সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ১৮

সত্য খ্রিস্টানদের কীভাবে চিনবেন?

সত্য খ্রিস্টানদের কীভাবে চিনবেন?

বর্তমানে লক্ষ লক্ষ ব্যক্তি নিজেদের খ্রিস্টান বলে পরিচয় দেয়। কিন্তু, তাদের বিশ্বাস একে অন্যের চেয়ে আলাদা। তারা সবাই নিজেদের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করে থাকে। তা হলে, কীভাবে আমরা বুঝতে পারব যে, সত্য খ্রিস্টান কারা?

১. কাদের খ্রিস্টান বলা হয়?

যিশু খ্রিস্টের শিষ্যদের অথবা অনুসারীদের খ্রিস্টান বলা হয়। (পড়ুন, প্রেরিত ১১:২৬.) কিন্তু, একজন ব্যক্তি কীভাবে প্রমাণ করতে পারেন যে, তিনি যিশুর শিষ্য? যিশু বলেছিলেন, “তোমরা যদি সবসময় আমার কথা অনুযায়ী কাজ কর, তা হলে তোমরা সত্যিই আমার শিষ্য।” (যোহন ৮:৩১) তাই, একজন ব্যক্তিকে আমরা তখনই সত্য খ্রিস্টান বলতে পারব, যখন তিনি যিশুর কথা অনুযায়ী কাজ করবেন। যিশু সবসময় ঈশ্বরের বাক্য থেকে লোকদের শিক্ষা দিতেন। তাই, সত্য খ্রিস্টানেরা সেই বিষয়গুলো মেনে চলে, যেগুলো ঈশ্বরের বাক্য বাইবেলে লেখা রয়েছে।—পড়ুন, লূক ২৪:২৭.

২. সত্য খ্রিস্টানেরা কীভাবে একে অন্যের প্রতি প্রেম দেখায়?

যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন: “তোমরা পরস্পর প্রেম করো, যেমন আমি তোমাদের প্রেম করেছি।” (যোহন ১৫:১২) কীভাবে যিশু দেখিয়েছিলেন, তিনি তাঁর শিষ্যদের প্রেম করেন? যিশু তাঁর শিষ্যদের সঙ্গে সময় কাটিয়েছিলেন, তাদের উৎসাহিত করেছিলেন এবং তাদের সাহায্য করেছিলেন। তিনি এমনকী তাদের জন্য নিজের জীবন দিয়েছিলেন। (১ যোহন ৩:১৬) একইভাবে, সত্য খ্রিস্টানেরা কেবল প্রেম সম্বন্ধে অন্যদের শিক্ষাই দেয় না, কিন্তু সেইসঙ্গে তাদের কথা ও কাজের মাধ্যমে দেখায় যে, তারা একে অন্যকে প্রেম করে।

৩. সত্য খ্রিস্টানেরা কোন কাজে ব্যস্ত রয়েছে?

যিশু তাঁর শিষ্যদের এক কাজ দিয়েছিলেন। ‘তিনি তাদের ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার করার . . . জন্য পাঠিয়েছিলেন।’ (লূক ৯:২) তাই, প্রথম শতাব্দীর খ্রিস্টানেরা শুধুমাত্র তাদের উপাসনার জায়গায় নয়, কিন্তু সেইসঙ্গে ঘরে ঘরে গিয়ে এবং যেখানেই লোকদের পাওয়া যেত, সেখানেই তাদের রাজ্যের সুসমাচার জানাত। (পড়ুন, প্রেরিত ৫:৪২; ১৭:১৭.) বর্তমানেও সত্য খ্রিস্টানেরা যেখানেই লোকদের পায়, সেখানেই তাদের বাইবেলের বার্তা জানায়। তারা লোকদের ভালোবাসে, তাই তারা আনন্দের সঙ্গে নিজেদের সময় ও শক্তি ব্যবহার করে বাইবেলে যে-প্রত্যাশা ও সান্ত্বনার বার্তা রয়েছে, সেগুলো লোকদের জানিয়ে থাকে।—মার্ক ১২:৩১.

গভীরভাবে গবেষণা করুন

সত্য খ্রিস্টানেরা যিশুর শিক্ষাগুলো মেনে চলে এবং তাঁকে অনুকরণ করার চেষ্টা করে। এই বিষয়ে আরও জানার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে, কারা সত্য খ্রিস্টান এবং কারা নয়।

৪. সত্য খ্রিস্টানেরা বাইবেল থেকে সত্য জানার চেষ্টা করে

প্রথম শতাব্দীর খ্রিস্টানেরা বাইবেলের শিক্ষাগুলো মেনে চলত

অনেক ব্যক্তি রয়েছে, যারা নিজেদের খ্রিস্টান বলে পরিচয় দেয় ঠিকই, কিন্তু তারা মনে করে না যে, বাইবেল থেকে সত্য জানার প্রয়োজন রয়েছে। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

  • কেন আমরা বলতে পারি, যিশু যা শিক্ষা দিয়েছিলেন, তা কিছু গির্জা শেখায়নি?

যিশু সবসময় ঈশ্বরের বাক্য থেকে সত্য শিখিয়েছিলেন। যোহন ১৮:৩৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • যিশুর কথা অনুযায়ী, যে-খ্রিস্টানেরা “সত্যের পক্ষে রয়েছে” তারা কী করবে?

৫. তারা লোকদের সুসমাচার জানায়

প্রথম শতাব্দীর খ্রিস্টানেরা লোকদের সুসমাচার জানাত

যিশু স্বর্গে ফিরে যাওয়ার আগে তাঁর শিষ্যদের একটা কাজ দিয়েছিলেন, যা বর্তমানেও তাঁর শিষ্যেরা করে চলেছে। মথি ২৮:১৯, ২০ এবং প্রেরিত ১:৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • সুসমাচার জানানোর এই কাজ কতদিন ধরে চলবে এবং কত দূর পর্যন্ত করা হবে?

৬. তারা যা শিক্ষা দেয়, সেই অনুযায়ী নিজেরাও জীবনযাপন করে

টম কীভাবে বুঝতে পেরেছিলেন যে, তিনি যিশুর প্রকৃত শিষ্যদের খুঁজে পেয়েছেন? ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • কেন ধর্মের উপর থেকে টমের বিশ্বাস উঠে গিয়েছিল?

  • টম কীভাবে বুঝতে পেরেছিলেন যে, তিনি সত্য খুঁজে পেয়েছেন?

লোকেরা প্রায়ই আমাদের কথার চেয়ে আমাদের কাজ বেশি লক্ষ করে। মথি ৭:২১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • যিশুর কাছে কোন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ—আমরা মুখে যা বলি না কি আমরা কাজের মাধ্যমে যা প্রকাশ করি?

৭. তারা একে অপরের প্রতি প্রকৃত প্রেম দেখায়

প্রথম শতাব্দীর খ্রিস্টানেরা একে অপরের প্রতি প্রেম দেখাত

সত্য খ্রিস্টানেরা কি একে অপরকে এতটাই ভালোবাসে যে, তাদের জন্য নিজেদের জীবন দিতেও প্রস্তুত থাকে? ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • ভাই লয়েড কেন ভাই জোহানসনের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত ছিলেন?

  • আপনার কি মনে হয়, ভাই লয়েড সেটাই করেছিলেন, যা একজন সত্য খ্রিস্টানের করা উচিত?

যোহন ১৩:৩৪, ৩৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • যিশুর শিষ্যেরা (সত্য খ্রিস্টানেরা) কীভাবে অন্যান্য দেশ অথবা জাতির লোকদের সঙ্গে আচরণ করবে?

  • যুদ্ধের সময়েও সত্য খ্রিস্টানেরা কেমন আচরণ করবে?

কেউ কেউ বলে থাকে: “খ্রিস্টানেরা বিভিন্ন খারাপ কাজ করেছে। তাদের ধর্ম কীভাবে সঠিক হতে পারে?”

  • আপনি কোন শাস্ত্রপদটা দেখাতে পারেন, যাতে তারা বুঝতে পারে যে, সত্য খ্রিস্টানেরা তাদের চেয়ে আলাদা?

সারাংশ

সত্য খ্রিস্টানেরা বাইবেলের শিক্ষাগুলো মেনে চলে এবং লোকদের বাইবেল থেকে সত্য শেখায়। তারা একে অপরকে এতটাই ভালোবাসে যে, তাদের জন্য নিজেদের জীবন দিতেও প্রস্তুত থাকে।

পুনরালোচনা

  • সত্য খ্রিস্টানেরা যে-বিষয়গুলো বিশ্বাস করে এবং মেনে চলে, সেগুলো কোথায় লেখা রয়েছে?

  • সত্য খ্রিস্টানদের কোন গুণের মাধ্যমে চেনা যায়?

  • সত্য খ্রিস্টানেরা কোন কাজে ব্যস্ত রয়েছে?

লক্ষ্য

আরও জানুন

এমন একটা দল সম্বন্ধে জানুন, যারা যিশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে এবং তাঁর পদচিহ্ন অনুসরণ করে।

যিহোবার সাক্ষিরা—আমরা কারা? (১:১৩)

কোন বিষয়টা একজন নানকে “বিশ্বব্যাপী ভাই-বোনেদের সঙ্গে ঈশ্বরকে সেবা” করতে পরিচালিত করেছিল, তা দেখুন।

“তারা বাইবেল থেকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিত!” (প্রহরীদুর্গ, জুলাই ১, ২০১৪)

সত্য খ্রিস্টানেরা বিপর্যয়ের সময়ে সাহায্যের প্রয়োজন রয়েছে এমন ভাই-বোনদের প্রতি কীভাবে প্রেম দেখিয়ে থাকে, তা জানুন।

প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে ভাই-বোনদের সাহায্য করা—অংশ-বিশেষ (৩:৫৭)

যিশু সত্য অনুসারীদের চেনার উপায় সম্বন্ধে যা বলেছিলেন, সেটার সঙ্গে মিল রেখে প্রথম শতাব্দীর খ্রিস্টানেরা কীভাবে জীবনযাপন করেছিল এবং বর্তমান সময়ের সত্য খ্রিস্টানেরা কীভাবে জীবনযাপন করছে, তা দেখুন।

“সত্য খ্রিস্টানদের চেনার উপায় কী?” (প্রহরীদুর্গ, মার্চ ১, ২০১২, ইংরেজি)