সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৪১

যৌন সম্পর্কের বিষয়ে বাইবেল আমাদের কী জানায়?

যৌন সম্পর্কের বিষয়ে বাইবেল আমাদের কী জানায়?

যৌন সম্পর্ক অথবা সেক্সের বিষয়ে কথা বলতে অনেক লোক খুব একটা স্বচ্ছন্দ বোধ করে না। কিন্তু, বাইবেলে এই বিষয়ে খোলাখুলিভাবে এবং সম্মানের সঙ্গে আলোচনা করা হয়েছে। আমরা যদি এটিতে দেওয়া পরামর্শ কাজে লাগাই, তা হলে আমাদের উপকার হবে। আর কেনই-বা হবে না, কারণ এই পরামর্শ কে দিয়েছেন, তা চিন্তা করুন। এটা আমাদের সৃষ্টিকর্তা যিহোবা দিয়েছেন এবং তাঁর চেয়ে ভালো পরামর্শ আর কেই-বা দিতে পারে! আমরা যদি তাঁর দেওয়া পরামর্শ কাজে লাগাই, তা হলে অল্প কিছু সময়ের জন্য নয় বরং চিরকাল জীবন উপভোগ করতে পারব এবং যিহোবার হৃদয়কেও আনন্দিত করতে পারব।

১. যৌন সম্পর্ককে যিহোবা কোন দৃষ্টিতে দেখে থাকেন?

যৌন সম্পর্ক হল একটা উপহারের মতো, যা যিহোবা মানুষকে দিয়েছেন। তিনি চান যেন একজন পুরুষ ও নারী বিয়ে করার পরই এই উপহার থেকে আনন্দ লাভ করে। স্বামী ও স্ত্রী এই উপহারের মাধ্যমে শুধুমাত্র যে সন্তানের জন্ম দিতে পারে এমন নয়, কিন্তু সেইসঙ্গে একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে আর একে অন্যকে আনন্দ দিতে পারে। তাই, বাইবেল বলে: “তোমার যৌবনের স্ত্রীকে নিয়েই তুমি আনন্দ কর।” (হিতোপদেশ ৫:১৮, ১৯ কমন ল্যাঙ্গুয়েজ ভারশন) যিহোবা আশা করেন, একজন খ্রিস্টান তার বিবাহিত সাথির প্রতি সবসময় অনুগত থাকবেন। আর সেইজন্য তিনি কখনো ব্যভিচার করবেন না অর্থাৎ অন্য কারো সঙ্গে যৌন সম্পর্ক করবেন না।—পড়ুন, ইব্রীয় ১৩:৪.

২. যৌন অনৈতিকতা বলতে কী বোঝায়?

বাইবেল বলে, “যারা যৌন অনৈতিকতায় রত আছে . . . তারা ঈশ্বরের রাজ্য লাভ করবে না।” (১ করিন্থীয় ৬:৯, ১০) বাইবেলের লেখকেরা যৌন অনৈতিকতার বিষয়ে লেখার সময় গ্রিক শব্দ পরনিয়া ব্যবহার করেছিলেন। এই শব্দের সঙ্গে এইসমস্ত বিষয় জড়িত রয়েছে: (১) এমন দু-জন ব্যক্তির মধ্যে যৌন সম্পর্ক, a যাদের বিয়ে হয়নি, (২) সমকামিতা অর্থাৎ পুরুষের সঙ্গে পুরুষের এবং মহিলার সঙ্গে মহিলার যৌন সম্পর্ক, (৩) পশুদের সঙ্গে যৌন সম্পর্ক। আমরা যখন ‘যৌন অনৈতিকতা থেকে পৃথক থাকি,’ তখন আমরা যিহোবার হৃদয়কে খুশি করি আর সেইসঙ্গে আমরাও উপকার লাভ করি।—১ থিষলনীকীয় ৪:৩.

গভীরভাবে গবেষণা করুন

কীভাবে আপনি যৌন অনৈতিকতা থেকে দূরে থাকতে পারেন? আপনার আচার-আচরণ শুদ্ধ রাখার ফলে আপনি কোন কোন উপকার লাভ করবেন? আসুন তা জানি।

৩. যৌন অনৈতিকতা থেকে পালিয়ে যান

যোষেফ ঈশ্বরের একজন বিশ্বস্ত সেবক ছিলেন। তার আচার-আচরণ শুদ্ধ রাখার জন্য তাকে অনেক লড়াই করতে হয়েছিল। আদিপুস্তক ৩৯:১-১২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • কেন যোষেফ সেখান থেকে দ্রুত পালিয়ে গিয়েছিলেন?—৯ পদ দেখুন।

  • আপনার কি মনে হয় যে, যোষেফ সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? কেন আপনি তা মনে করেন?

কীভাবে বর্তমানে যুবক-যুবতীরা যোষেফের মতো যৌন অনৈতিকতা থেকে পালিয়ে যেতে পারে? ভিডিওটা দেখুন

যিহোবা চান যেন আমরা যৌন অনৈতিকতার প্রলোভন এলে, তা প্রত্যাখ্যান করি। ১ করিন্থীয় ৬:১৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • এমন কোন কোন পরিস্থিতি আসতে পারে, যেখানে একজন ব্যক্তি যৌন অনৈতিকতার ফাঁদে পড়তে পারেন?

  • কীভাবে আপনি যৌন অনৈতিকতার ফাঁদ থেকে পালিয়ে যেতে পারেন?

৪. আপনি প্রলোভন প্রতিরোধ করতে পারেন

আমরা প্রলোভন প্রতিরোধ করতে চাই এবং যৌন অনৈতিকতা থেকে পালিয়ে যেতে চাই। কিন্তু, কোন কারণে আমরা তা করতে ব্যর্থ হতে পারি? ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • এই ভাই যখন বুঝতে পারেন যে, তিনি তার চিন্তাভাবনা এবং কাজের মাধ্যমে তার স্ত্রীর প্রতি বিশ্বাসঘাতকতা করে ফেলতে পারেন, তখন তিনি কোন পদক্ষেপ নিয়েছিলেন?

বিশ্বস্ত খ্রিস্টানদের জন্যও কখনো কখনো তাদের চিন্তাভাবনা শুদ্ধ রাখা কঠিন হতে পারে। আপনি কী করতে পারেন, যাতে আপনি খারাপ বিষয়গুলো নিয়ে ক্রমাগত চিন্তা করা এড়িয়ে চলতে পারেন? ফিলিপীয় ৪:৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • কোন বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত?

  • বাইবেল পড়া এবং যিহোবার সেবায় ব্যস্ত থাকার মাধ্যমে কীভাবে আপনি প্রলোভন প্রতিরোধ করতে পারেন আর পাপ করা থেকে দূরে থাকতে পারেন?

৫. যিহোবার মানগুলো মেনে চললে আমাদের উপকার হবে

যিহোবা জানেন, আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো। তিনি আমাদের জানিয়েছেন, কীভাবে আমরা আমাদের আচার-আচরণ শুদ্ধ রাখতে পারি আর এর ফলে আমাদের কোন উপকার হবে। হিতোপদেশ ৭:৭-২৭ পদ পড়ুন অথবা ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • সেই যুবক এমন কী করেছিল, যার ফলে সে প্রলোভনের কাছে হার মেনেছিল?—হিতোপদেশ ৭:৮, ৯ পদ দেখুন।

  • হিতোপদেশ ৭:২৩, ২৬ পদ আমাদের জানায়, যৌন অনৈতিকতার পরিণতি খুবই খারাপ হতে পারে। আমরা যদি আমাদের আচার-আচরণে শুদ্ধতা বজায় রাখি, তা হলে আমরা কোন সমস্যাগুলো এড়িয়ে চলতে পারব?

  • আমরা যদি চিরকাল জীবন উপভোগ করতে চাই, তা হলে কেন আমাদের আচার-আচরণে শুদ্ধতা বজায় রাখতে হবে?

বাইবেল সমকামিতা সম্বন্ধে যা জানায়, তা থেকে কিছু লোক মনে করে যে, ঈশ্বর সমকামী ব্যক্তিদের ঘৃণা করেন। কিন্তু, এটা সত্য নয়। যিহোবা হলেন একজন প্রেমময় ঈশ্বর, তাই তিনি চান যেন প্রত্যেক ব্যক্তি চিরকাল জীবন উপভোগ করে। তবে, এই জীবন পাওয়ার জন্য আমাদের অবশ্যই তাঁর মান অনুযায়ী জীবনযাপন করতে হবে। ১ করিন্থীয় ৬:৯-১১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • ঈশ্বরের দৃষ্টিতে কি শুধুমাত্র সমকামিতাই খারাপ বিষয়?

ঈশ্বরকে খুশি করার জন্য প্রত্যেককে নিজেদের জীবনে কিছু-না-কিছু পরিবর্তন করতে হয় আর এটা করার জন্য প্রচেষ্টার প্রয়োজন। কিন্তু, তা করার কি কোনো উপকারিতা রয়েছে? গীতসংহিতা ১৯:৮, ১১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • আপনার কি মনে হয়, যিহোবার যে-নৈতিক মান রয়েছে, তা মেনে চলা সঠিক? কেন আপনি তা মনে করেন?

যিহোবা তাঁর নৈতিক মান অনুযায়ী জীবনযাপন করার জন্য অনেক ব্যক্তিকে সাহায্য করেছেন। তিনি আপনাকেও সাহায্য করতে পারেন

কেউ কেউ বলে থাকে: “দুজনের মধ্যে যদি প্রেমের সম্পর্ক থাকে, তা হলে তাদের মধ্যে যৌন সম্পর্ক করা কোনো ভুল নয়, সেটা যে-কেউ হোক না কেন।”

  • উত্তরে আপনি কী বলবেন?

সারাংশ

যৌন সম্পর্ক হল একটা উপহারের মতো, যা যিহোবা মানুষকে দিয়েছেন। তিনি চান শুধুমাত্র একজন স্বামী ও স্ত্রী যেন এই উপহার থেকে আনন্দ লাভ করে।

পুনরালোচনা

  • যৌন অনৈতিকতার মধ্যে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে?

  • যৌন অনৈতিকতা থেকে কীভাবে আমরা পালিয়ে যেতে পারি?

  • যিহোবার নৈতিক মানগুলো মেনে চললে আমাদের কোন কোন উপকার হবে?

লক্ষ্য

আরও জানুন

বিয়ে না করে একজন পুরুষ ও নারী কি একসঙ্গে থাকতে পারে? এই বিষয়ে ঈশ্বর কী চিন্তা করেন, আসুন তা জানি।

“বিয়ে না করে একসঙ্গে থাকার বিষয়ে বাইবেল কী বলে?” (অনলাইন প্রবন্ধ)

বাইবেল সমকামিতাকে ঘৃণা করে, কিন্তু এর অর্থ এই নয় যে, আমাদের সমকামী ব্যক্তিদের ঘৃণা করা উচিত। আসুন, এই বিষয়ে জানি।

“সমকামিতা কি ভুল?” (অনলাইন প্রবন্ধ)

যৌন সম্পর্কের বিষয়ে ঈশ্বরের আইন পালন করার ফলে কীভাবে আমরা সুরক্ষিত থাকতে পারি, আসুন তা জানি।

“মৌখিক যৌনতা বলতে কি সত্যিই যৌন সম্পর্ক করা বোঝায়?” (অনলাইন প্রবন্ধ)

“তারা আমাকে সম্মান করেছিল,” এই জীবনকাহিনিতে জানুন যে, কোন বিষয়টা একজন সমকামী ব্যক্তিকে তার জীবনধারা পরিবর্তন করতে এবং ঈশ্বরকে খুশি করতে অনুপ্রাণিত করেছিল।

“বাইবেল জীবনকে পরিবর্তন করে” (প্রহরীদুর্গ, এপ্রিল ১ ২০১১, ইংরেজি)

a যৌন মিলন ছাড়াও পরনিয়ার মধ্যে আরও অনেক ধরনের নোংরা কাজ জড়িত রয়েছে। যেমন, মুখের মাধ্যমে যৌনতা, মলদ্বারের মাধ্যমে যৌনতা এবং যৌন কামনা নিয়ে অন্য ব্যক্তির যৌনাঙ্গগুলোতে হাত বোলানো।