সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৪০

কীভাবে আমরা ঈশ্বরের চোখে শুদ্ধ থাকতে পারি?

কীভাবে আমরা ঈশ্বরের চোখে শুদ্ধ থাকতে পারি?

কল্পনা করুন, একজন মা তার সন্তানকে স্কুলে যাওয়ার জন্য রেডি করছেন। তিনি তাকে স্নান করান এবং পরিষ্কার জামাকাপড় পরান। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ফলে বাচ্চাটির স্বাস্থ্য ভালো থাকবে এবং লোকেরাও দেখবে যে, তার বাবা-মা তার কতটা যত্ন নেন। একইভাবে, আমাদের পিতা যিহোবাও আমাদের জন্য চিন্তা করেন আর তাই তিনি চান যেন আমরা শারীরিকভাবে আর সেইসঙ্গে নৈতিকভাবে অর্থাৎ আমরা যেন আমাদের কথাবার্তা, চিন্তাভাবনা ও আচার-আচরণে শুদ্ধ থাকি। শুদ্ধ থাকলে আমাদের উপকার হয় এবং সেইসঙ্গে আমাদের পিতা যিহোবার প্রশংসা হয়।

১. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য আমরা কী করতে পারি?

যিহোবা আমাদের বলেন: “তোমরা পবিত্র হবে।” (১ পিতর ১:১৬) পবিত্র হওয়ার জন্য আমাদের শরীরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেইসঙ্গে আমাদের নৈতিকভাবে শুদ্ধতা বজায় রাখতে হবে। নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আমরা স্নান করি এবং পরিষ্কার জামাকাপড় পড়ি। আমরা আমাদের ঘরবাড়ি ও গাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং এগুলোর যত্ন নিই। এ ছাড়া, আমরা কিংডম হল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিই। আর এভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার মাধ্যমে আমরা আমাদের ঈশ্বর যিহোবার প্রশংসা নিয়ে আসি।—২ করিন্থীয় ৬:৩, ৪.

২. শুদ্ধ থাকার জন্য আমাদের কোন খারাপ অভ্যাসগুলো ছাড়তে হবে?

বাইবেল আমাদের উৎসাহিত করে, যেন “আমরা দেহ ও মনের সমস্ত অশুচিতা থেকে নিজেদের শুচি করি।” (২ করিন্থীয় ৭:১) তাই, আমরা সেই সমস্ত বিষয় থেকে দূরে থাকার জন্য চেষ্টা করি, যেগুলো আমাদের দেহ ও মনকে অশুচি বা দূষিত করতে পারে। কিন্তু, তারপরও আমাদের মনে যদি কোনো খারাপ চিন্তা আসে, তখন আমরা কী করব? আমরা সঙ্গেসঙ্গে সেই চিন্তা আমাদের মন থেকে উপড়ে ফেলব, কারণ আমরা চাই যেন আমাদের চিন্তাভাবনা যিহোবাকে খুশি করে। (গীতসংহিতা ১০৪:৩৪) এ ছাড়া, শুদ্ধ থাকার জন্য আমরা অশ্লীল বা নোংরা কথাবার্তা এড়িয়ে চলব।—পড়ুন, কলসীয় ৩:৮.

কোন বিষয়গুলো আমাদের শারীরিকভাবে অথবা নৈতিকভাবে দূষিত করতে পারে? তামাক, পান, সুপারি, বিড়ি, সিগারেট, খৈনি ও গাঁজা অথবা এই ধরনের অন্যান্য নেশাকর জিনিসগুলো আমাদের শারীরিকভাবে দূষিত করে। তাই, আমরা এগুলো খাই না। আমরা যখন এগুলো থেকে দূরে থাকি, তখন আমাদের স্বাস্থ্য ভালো থাকে এবং আমরা দেখাই যে, আমরা আমাদের জীবনকে সম্মান করি বা ভালোবাসি। এ ছাড়া, আমরা সেই সমস্ত বিষয় থেকে দূরে থাকি, যেগুলো আমাদের নৈতিকভাবে দূষিত করে, যেমন হস্তমৈথুন (মাস্টারবেশন) করা এবং অশ্লীল বা নোংরা ছবি কিংবা ভিডিও (পর্নোগ্রাফি) দেখা। (গীতসংহিতা ১১৯:৩৭; ইফিষীয় ৫:৫) এই ধরনের অভ্যাসগুলো ছাড়া কঠিন হতে পারে, তবে যিহোবার সাহায্যে আমরা এগুলো ছাড়তে পারি।—পড়ুন, যিশাইয় ৪১:১৩.

গভীরভাবে গবেষণা করুন

আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে কীভাবে যিহোবার প্রশংসা হয় আর কীভাবে আমরা খারাপ অভ্যাসগুলো ছাড়তে পারি? আসুন তা জানি।

৩. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে যিহোবার প্রশংসা হয়

যিহোবা ইজরায়েল জাতিকে যে-আজ্ঞা দিয়েছিলেন, তা থেকে বোঝা যায় যে, তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কী চিন্তা করেন। যাত্রাপুস্তক ১৯:১০ এবং ৩০:১৭-১৯ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে যিহোবার দৃষ্টিভঙ্গি কেমন?

  • কোন ভালো অভ্যাসগুলো আপনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে সাহায্য করবে?

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য সময় ও পরিশ্রমের প্রয়োজন। তা সত্ত্বেও, আমরা সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি, তা আমরা যেখানেই থাকি না কেন অথবা আমাদের টাকাপয়সা কম বা বেশি, যা-ই হোক না কেন। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • আমরা যখন আমাদের জিনিসপত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং সেগুলোর যত্ন নিই, তখন এটা প্রচার কাজে লোকদের উপর কোন প্রভাব ফেলে?

৪. খারাপ অভ্যাসগুলো ছাড়ুন

যিহোবার সাহায্যে আমরা যেকোনো খারাপ অভ্যাস ছাড়তে পারব

আপনি যদি সিগারেট খান অথবা অন্য কোনো নেশা করেন, তা হলে আপনি হয়তো জানেন যে, এই ধরনের খারাপ অভ্যাস ছাড়া কতটা কঠিন হতে পারে। কীভাবে আপনি এগুলো ছাড়তে পারেন? প্রথমে চিন্তা করুন, এই ধরনের অভ্যাস আপনার উপর কোন প্রভাব ফেলে থাকে। মথি ২২:৩৭-৩৯ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • সিগারেট খাওয়া অথবা অন্যান্য নেশা করা যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্বের উপর কোন প্রভাব ফেলবে?

  • এই ধরনের খারাপ অভ্যাস আপনার পরিবার এবং আপনার আশেপাশে যারা রয়েছে, তাদের উপর কোন প্রভাব ফেলবে?

খারাপ অভ্যাসগুলো ছাড়ার জন্য পরিকল্পনা করুন। a ভিডিওটা দেখুন

ফিলিপীয় ৪:১৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • প্রার্থনা করা, অধ্যয়ন করা এবং সভাতে যাওয়া হল ভালো অভ্যাস। কীভাবে আমরা এই ভালো অভ্যাসগুলো থেকে শক্তি পেতে পারি, যা আমাদের খারাপ অভ্যাসগুলো ছাড়তে সাহায্য করতে পারে?

৫. নোংরা চিন্তাভাবনা ও কাজ থেকে দূরে থাকার জন্য প্রাণপণ প্রচেষ্টা করুন

কলসীয় ৩:৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • কীভাবে আমরা জানতে পারি যে, পর্নোগ্রাফি, সেক্সটিং b এবং হস্তমৈথুন যিহোবার চোখে অশুচি কাজ?

  • যিহোবা চান আমরা যেন নৈতিকভাবে শুদ্ধ থাকি। আপনার কি মনে হয় যে, যিহোবা অতিরিক্ত কিছু আশা করছেন? কেন?

নোংরা চিন্তাভাবনা থেকে কীভাবে দূরে থাকা যায়, তা জানার জন্য ভিডিওটা দেখুন

যিশু একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়েছিলেন যে, নৈতিকভাবে শুদ্ধ থাকার জন্য আমাদের দৃঢ়ভাবে পদক্ষেপ নিতে হবে। মথি ৫:২৯, ৩০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • যিশু এখানে শরীরের কোনো অঙ্গকে সত্যি সত্যি কেটে ফেলার কথা বলছেন না, বরং আমাদের কিছু পদক্ষেপ নেওয়ার জন্য বলছেন। একজন ব্যক্তির মনে যখন নোংরা চিন্তাভাবনা আসে, তখন তাকে দৃঢ়ভাবে কোন পদক্ষেপ নিতে হবে? c

আপনি যদি মন থেকে নোংরা চিন্তাভাবনা উপড়ে ফেলার জন্য চেষ্টা করে থাকেন, তা হলে আপনি নিশ্চিত থাকতে পারেন, যিহোবা আপনার প্রচেষ্টা দেখে অনেক খুশি হন। গীতসংহিতা ১০৩:১৩, ১৪ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • যদি এমন হয়, আপনি কোনো নোংরা অভ্যাস ছাড়ার জন্য প্রচেষ্টা করছেন, তা হলে এই শাস্ত্রপদ কীভাবে আপনাকে হাল ছেড়ে না দেওয়ার জন্য উৎসাহিত করতে পারে?

হাল ছেড়ে দেবেন না!

ব্যর্থ হওয়ার পর, আপনি হয়তো চিন্তা করতে পারেন, আবার প্রচেষ্টা করে কী লাভ? কিন্তু, এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করুন। একজন দৌড়বিদ্‌ যদি দৌড়োতে দৌড়োতে পড়ে যান, তা হলে এর মানে কি এই যে, তিনি দৌড় প্রতিযোগিতায় হেরে গিয়েছেন অথবা তাকে আবার শুরু থেকে দৌড়োতে হবে? না। একইভাবে, আপনিও যদি কোনো খারাপ অভ্যাস ছাড়ার জন্য প্রাণপণ প্রচেষ্টা করে থাকেন আর দুই একবার হয়তো ব্যর্থও হন, তা হলে এর অর্থ এই নয় যে, আপনি হেরে গিয়েছেন অথবা এই পর্যন্ত আপনি যে-প্রচেষ্টা করেছেন, তা ব্যর্থ হয়ে গিয়েছে। আসলে, যারা প্রচেষ্টা করে তারা হয়তো কখনো কখনো পড়ে যেতে পারে, কিন্তু তারা কখনো হাল ছেড়ে দেয় না। তাই, হাল ছেড়ে দেবেন না। যিহোবার সাহায্যে আপনি আপনার খারাপ অভ্যাসগুলো অবশ্যই ছাড়তে পারবেন।

কেউ কেউ বলে থাকে: “আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এই অভ্যাস ছাড়তে পারিনি।”

  • আপনি কোন শাস্ত্রপদ থেকে বোঝাতে পারেন, যিহোবার সাহায্যে একজন ব্যক্তি তার খারাপ অভ্যাস ছাড়তে পারেন?

সারাংশ

আমরা আমাদের শরীর, মন ও আচার-আচরণে শুদ্ধ থাকার মাধ্যমে যিহোবাকে খুশি করতে পারি।

পুনরালোচনা

  • শুদ্ধ থাকা কেন এত গুরুত্বপূর্ণ?

  • পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য আপনি কী করতে পারেন?

  • কীভাবে আপনি আপনার চিন্তাভাবনা ও আচার-আচরণে শুদ্ধতা বজায় রাখতে পারেন?

লক্ষ্য

আরও জানুন

আপনার কাছে ভালো সুযোগসুবিধা না থাকা সত্ত্বেও, কীভাবে আপনি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে পারেন? আসুন কিছু সহজ পদ্ধতি লক্ষ করি।

স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা—হাত ধোয়া (৩:০১)

এই প্রবন্ধে কিছু উপায় সম্বন্ধে বলা হয়েছে, যেগুলোর সাহায্যে একজন ব্যক্তি সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়তে পারবেন।

“সিগারেটের নেশা ছাড়ার জন্য আমি কী করতে পারি?” (সচেতন থাক! মে ২০১০, ইংরেজি)

পর্নোগ্রাফি দেখার ফলে আমাদের উপর কোন প্রভাব পড়ে? আসুন তা জানি।

“নোংরা ছবি কিংবা ভিডিও দেখা কি খারাপ?” (প্রহরীদুর্গ, আগস্ট ১ ২০১৩, ইংরেজি)

কীভাবে একজন ব্যক্তি নোংরা ছবি দেখার অভ্যাস কাটিয়ে উঠেছিলেন? আসুন তা জানি।

“অনেক বার ব্যর্থ হওয়ার পর অবশেষে আমি সফল হই” (প্রহরীদুর্গ, নং ৪ ২০১৬)

a এই পাঠের “আরও জানুন” অংশে “সিগারেটের নেশা ছাড়ার জন্য আমি কী করতে পারি?” শিরোনামের একটা প্রবন্ধ দেওয়া রয়েছে। এই প্রবন্ধে কিছু উপায় সম্বন্ধে বলা হয়েছে, যেগুলোর সাহায্যে একজন ব্যক্তি তার এই নেশা ছাড়তে পারবেন।

b ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে অন্যদের নোংরা বা অশ্লীল ম্যাসেজ ও ভিডিও পাঠানোকে সেক্সটিং বলা হয়।

c হস্তমৈথুনের অভ্যাস ছাড়ার জন্য কোথায় সাহায্য পেতে পারেন? এটা জানার জন্য “কীভাবে আমি হস্তমৈথুনের অভ্যাস ছাড়তে পারি?” শিরোনামের অনলাইন প্রবন্ধটা পড়ুন।