সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ০৭

যিহোবা আসলে কেমন?

যিহোবা আসলে কেমন?

যিহোবা ঈশ্বর সম্বন্ধে চিন্তা করার সময় আপনার মনে কোন ছবি ভেসে ওঠে? আপনি হয়তো ভাবতে পারেন, তিনি তো অনেক মহান, তাঁর তুলনায় আমি কিছুই নই অথবা আপনি এটাও ভাবতে পারেন যে, ঈশ্বরের অনেক শক্তি রয়েছে কিন্তু তাঁর কোনো অনুভূতি নেই। বাইবেলের মাধ্যমে যিহোবা জানিয়েছেন যে, তিনি আসলে কেমন, তাঁর মধ্যে কোন কোন গুণ রয়েছে আর তিনি আপনার জন্য কতটা চিন্তা করেন।

১. ঈশ্বরকে কেন আমরা দেখতে পাই না?

বাইবেল বলে, “ঈশ্বর অদৃশ্য ব্যক্তি।” (যোহন ৪:২৪) আমাদের মতো ঈশ্বরের মাংসিক দেহ নেই। তিনি হলেন একজন অদৃশ্য ব্যক্তি, যিনি স্বর্গে থাকেন এবং স্বর্গ আমরা দেখতে পাই না।

২. যিহোবার কোন কোন গুণ রয়েছে?

এটা সত্যি যে, আমরা যিহোবাকে দেখতে পাই না, কিন্তু তিনি একজন বাস্তব ব্যক্তি এবং তাঁর অনেক গুণ রয়েছে। আমরা যত বেশি তাঁর সম্বন্ধে জানব, তত বেশি তাঁকে ভালোবাসতে পারব। বাইবেল বলে, “সদাপ্রভু [“যিহোবা,” NW] ন্যায়বিচার ভালবাসেন; তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না।” (গীতসংহিতা ৩৭:২৮) এ ছাড়া, তিনি হলেন “অত্যন্ত স্নেহময় ও করুণাময়।” বিশেষভাবে, তিনি সেই ব্যক্তিদের প্রতি তাঁর স্নেহ ও করুণা দেখিয়ে থাকেন, যারা কষ্টের মধ্যে রয়েছে। (যাকোব ৫:১১) বাইবেল জানায়, “সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্ত্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন।” (গীতসংহিতা ৩৪:১৮) আপনি কি জানেন, যিহোবা আমাদের কাজের মাধ্যমে প্রভাবিত হন? আমরা যখন কোনো খারাপ কাজ করি, তখন যিহোবা দুঃখ পান। (গীতসংহিতা ৭৮:৪০, ৪১) কিন্তু, আমরা যখন কোনো ভালো কাজ করি, তখন তিনি অনেক আনন্দিত হন।—পড়ুন, হিতোপদেশ ২৭:১১.

৩. যিহোবা যে আমাদের ভালোবাসেন, তা আমরা কীভাবে জানতে পারি?

যিহোবার সবচেয়ে চমৎকার গুণ হল প্রেম। আসলে তাঁর মধ্যে এত প্রেম রয়েছে যে, বাইবেল বলে, “ঈশ্বর প্রেম।” (১ যোহন ৪:৮) বাইবেল পড়ার এবং যিহোবার সৃষ্টি দেখার মাধ্যমে আমরা জানতে পারি যে, তিনি আমাদের কতটা ভালোবাসেন। (পড়ুন, প্রেরিত ১৪:১৭.) চিন্তা করুন, তিনি আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন, যাতে আমরা সুন্দর সুন্দর রং দেখতে পারি, সুস্বাদু খাবার খেতে পারি এবং মধুর সংগীত শুনতে পারি। এর থেকে আমরা বুঝতে পারি, যিহোবা চান যেন আমরা জীবন উপভোগ করি।

গভীরভাবে গবেষণা করুন

যিহোবা কীসের মাধ্যমে অসাধারণ কাজগুলো করে থাকেন, তা জানুন এবং কীভাবে তিনি তাঁর অপূর্ব গুণগুলো আমাদের কাছে প্রকাশ করেছেন, তা দেখুন।

৪. পবিত্র শক্তি হল যিহোবার সক্রিয় শক্তি

বাইবেল পড়ার মাধ্যমে আমরা জানতে পারি যে, পবিত্র শক্তি কোনো ব্যক্তি নয় বরং এটি ঈশ্বরের সক্রিয় শক্তি। আমরা যেমন হাত ব্যবহার করে কাজ করে থাকি, তেমনই যিহোবা ঈশ্বর তাঁর পবিত্র শক্তি ব্যবহার করে কাজ করে থাকেন। লূক ১১:১৩ এবং প্রেরিত ২:১৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • আমরা পড়লাম যে, ঈশ্বর তাঁর পবিত্র শক্তি লোকদের উপর “বর্ষণ” করেন। পবিত্র শক্তি যদি কোনো ব্যক্তি হয়ে থাকে, তা হলে কি সেটাকে বর্ষণ করা সম্ভব, আপনার কী মনে হয়? বাইবেলে লেখা এই কথাগুলো থেকে পবিত্র শক্তির বিষয়ে আমরা কী বুঝতে পারি?

যিহোবা তাঁর পবিত্র শক্তির মাধ্যমে অসাধারণ কাজগুলো করে থাকেন। গীতসংহিতা ৩৩:৬ a এবং ২ পিতর ১:২০, ২১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • যিহোবা ঈশ্বর তাঁর পবিত্র শক্তির মাধ্যমে কোন কাজগুলো করেছেন?

৫. যিহোবার অনেক অপূর্ব গুণ রয়েছে

প্রাচীন কালে মোশি নামে একজন ব্যক্তি বহু বছর ধরে বিশ্বস্তভাবে যিহোবার সেবা করছিলেন। তা সত্ত্বেও, তিনি তার সৃষ্টিকর্তাকে আরও ভালোভাবে জানতে চেয়েছিলেন। তাই, তিনি যিহোবার কাছে অনুরোধ করে বলেছিলেন, ‘আমি যেন তোমাকে জানিতে . . . পাই, এই জন্য আমাকে তোমার পথ সকল জ্ঞাত কর।’ (যাত্রাপুস্তক ৩৩:১৩) আর এরপর যিহোবা মোশিকে তাঁর কিছু অপূর্ব গুণ সম্বন্ধে জানিয়েছিলেন। যাত্রাপুস্তক ৩৪:৪-৬ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • যিহোবা মোশিকে তাঁর কোন কোন গুণ সম্বন্ধে জানিয়েছিলেন?

  • যিহোবার কোন গুণটা আপনার সবচেয়ে ভালো লেগেছে?

৬. যিহোবা লোকদের জন্য চিন্তা করেন

অতীতে, ইজরায়েলীয়েরা অর্থাৎ যারা যিহোবাকে উপাসনা করত, তারা মিশরে দাস ছিল। তাদের উপর অনেক অত্যাচার করা হত। তাদের কষ্ট দেখে যিহোবার কেমন লেগেছিল, তা দেখুন। অডিওটা শুনুন আর বাইবেল থেকে মিলিয়ে দেখুন অথবা যাত্রাপুস্তক ৩:১-১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • মানুষকে কষ্ট পেতে দেখে যিহোবার কেমন লাগে?—৭ ও ৮ পদ দেখুন।

  • যিহোবা কি সত্যিই লোকদের সাহায্য করতে চান এবং তা করার ক্ষমতা কি তাঁর রয়েছে? কেন আপনি তা মনে করেন?

৭. সৃষ্টি থেকে আমরা যিহোবার গুণগুলো সম্বন্ধে জানতে পারি

যিহোবা যা-কিছু সৃষ্টি করেছেন, সেগুলো দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি, তিনি কেমন ঈশ্বর এবং তাঁর কোন কোন গুণ রয়েছে। ভিডিওটা দেখুন। আর রোমীয় ১:২০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

  • যিহোবা যা-কিছু সৃষ্টি করেছেন, সেগুলোর মধ্যে আপনি তাঁর কোন গুণগুলো দেখতে পান?

কেউ কেউ বলে থাকে: “ঈশ্বর কোনো ব্যক্তি নন, ঈশ্বর হলেন এক শক্তি, যা আমাদের চারপাশে রয়েছে।”

  • আপনি কী মনে করেন?

  • কেন আপনি তা মনে করেন?

সারাংশ

যিহোবাকে আমরা দেখতে পাই না কিন্তু তাঁর অনেক অপূর্ব গুণ রয়েছে। সেগুলোর মধ্যে সবচেয়ে চমৎকার গুণ হল প্রেম।

পুনরালোচনা

  • যিহোবাকে কেন আমরা দেখতে পাই না?

  • পবিত্র শক্তি কী?

  • যিহোবার কোন কোন গুণ রয়েছে?

লক্ষ্য

আরও জানুন

যিহোবাকে ভালোভাবে জানার জন্য তাঁর প্রধান চারটে গুণ সম্বন্ধে শিখুন।

“ঈশ্বরের কোন গুণাবলি রয়েছে?” (প্রহরীদুর্গ নং ১ ২০১৯)

কেন বাইবেল পবিত্র শক্তিকে ঈশ্বরের হাত হিসেবে তুলে ধরে, তা জানুন।

“পবিত্র শক্তি কী?” (অনলাইন প্রবন্ধ)

একজন অন্ধ ব্যক্তি মনে করতেন, ঈশ্বর তার জন্য চিন্তা করেন না। কিন্তু, পরবর্তী সময়ে কেন তিনি বুঝতে পেরেছিলেন যে, ঈশ্বর তার জন্য চিন্তা করেন, তা জানুন।

“এখন আমার মনে হয়, আমি অন্যদের সাহায্য করতে পারি” (প্রহরীদুর্গ, নং ১ ২০১৬)

a গীতসংহিতা ৩৩:৬ পদে বলা ‘শ্বাস’ শব্দটা পবিত্র শক্তিকে বোঝায়।