সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৩০

আপনার মৃত প্রিয়জনেরা আবারও বেঁচে উঠবে!

আপনার মৃত প্রিয়জনেরা আবারও বেঁচে উঠবে!

মৃত্যু প্রিয়জনদের আমাদের কাছ থেকে কেড়ে নেয় এবং আমাদের অনেক কষ্ট দেয়। তাই, বাইবেল মৃত্যুকে এক শত্রু হিসেবে তুলে ধরে। (১ করিন্থীয় ১৫:২৬) পাঠ ২৭-এ আপনি শিখেছেন, যিহোবা এই শত্রুকে শেষ করে দেবেন। কিন্তু, যে-ব্যক্তিরা মারা গিয়েছে, তাদের কী হবে? যিহোবা প্রতিজ্ঞা করেছেন, তিনি কোটি কোটি লোককে পুনরুত্থিত করবেন, যাতে তারা চিরকাল বেঁচে থাকতে পারে এবং জীবন উপভোগ করতে পারে। এই পাঠে আমরা যিহোবার এই চমৎকার প্রতিজ্ঞা সম্বন্ধে আরও ভালোভাবে জানব। কিন্তু প্রশ্ন হল, যে-ব্যক্তিরা মারা গিয়েছে, তাদের কি সত্যিই পুনরুত্থিত করা সম্ভব? তাদের স্বর্গে পুনরুত্থিত করা হবে, না কি পৃথিবীতে? আসুন তা জানি।

১. আমাদের মৃত প্রিয়জনদের বিষয়ে যিহোবা কেমন অনুভব করেন?

যিহোবা সেই ব্যক্তিদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, যারা মারা গিয়েছে। ইয়োব নামে যিহোবার একজন বিশ্বস্ত দাস এই বিষয়ে নিশ্চিত ছিলেন যে, তিনি মারা যাওয়ার পর যিহোবা তাকে স্মরণে রাখবেন। তাই, তিনি ঈশ্বরকে বলেছিলেন: “তুমি আমাকে ডাকবে আর আমি [কবর থেকে] উত্তর দেব।”—পড়ুন, ইয়োব ১৪:১৩-১৫, NW.

২. মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার পুনরুত্থিত হতে পারে?

যিশু পৃথিবীতে থাকার সময় ঈশ্বর তাঁকে মৃতদের পুনরুত্থান করার শক্তি দিয়েছিলেন। তিনি ১২ বছরের একটা মেয়েকে এবং এক বিধবার ছেলেকে পুনরুত্থিত করেছিলেন। (মার্ক ৫:৪১, ৪২; লূক ৭:১২-১৫) তিনি তাঁর বন্ধু লাসারকেও পুনরুত্থিত করেছিলেন, যিনি চার দিন আগে মারা গিয়েছিলেন। লাসারকে যেখানে কবর দেওয়া হয়েছিল, যিশু সেখানে পৌঁছানোর পর ঈশ্বরের কাছে প্রার্থনা করে শুধুমাত্র বলেছিলেন: “লাসার, বেরিয়ে এসো!” তখন “সেই ব্যক্তি, যিনি মারা গিয়েছিলেন, বেরিয়ে এলেন।” লাসার আবারও বেঁচে উঠেছিলেন। (যোহন ১১:৪৩, ৪৪) একটু কল্পনা করুন, লাসারকে দেখে তার পরিবার ও বন্ধুরা কতই-না খুশি হয়েছিল!

৩. আপনি কি আপনার মৃত প্রিয়জনদের আবারও দেখতে পাবেন?

বাইবেল প্রতিজ্ঞা করে: “পুনরুত্থান হবে।” (প্রেরিত ২৪:১৫) অতীতে যিশু যে-ব্যক্তিদের পুনরুত্থিত করেছিলেন, তারা মারা যাওয়ার পর স্বর্গে যায়নি। (যোহন ৩:১৩) তাই, তিনি যখন তাদের এই পৃথিবীতে পুনরুত্থিত করেছিলেন, তখন তারা দুঃখ পায়নি বরং অনেক আনন্দিত হয়েছিল। যিশু খুব শীঘ্রই এই পৃথিবীতে কোটি কোটি লোককে পুনরুত্থিত করবেন আর তাদের পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার সুযোগ দেবেন। যিশু বলেছিলেন, “যারা স্মরণিক কবরে রয়েছে,” তারা পুনরুত্থিত হবে। এর অর্থ, যারা ঈশ্বরের স্মরণে রয়েছে, তাদের আবার জীবিত করা হবে। মানুষ মৃত ব্যক্তিদের ভুলে যেতে পারে, কিন্তু যিহোবা তাদের কখনো ভুলে যাবেন না।—যোহন ৫:২৮, ২৯.

গভীরভাবে গবেষণা করুন

বাইবেল পরীক্ষা করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে, মৃত ব্যক্তিদের পুনরুত্থিত করা সম্ভব আর ভবিষ্যতে এটা অবশ্যই করা হবে। সেইসঙ্গে আপনি এটাও জানতে পারবেন যে, কীভাবে আপনি এই বিষয় থেকে সান্ত্বনা ও আশা লাভ করতে পারেন।

৪. যিশু দেখিয়েছিলেন যে, তিনি মৃত ব্যক্তিদের পুনরুত্থিত করতে পারেন

যিশুর বন্ধু লাসার যখন মারা গিয়েছিলেন, তখন যিশু কী করেছিলেন, তা জানার জন্য যোহন ১১:১৪, ৩৮-৪৪ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • লাসার যে সত্যিই মারা গিয়েছিলেন, তা আমরা কীভাবে জানতে পারি?—৩৯ পদ দেখুন।

  • লাসার যদি স্বর্গের মতো একটা সুন্দর জায়গায় চলে গিয়ে থাকতেন, তা হলে যিশু কি তাকে এই পৃথিবীতে ফিরিয়ে আনতেন, আপনার কী মনে হয়?

ভিডিওটা দেখুন

৫. অনেক লোককে পুনরুত্থিত করা হবে!

গীতসংহিতা ৩৭:২৯ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • কোটি কোটি লোককে কোথায় পুনরুত্থিত করা হবে?

যিহোবার উপাসকদের পাশাপাশি যিশু অন্যান্য লোকদেরও পুনরুত্থিত করবেন। প্রেরিত ২৪:১৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • আপনার কোন মৃত প্রিয়জনকে আপনি আবারও ফিরে পেতে চান?

চিন্তা করুন: একজন বাবার জন্য তার ছেলেকে ঘুম থেকে ডেকে তোলা যতটা সহজ, যিশুর জন্যও কোনো ব্যক্তিকে পুনরুত্থিত করা ঠিক ততটাই সহজ

৬. মৃত ব্যক্তিদের পুনরুত্থান সম্বন্ধে জেনে আমরা সান্ত্বনা ও আশা লাভ করি

যায়ীরের মেয়ের ঘটনা সম্বন্ধে জেনে অনেক শোকার্ত ব্যক্তি সান্ত্বনা ও শক্তি লাভ করেছে। লূক ৮:৪০-৪২, ৪৯-৫৬ পদ পড়ুন আর এই সত্য ঘটনাটা সম্বন্ধে জানুন।

যায়ীরের মেয়েকে পুনরুত্থিত করার আগে যিশু যায়ীরকে বলেছিলেন: “ভয় কোরো না, শুধু বিশ্বাস রাখো,” (৫০ পদ দেখুন।) কীভাবে পুনরুত্থানের আশা আপনাকে নীচে দেওয়া পরিস্থিতিগুলো মোকাবিলা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে:

  • যখন আপনার কোনো প্রিয়জন মারা যায়?

  • যখন আপনার জীবন ঝুঁকির মধ্যে থাকে?

ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

  • যিহোবা আমাদের মৃত প্রিয়জনদের পুনরুত্থিত করবেন। এই আশা থেকে কীভাবে ফিলিসিটির বাবা-মা সান্ত্বনা ও শক্তি লাভ করেছেন?

কেউ কেউ জিজ্ঞেস করতে পারে: “মৃত ব্যক্তিরা কি কখনো জীবিত হতে পারে?”

  • আপনার কী মনে হয়?

  • মৃত ব্যক্তিরা যে সত্যিই জীবিত হতে পারে, তা বোঝানোর জন্য আপনি কোন শাস্ত্রপদ দেখাতে পারেন?

সারাংশ

যিহোবা প্রতিজ্ঞা করেছেন, তিনি কোটি কোটি লোককে পুনরুত্থিত করবেন। তিনি আবারও তাদের জীবিত দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন আর তিনি যিশুকে মৃত লোকদের পুনরুত্থিত করার ক্ষমতা দিয়েছেন।

পুনরালোচনা

  • যিহোবা ও যিশু মৃত ব্যক্তিদের পুনরুত্থিত করার বিষয়ে কেমন অনুভব করেন?

  • কোটি কোটি লোককে কোথায় পুনরুত্থিত করা হবে, স্বর্গে না পৃথিবীতে? কেন আপনি তা মনে করেন?

  • কেন আপনি নিশ্চিত যে, আপনার মৃত প্রিয়জনেরা আবার জীবিত হবে?

লক্ষ্য

আরও জানুন

কিছু পরামর্শ লক্ষ করুন, যেগুলো কাজে লাগিয়ে আপনি মৃত প্রিয়জনকে হারানোর কষ্ট সহ্য করতে পারবেন।

“শোকার্ত ব্যক্তিদের জন্য সাহায্য” (সজাগ হোন! নং ৩ ২০১৮)

বাইবেলে দেওয়া পরামর্শ সত্যিই কি সেই ব্যক্তিদের সাহায্য করতে পারে, যারা মৃত্যুতে প্রিয়জনদের হারিয়েছে?

যখন কোনো প্রিয়জন মারা যায় (৫:০৬)

বাচ্চারা কীভাবে তাদের মৃত প্রিয়জনদের হারানোর কষ্ট সহ্য করতে পারে, তা দেখুন।

মুক্তির মূল্য (২:০৭)

কাউকে কি স্বর্গে পুনরুত্থিত করা হবে? কাদের পুনরুত্থিত করা হবে না? তা দেখুন।

“পুনরুত্থান কী?” (অনলাইন প্রবন্ধ)