সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৩৩

ঈশ্বরের রাজ্য কী করবে?

ঈশ্বরের রাজ্য কী করবে?

ঈশ্বরের রাজ্য ইতিমধ্যে স্বর্গে শাসন করছে। খুব শীঘ্রই, এটা পৃথিবীর উপরেও শাসন করতে শুরু করবে এবং পৃথিবীর যে-ক্ষতি হয়েছে, তা ঠিক করে দেবে। এই রাজ্যের অধীনে আমরা প্রচুর আশীর্বাদ লাভ করব। আসুন, কিছু আশীর্বাদ সম্বন্ধে জানি, যেগুলোর জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে পারি।

১. ঈশ্বরের রাজ্য কীভাবে পৃথিবীর উপর শান্তি ও ন্যায়বিচার নিয়ে আসবে?

ঈশ্বরের রাজ্যের রাজা যিশু, দুষ্ট লোকদের এবং সরকারগুলোকে হর্‌মাগিদোনের যুদ্ধে ধ্বংস করে দেবেন। (প্রকাশিত বাক্য ১৬:১৪, ১৬) সেই সময়, বাইবেলের এই প্রতিজ্ঞা পরিপূর্ণ হবে: “আর ক্ষণকাল, পরে দুষ্ট লোক আর নাই।” (গীতসংহিতা ৩৭:১০) এভাবে, যিশু ঈশ্বরের রাজ্যের মাধ্যমে পুরো পৃথিবীর উপর শান্তি ও ন্যায়বিচার নিয়ে আসবেন।—পড়ুন, যিশাইয় ১১:৪.

২. ঈশ্বরের ইচ্ছা যখন পৃথিবীতে পূর্ণ হবে, তখন জীবন কেমন হবে?

ঈশ্বরের রাজ্যে “ধার্ম্মিকেরা দেশের অধিকারী হইবে, তাহারা নিয়ত তথায় বাস করিবে।” (গীতসংহিতা ৩৭:২৯) কল্পনা করুন, পৃথিবীতে সমস্ত লোক ধার্মিক হবে অর্থাৎ তারা যা সঠিক, তা-ই করবে। প্রত্যেক ব্যক্তি যিহোবাকে এবং একে অন্যকে ভালোবাসবে। কেউ অসুস্থ হবে না এবং মানুষ চিরকাল বেঁচে থাকবে। সেই জীবন কতই-না সুন্দর হবে!

৩. ঈশ্বরের রাজ্য দুষ্ট লোকদের ধ্বংস করে দেওয়ার পর কী করবে?

যিশু দুষ্ট লোকদের ধ্বংস করার পর ১,০০০ বছর ধরে রাজত্ব করবেন। যিশু এবং তাঁর সঙ্গে যারা শাসন করবে অর্থাৎ সেই ১,৪৪,০০০ জন ব্যক্তি, সেই সময় মানুষকে নিখুঁত হতে সাহায্য করবে। এই পৃথিবী সেই হাজার বছরের শেষে এক সুন্দর পরমদেশে পরিণত হবে আর সেখানে প্রত্যেকে আনন্দে থাকবে কারণ তারা যিহোবার আজ্ঞা মেনে চলবে। এরপর, যিশু তাঁর পিতাকে রাজ্য ফিরিয়ে দেবেন। তখন যিহোবার “নাম পবিত্র” হবে, যেমনটা আগে কখনো হয়নি। (মথি ৬:৯, ১০) আর এটা প্রমাণিত হবে যে, যিহোবা হলেন একজন ভালো শাসক এবং তিনি তাঁর প্রজাদের জন্য চিন্তা করেন। যিহোবা এরপর শয়তান এবং মন্দ স্বর্গদূতদের ধ্বংস করে দেবেন। তিনি সেই লোকদেরও ধ্বংস করে দেবেন, যারা তাঁর শাসন মানতে চাইবে না। (প্রকাশিত বাক্য ২০:৭-১০) ঈশ্বরের রাজ্যে আমরা যে-সমস্ত চমৎকার আশীর্বাদ উপভোগ করব, সেগুলো চিরকাল ধরে থাকবে।

গভীরভাবে গবেষণা করুন

কেন আমরা নিশ্চিত হতে পারি, ঈশ্বর বাইবেলে যে-প্রতিজ্ঞাগুলো সম্বন্ধে বলেছেন, সেগুলো তাঁর রাজ্যের মাধ্যমে পরিপূর্ণ হবে? আসুন তা জানি।

৪. ঈশ্বরের রাজ্য মানব সরকারগুলোকে শেষ করে দেবে

“একজন লোক অন্যদের উপর কর্তৃত্ব করে এবং তার ফলে তাদের ক্ষতি হয়।” (উপদেশক ৮:৯, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারশন) যিহোবা তাঁর রাজ্যের মাধ্যমে মানব সরকারগুলোকে এবং এদের কারণে আসা সমস্ত দুঃখকষ্ট দূর করে দেবেন।

দানিয়েল ২:৪৪ এবং ২ থিষলনীকীয় ১:৬-৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • যিহোবা এবং তাঁর পুত্র যিশু মানব সরকারগুলোকে আর যারা তাদের সমর্থন করে, তাদের কী করবেন?

  • যিহোবা ও যিশু সম্বন্ধে আপনি এই পর্যন্ত অনেক কিছু জেনেছেন। তা মনে রেখে আপনি কেন নিশ্চিত যে, তাঁরা যা করবেন, তা সঠিক হবে?

৫. যিশুর চেয়ে ভালো রাজা আর কেউ হতে পারে না

ঈশ্বরের রাজ্যের রাজা যিশু, তাঁর প্রজাদের জন্য অনেক ভালো ভালো কাজ করবেন। তিনি পৃথিবীতে থাকার সময় এটার প্রমাণ দিয়েছিলেন। তিনি যা-কিছু করেছিলেন, সেটা থেকে বোঝা যায় যে, তিনি লোকদের জন্য চিন্তা করেন। আর এখান থেকে এটাও বোঝা যায় যে, ঈশ্বর তাঁকে লোকদের প্রতি ভালো কাজ করার জন্য শক্তি দিয়েছেন। এই বিষয়ে জানার জন্য ভিডিওটা দেখুন

যিশু পৃথিবীতে যে-কাজগুলো করেছিলেন, সেগুলো থেকে একটা আভাস পাওয়া গিয়েছিল যে, ঈশ্বরের রাজ্য কী করবে। এখানে কিছু প্রতিজ্ঞার বিষয়ে বলা হয়েছে, যেগুলো ঈশ্বরের রাজ্যে পরিপূর্ণ হবে। এগুলোর মধ্যে কোন প্রতিজ্ঞাটা পরিপূর্ণ হতে দেখার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন? প্রতিজ্ঞাটার পাশে দেওয়া শাস্ত্রপদগুলো পড়ুন।

যিশু পৃথিবীতে থাকার সময় কী করেছিলেন?

যিশু স্বর্গ থেকে কী করবেন?

  • তিনি প্রকৃতির যে-সমস্ত ক্ষতি হয়েছে, সেগুলো ঠিক করে দেবেন।—যিশাইয় ৩৫:১, ২.

  • তিনি অলৌকিকভাবে হাজার হাজার ব্যক্তিকে খাবার খাইয়েছিলেন। —মথি ১৪:১৭-২১.

  • তিনি অনেক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেছিলেন।—লূক ১৮:৩৫-৪৩.

  • তিনি অসুস্থতা দূর করে দেবেন।—যিশাইয় ৩৩:২৪.

  • তিনি মৃত ব্যক্তিদের পুনরুত্থিত করেছিলেন।—লূক ৮:৪৯-৫৫.

৬. ঈশ্বরের রাজ্য মানুষের জন্য এক অপূর্ব ভবিষ্যৎ নিয়ে আসবে

ঈশ্বরের রাজ্যে মানুষ সেই জীবন পাবে, যে-জীবন ঈশ্বর সবসময় তাদের জন্য চেয়েছিলেন। এই পৃথিবী এক সুন্দর পরমদেশে পরিণত হবে এবং মানুষ সেখানে চিরকাল বেঁচে থাকবে। যিহোবা নিজের উদ্দেশ্য পরিপূর্ণ করার জন্য তাঁর পুত্র যিশুর মাধ্যমে কী করছেন, তা জানার জন্য ভিডিওটা দেখুন

গীতসংহিতা ১৪৫:১৬ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • যিহোবা “সমুদয় প্রাণীর বাঞ্ছা পূর্ণ” করবেন, এটা জেনে আপনার কেমন লাগছে?

কেউ কেউ বলে থাকে: “যদি সবাই মিলে প্রচেষ্টা করি, তা হলে আমরা নিজেরাই পৃথিবীর সমস্যাগুলো সমাধান করতে পারব।”

  • ঈশ্বরের রাজ্য এমন কোন সমস্যাগুলো সমাধান করবে, যেগুলো মানব সরকারের পক্ষে কখনো করা সম্ভব নয়?

সারাংশ

যিহোবা তাঁর রাজ্যের মাধ্যমে নিজের উদ্দেশ্য পরিপূর্ণ করবেন। সেই রাজ্যের অধীনে পুরো পৃথিবী এক সুন্দর পরমদেশে পরিণত হবে আর কেবলমাত্র ভালো লোকেরাই এই পৃথিবীতে থাকবে এবং তারা চিরকাল ধরে যিহোবার উপাসনা করবে।

পুনরালোচনা

  • ঈশ্বরের রাজ্য কীভাবে যিহোবার নামকে পবিত্র করবে?

  • কেন আমরা নিশ্চিত হতে পারি যে, ঈশ্বরের রাজ্য বাইবেলে বলা সমস্ত প্রতিজ্ঞা পরিপূর্ণ করবে?

  • ঈশ্বরের রাজ্যে কোন প্রতিজ্ঞাটা পরিপূর্ণ হতে দেখার জন্য আপনি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন?

লক্ষ্য

আরও জানুন

হর্‌মাগিদোন কী? তা জানুন।

“হর্‌মাগিদোন কী?” (অনলাইন প্রবন্ধ)

যিশুর ১,০০০ বছরের রাজত্বের সময় এবং শেষে কী হবে? তা জানুন।

“বিচার দিনে কী ঘটবে?” (প্রহরীদুর্গ, সেপ্টেম্বর ১, ২০১২, ইংরেজি)

আপনি যেভাবে আপনার পরিবারের সঙ্গে নিজেকে নতুন জগতে কল্পনা করতে পারেন, তা ভিডিওতে দেখুন।

পরমদেশে নিজেকে কল্পনা করো (১:৫০)

“আমার মনে অনেক প্রশ্ন ছিল, যেগুলো নিয়ে আমি সবসময় চিন্তা করতাম” এই জীবনকাহিনীতে একজন ব্যক্তি সম্বন্ধে জানুন, যিনি তার দেশের সরকার পরিবর্তন করতে চেয়েছিলেন। কিন্তু, তিনি তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলেন।

“বাইবেল জীবনকে পরিবর্তন করে” (প্রহরীদুর্গ, জানুয়ারি ১, ২০১২, ইংরেজি)