতে, রাফিকা কোন বিষয়ে বিরক্ত হয়েছিলেন?

  • তিনি যে-অবিচার দেখেছিলেন, সেটা যদিও দূর হয়ে যায়নি, কিন্তু বাইবেল কীভাবে তাকে সাহায্য করেছিল?

ভবিষ্যতের বিষয়ে বাইবেলে দেওয়া প্রত্যাশা আমাদের হতাশা কাটিয়ে উঠতে এবং সমস্যাগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করার জন্য সাহায্য করতে পারে। হিতোপদেশ ১৭:২২ এবং রোমীয় ১২:১২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • বাইবেলের প্রত্যাশা সম্বন্ধে জানার পর আপনার কেমন লাগছে? এই প্রত্যাশা কি আপনার সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য সাহায্য করতে পারে?

কেউ কেউ বলে থাকে: “বাইবেলের প্রতিজ্ঞাগুলো শুনতে তো ভালোই লাগে, কিন্তু এগুলো কখনো সত্যি হবে বলে মনে হয় না।”

  • বাইবেলের প্রতিজ্ঞাগুলো সত্যিই পরিপূর্ণ হবে কি না, তা কেন আপনার পরীক্ষা করে দেখা উচিত?

সারাংশ

বাইবেল এক অপূর্ব ভবিষ্যতের প্রত্যাশা দেয়। আর এটা বর্তমানে আমাদের বিভিন্ন সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে।

পুনরালোচনা

  • ভবিষ্যতের বিষয়ে বাইবেলের প্রত্যাশা সম্বন্ধে কেন লোকদের জানা দরকার?

  • ভবিষ্যতের বিষয়ে বাইবেল কী বলে?

  • ভবিষ্যতের বিষয়ে বাইবেলের প্রত্যাশা সম্বন্ধে জানা, কীভাবে বর্তমানে আপনাকে সাহায্য করতে পারে?

লক্ষ্য

আরও জানুন

আপনি যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে থাকেন, তখন প্রত্যাশা কীভাবে আপনাকে সাহায্য করতে পারে, তা জানুন।

“কে আমাদের প্রকৃত প্রত্যাশা দিতে পারে?” (সচেতন থাক!, এপ্রিল ২২, ২০০৪, ইংরেজি)

ভবিষ্যতের প্রত্যাশা কীভাবে সেই ব্যক্তিদের সাহায্য করতে পারে, যারা দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতার সঙ্গে লড়াই করছে, তা দেখুন।

“দীর্ঘসময় ধরে থাকা কোনো অসুস্থতার সঙ্গে লড়াই করা—বাইবেল কি সাহায্য করতে পারে?” (অনলাইন প্রবন্ধ)

এই মিউজিক ভিডিওটা দেখার সময় কল্পনা করুন, বাইবেলের প্রতিজ্ঞাত পরমদেশে আপনি ও আপনার পরিবার জীবন উপভোগ করছেন।

ভেবে দেখো সেই দিন (৩:৩৭)

ভবিষ্যতের বিষয়ে বাইবেলের প্রত্যাশা সম্বন্ধে জানার পর একজন সমাজসেবকের জীবন কীভাবে পরিবর্তিত হয়েছিল, তা পড়ুন।

“এখন আমার আর মনে হয় না, এই জগৎকে পরিবর্তন করার জন্য আমাকেই কিছু করতে হবে” (প্রহরীদুর্গ, জুলাই–সেপ্টেম্বর ২০১৩)