সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ১২

বাইবেল অধ্যয়ন চালিয়ে যান!

বাইবেল অধ্যয়ন চালিয়ে যান!

বাইবেল অধ্যয়ন করার অনেক উপকারিতা রয়েছে। তবে, তা চালিয়ে যাওয়া সবসময় সহজ না-ও হতে পারে। কখনো কখনো আপনি চিন্তা করতে পারেন, ‘আমি কি বাইবেল অধ্যয়ন চালিয়ে যেতে পারব?’ আসুন দেখি, বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার ফলে আপনি কোন কোন উপকার লাভ করতে পারবেন আর বিভিন্ন সমস্যা আসলেও কোন বিষয়টা আপনাকে বাইবেল অধ্যয়ন চালিয়ে যেতে সাহায্য করতে পারে।

১. বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার কোন কোন উপকার রয়েছে?

“ঈশ্বরের বাক্য জীবন্ত এবং অত্যন্ত ক্ষমতাশালী।” (ইব্রীয় ৪:১২) বাইবেল হল অনেক মূল্যবান কারণ এটির মাধ্যমে যিহোবা তাঁর চিন্তাভাবনা এবং আমাদের প্রতি তাঁর অনুভূতি সম্বন্ধে জানিয়েছেন। বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে আমরা যে শুধুমাত্র জ্ঞান লাভ করি এমন নয়, কিন্তু এটিতে থাকা পরামর্শগুলো কাজে লাগিয়ে আমরা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আর সেইসঙ্গে, ভবিষ্যতের বিষয়ে আমাদের যে-প্রত্যাশা রয়েছে, তা দৃঢ় হয়। একমাত্র বাইবেল আমাদের যিহোবার বন্ধু হয়ে ওঠার জন্য সাহায্য করে। বাইবেলে এত ক্ষমতা রয়েছে যে, এটি আমাদের জীবনকে উন্নত করতে পারে। কিন্তু এটা তখনই সম্ভব হবে, যখন আমরা বাইবেল অধ্যয়ন চালিয়ে যাব।

২. বাইবেলের সত্য যে কতটা মূল্যবান, তা বোঝা কেন গুরুত্বপূর্ণ?

বাইবেলে যে-সত্য রয়েছে, সেগুলো মূল্যবান রত্নের মতো। সেইজন্য বাইবেল আমাদের বলে, “সত্য ক্রয় কর, বিক্রয় করিও না।” (হিতোপদেশ ২৩:২৩) আমরা যখন বুঝতে পারি যে, বাইবেলের সত্য কতটা মূল্যবান, তখন বিভিন্ন বাধা আসলেও আমরা বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার জন্য কঠোর প্রচেষ্টা করি।—পড়ুন, হিতোপদেশ ২:৪, ৫.

৩. বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার জন্য যিহোবা কীভাবে আপনাকে সাহায্য করতে পারেন?

যিহোবা হলেন এই নিখিলবিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি এবং আপনার বন্ধু। একজন বন্ধু হিসেবে তিনি আপনাকে সাহায্য করতে চান, যেন আপনি তাঁর সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারেন। তিনি আপনাকে “কাজ করার আকাঙ্ক্ষা ও ক্ষমতা, উভয়ই” দিতে পারেন। (পড়ুন, ফিলিপীয় ২:১৩.) তাই, বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার জন্য কিংবা আপনি যা শিখছেন, তা কাজে লাগানোর জন্য যদি আপনার আরও বেশি উৎসাহের প্রয়োজন হয়, তা হলে যিহোবা আপনাকে সাহায্য করতে পারেন। এমনকী আপনি যখন বিভিন্ন বাধা অথবা বিরোধিতার মুখোমুখি হন, তখন সেগুলো কাটিয়ে ওঠার জন্য তিনি আপনাকে প্রয়োজনীয় শক্তি জোগাতে পারেন। নিয়মিতভাবে যিহোবার কাছে প্রার্থনা করুন, যাতে তিনি আপনাকে বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার জন্য সাহায্য করেন।—১ থিষলনীকীয় ৫:১৭.

গভীরভাবে গবেষণা করুন

ব্যস্ত তালিকা এবং অন্যেরা বাধা দেওয়া সত্ত্বেও কীভাবে আপনি বাইবেল অধ্যয়ন চালিয়ে যেতে পারেন, তা শিখুন। বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার জন্য কীভাবে যিহোবা আপনাকে সাহায্য করবেন, তা নিয়ে বিবেচনা করুন।

৪. বাইবেল অধ্যয়নকে গুরুত্বের সঙ্গে দেখুন

আমরা কখনো কখনো এতই ব্যস্ত হয়ে পড়ি যে, মনে হতে পারে বাইবেল অধ্যয়ন করার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় নেই। এই ক্ষেত্রে কোন বিষয়টা আমাদের সাহায্য করতে পারে? ফিলিপীয় ১:১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • জীবনের “বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো” কী হতে পারে বলে আপনার মনে হয়?

  • বাইবেল অধ্যয়নকে কীভাবে আপনি গুরুত্বের সঙ্গে দেখতে পারেন?

  1. (ক) আপনি যদি একটা পাত্রে প্রথমে বালি রেখে তারপর পাথর রাখতে চান, তা হলে আপনি সব পাথর সেই পাত্রে রাখতে পারবেন না

  2. (খ) আপনি যদি প্রথমে পাথরগুলো রাখেন, তা হলে আপনি সেই পাত্রে অনেক বেশি পরিমাণ বালি রাখতে পারবেন। একইভাবে, আপনি যদি “বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো” প্রথমে করেন, তা হলে সেগুলো শেষ করার পরও আপনার কাছে অন্যান্য বিষয় করার জন্য সময় থাকবে

ঈশ্বর আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যে, আমাদের তাঁর নির্দেশনার প্রয়োজন রয়েছে। বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে আমরা সেই প্রয়োজন মেটাতে পারি। মথি ৫:৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • বাইবেল অধ্যয়নকে গুরুত্বের সঙ্গে দেখলে আমরা কোন উপকার লাভ করতে পারব?

৫. অন্যেরা বাধা দেওয়া সত্ত্বেও বাইবেল অধ্যয়ন চালিয়ে যান

বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার সময় কখনো কখনো অন্যেরা হয়তো আপনাকে বাধা দিতে পারে। ফ্রান্সিসকোর উদাহরণ লক্ষ করুন। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • ফ্রান্সিসকো যখন তার মা ও বন্ধুদের বলেছিলেন যে, তিনি বাইবেল অধ্যয়ন করছেন, তখন তারা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিল?

  • বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার ফলে তিনি কীভাবে উপকৃত হয়েছিলেন?

২ তীমথিয় ২:২৪, ২৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • আপনি যা শিখছেন, সেই বিষয়ে আপনার পরিবারের লোকেরা এবং বন্ধুরা কেমন প্রতিক্রিয়া দেখায়?

  • আপনি বাইবেল অধ্যয়ন করছেন বলে কেউ যদি খুশি না হয়, তা হলে এই পদ অনুযায়ী আপনার কেমন আচরণ করা উচিত? কেন?

৬. যিহোবা আপনাকে নিশ্চয়ই সাহায্য করবেন!

আমরা যত বেশি যিহোবাকে জানব, তত বেশি তাঁকে খুশি করতে চাইব। তবে, নিজেদের জীবনে বিভিন্ন পরিবর্তন করা আমাদের জন্য সহজ না-ও হতে পারে। আপনার যদি কখনো এমন মনে হয়, তা হলে হাল ছেড়ে দেবেন না, কারণ যিহোবা আপনাকে সাহায্য করবেন। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • যিহোবাকে খুশি করার জন্য জিম কোন কোন পরিবর্তন করেছিলেন?

  • জিমের কোন পরিবর্তন আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে?

ইব্রীয় ১১:৬ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • যিহোবা তাদের জন্য কী করবেন, “যারা আন্তরিকভাবে তাঁর অন্বেষণ করে” অর্থাৎ তাঁকে জানার এবং খুশি করার জন্য তাদের সর্বোত্তমটা করে?

  • এই পদ অনুযায়ী, যিহোবা যখন দেখেন যে, আপনি বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন, তখন তাঁর কেমন লাগে?

কেউ কেউ জিজ্ঞেস করতে পারে: “কেন আপনি বাইবেল অধ্যয়ন করছেন?”

  • উত্তরে আপনি কী বলবেন?

সারাংশ

বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়া সবসময় সহজ নয়। কিন্তু, এটা চালিয়ে যাওয়া আপনাকে চিরকাল জীবন উপভোগ করার জন্য সাহায্য করতে পারে। যিহোবার উপর সবসময় নির্ভর করুন, তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন।

পুনরালোচনা

  • বাইবেলের সত্যগুলো আপনার কাছে কেন মূল্যবান?

  • কীভাবে আপনি “বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ণয় করতে” পারেন?

  • বাইবেল অধ্যয়ন চালিয়ে যাওয়ার জন্য কেন আপনার যিহোবার কাছে সাহায্য চাওয়া উচিত?

লক্ষ্য

আরও জানুন

চারটে উপায় নিয়ে বিবেচনা করুন, যেগুলো কাজে লাগিয়ে অনেক লোক তাদের সময়কে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করছে।

“যেভাবে আপনার সময়কে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করবেন” (সচেতন থাক! এপ্রিল-জুন ২০১৪)

একজন মহিলা বাইবেল অধ্যয়ন করতেন, কিন্তু তার স্বামী তা পছন্দ করতেন না। যিহোবা কীভাবে সেই মহিলাকে সাহায্য করেছিলেন, তা দেখুন।

যিহোবা আমাদের ভার বহন করার জন্য শক্তি দেন (৫:০৫)

একজন স্ত্রী সত্যে দৃঢ় থাকার ফলে তার স্বামী কীভাবে উপকৃত হয়েছিলেন, তা লক্ষ করুন।

আমি সত্যের বিরুদ্ধে মামলা করেছিলাম (৬:৩০)

কেউ কেউ বলে, যিহোবার সাক্ষিরা পরিবার ভেঙে দেয়, কিন্তু এটা কি সত্য?

“যিহোবার সাক্ষিরা কি পরিবার ভেঙে দেয় না কি গেঁথে তোলে?” (অনলাইন প্রবন্ধ)