সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ০৮

আপনি কি যিহোবার বন্ধু হতে পারেন?

আপনি কি যিহোবার বন্ধু হতে পারেন?

যিহোবা চান যেন আপনি তাঁকে ভালোভাবে জানেন। তিনি জানেন, আপনি যত বেশি তাঁর সম্বন্ধে এবং তাঁর গুণগুলো সম্বন্ধে জানবেন, তত বেশি তাঁর নিকটবর্তী হবেন এবং তাঁর বন্ধু হতে চাইবেন। কিন্তু, আপনি হয়তো ভাবতে পারেন, ‘আমি কি সত্যিই ঈশ্বরের বন্ধু হতে পারব?’ (পড়ুন, যাকোব ২:২৩.) ঈশ্বরের বন্ধু হওয়ার জন্য আপনাকে কী করতে হবে? বাইবেল আমাদের এই বিষয়ে জানায় আর সেইসঙ্গে এটি জানায় যে, কেন যিহোবার চেয়ে প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না।

১. যিহোবা আপনাকে কী করার জন্য উৎসাহিত করেন?

বাইবেল বলে, “ঈশ্বরের নিকটবর্তী হও, তাতে তিনিও তোমাদের নিকটবর্তী হবেন।” (যাকোব ৪:৮) এর অর্থ কী? আসলে যিহোবা আপনাকে উৎসাহিত করছেন, যেন আপনি তাঁর বন্ধু হন। কিন্তু, কিছু লোক বলতে পারে, “আমি তো যিহোবাকে দেখতে পাই না, কীভাবে তাঁর বন্ধু হব?” এটা ঠিক যে আমরা যিহোবাকে দেখতে পাই না, তা সত্ত্বেও আমরা তাঁর বন্ধু হতে পারি। যিহোবা তাঁর বাক্য বাইবেলের মাধ্যমে নিজের সম্বন্ধে অনেক কিছু জানিয়েছেন। তাই, আমরা যখন বাইবেল পড়ব, তখন তাঁর সম্বন্ধে জানতে পারব এবং তাঁকে দেখতে না পেলেও তাঁর বন্ধু হতে পারব।

২. কেন যিহোবার চেয়ে প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না?

যিহোবার মতো করে কেউই আপনাকে ভালোবাসতে পারবে না। তিনি চান যেন আপনি সুখী হন এবং যখনই আপনার সাহায্যের প্রয়োজন হবে, তখনই যেন তাঁর কাছে প্রার্থনা করেন। বাইবেল আমাদের বলে, “তোমাদের সমস্ত উদ্‌বিগ্নতার বোঝা তাঁর উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন।” (১ পিতর ৫:৭) একজন প্রকৃত বন্ধুর মতো যিহোবা সবসময় আপনাকে সাহায্য করার, সান্ত্বনা দেওয়ার এবং আপনার কথা শোনার জন্য প্রস্তুত রয়েছেন।—পড়ুন, গীতসংহিতা ৯৪:১৮, ১৯.

৩. যিহোবা তাঁর বন্ধুদের কাছ থেকে কী চান?

যিহোবা সমস্ত লোককে ভালোবাসেন, “কিন্তু সরলগণের সহিত তাঁহার গূঢ় মন্ত্রণা [‘ঘনিষ্ঠ বন্ধুত্ব,’ NW]” রয়েছে। (হিতোপদেশ ৩:৩২) যিহোবা চান, তিনি যে-বিষয়গুলো ভালোবাসেন, তাঁর বন্ধুরা সেগুলো ভালোবাসবে এবং তিনি যে-বিষয়গুলো ঘৃণা করেন, তারা সেগুলো ঘৃণা করবে। কিছু লোক মনে করে, যিহোবা যেভাবে চান সেভাবে জীবনযাপন করা অনেক কঠিন। আসলে, যিহোবা হলেন দয়ালু আর তিনি আমাদের সীমাবদ্ধতা বোঝেন। তাই, আমরা যদি হৃদয় থেকে তাঁকে ভালোবাসি এবং তাঁর সমস্ত কথা মেনে চলার চেষ্টা করি, তা হলে তিনি আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করবেন।—গীতসংহিতা ১৪৭:১১; প্রেরিত ১০:৩৪, ৩৫.

গভীরভাবে গবেষণা করুন

যিহোবার বন্ধু হয়ে ওঠার জন্য আপনাকে কী করতে হবে এবং কেন তাঁর চেয়ে প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না, তা জানুন।

৪. অব্রাহাম যিহোবার বন্ধু ছিলেন

বাইবেল এমন একজন ব্যক্তি সম্বন্ধে আমাদের জানায়, যিনি যিহোবার বন্ধু ছিলেন। তার নাম ছিল অব্রাহাম (যাকে অব্রাম বলেও ডাকা হত)। তার বিষয়ে জানার মাধ্যমে আমরা বুঝতে পারব যে, যিহোবার বন্ধু হওয়ার জন্য একজন ব্যক্তিকে কী করতে হবে আর যিহোবা তাঁর বন্ধুদের জন্য কী করেন। আদিপুস্তক ১২:১-৪ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • যিহোবা অব্রাহামকে কী করতে বলেছিলেন?

  • যিহোবা অব্রাহামের কাছে কী প্রতিজ্ঞা করেছিলেন?

  • যিহোবার কথা মেনে চলার জন্য অব্রাহাম কী করেছিলেন?

৫. যিহোবা তাঁর বন্ধুদের কাছ থেকে যা আশা করেন

আমরা সাধারণত বন্ধুদের কাছ থেকে কিছু-না-কিছু আশা করি।

  • আপনি আপনার বন্ধুদের কাছ থেকে কী আশা করেন?

১ যোহন ৫:৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • যিহোবা তাঁর বন্ধুদের কাছ থেকে কী আশা করেন?

আমরা যদি যিহোবার আজ্ঞাগুলো মেনে চলতে চাই, তা হলে আমাদের চিন্তাভাবনা এবং আচার-আচরণ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। যিশাইয় ৪৮:১৭, ১৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • যিহোবা কেন তাঁর বন্ধুদের চিন্তাভাবনা এবং আচার-আচরণ পরিবর্তন করতে বলেন?

একজন প্রকৃত বন্ধু চান, যেন আমরা সবসময় ভালো ও সুরক্ষিত থাকি। যিহোবা তাঁর বন্ধুদের জন্য ঠিক সেটাই চান

৬. যিহোবা তাঁর বন্ধুদের জন্য কী করেন?

যিহোবা তাঁর বন্ধুদের বিভিন্ন সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করেন। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

  • সেই মহিলাকে যিহোবা কীভাবে হতাশা ও উদ্‌বিগ্নতা কাটিয়ে উঠতে সাহায্য করেছিলেন?

যিশাইয় ৪১:১০, ১৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • যিহোবা তাঁর বন্ধুদের জন্য কী করবেন বলে প্রতিজ্ঞা করেন?

  • যিহোবার চেয়ে প্রিয় বন্ধু কি আর কেউ হতে পারে? কেন আপনি তা মনে করেন?

প্রয়োজনের সময়, প্রকৃত বন্ধুরা আপনাকে সাহায্য করে থাকে, একইভাবে যিহোবা আপনাকে সাহায্য করবেন

৭. যিহোবার সঙ্গে কথা বলুন এবং তাঁর কথা শুনুন

বন্ধুত্বের বন্ধন তখনই দৃঢ় হয়, যখন বন্ধুরা একে অন্যের সঙ্গে কথা বলে। গীতসংহিতা ৮৬:৬, ১১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • যিহোবার সঙ্গে কীভাবে আমরা কথা বলতে পারি?

  • যিহোবা কীভাবে আমাদের সঙ্গে কথা বলেন?

প্রার্থনার মাধ্যমে আমরা যিহোবার সঙ্গে কথা বলি, বাইবেলের মাধ্যমে তিনি আমাদের সঙ্গে কথা বলেন

কেউ কেউ বলে থাকে: “ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব করা অসম্ভব।”

  • ঈশ্বরের সঙ্গে যে বন্ধুত্ব করা সম্ভব, এটা অন্যদের বোঝানোর জন্য আপনি কোন শাস্ত্রপদ ব্যবহার করতে পারেন?

সারাংশ

যিহোবা চান যেন আপনি তাঁর নিকটবর্তী হন এবং তাঁর সঙ্গে বন্ধুত্ব করেন। আর তাঁর বন্ধু হওয়ার জন্য তিনি আপনাকে সাহায্য করবেন।

পুনরালোচনা

  • যিহোবা তাঁর বন্ধুদের জন্য কী করেন?

  • যিহোবা কেন তাঁর বন্ধুদের চিন্তাভাবনা এবং আচার-আচরণ পরিবর্তন করতে বলেন?

  • যিহোবা কি তাঁর বন্ধুদের কাছ থেকে অতিরিক্ত কিছু আশা করেন? কেন আপনি তা মনে করেন?

লক্ষ্য

আরও জানুন

যিহোবার সঙ্গে বন্ধুত্ব করার ফলে কীভাবে আপনি উপকৃত হতে পারেন, তা জানুন।

“যিহোবা এমন একজন ঈশ্বর যাঁর সম্বন্ধে জানা যথোপযুক্ত” (প্রহরীদুর্গ, ফেব্রুয়ারি ১৫, ২০০৩)

যিহোবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার পর একজন মহিলা কীভাবে নতুন জীবন পেয়েছিলেন, তা জানুন।

“আমি মারা যেতে চাইনি!” (প্রহরীদুর্গ, নং ১ ২০১৭)

যিহোবা সম্বন্ধে তরুণ-তরুণীরা কেমন অনুভব করে, তা দেখুন।

ঈশ্বরের সঙ্গে বন্ধুত্ব করার অর্থ কী? (১:৪৬)