সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৪৬

উৎসর্গ করা এবং বাপ্তিস্ম নেওয়া কেন গুরুত্বপূর্ণ?

উৎসর্গ করা এবং বাপ্তিস্ম নেওয়া কেন গুরুত্বপূর্ণ?

একজন ব্যক্তি যখন নিজের জীবন যিহোবার কাছে উৎসর্গ করেন, তখন তিনি তাঁর কাছে প্রার্থনা করেন এবং প্রতিজ্ঞা করেন যে, তিনি একমাত্র যিহোবার উপাসনা করবেন এবং তাঁর ইচ্ছাকে নিজের জীবনে প্রথম স্থানে রাখবেন। (গীতসংহিতা ৪০:৮) এরপর, তিনি বাপ্তিস্ম নেন। তিনি বাপ্তিস্ম নেওয়ার ফলে অন্যেরা জানতে পারবে যে, তিনি নিজের জীবন যিহোবার কাছে উৎসর্গ করেছেন। যিহোবার কাছে নিজের জীবন উৎসর্গ করা হল, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। কিন্তু, কোন বিষয়টা আপনাকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করবে? আসুন তা জানি।

১. কোন বিষয়টা একজন ব্যক্তিকে তার জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত করবে?

যিহোবার প্রতি ভালোবাসা একজন ব্যক্তিকে তার জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত করবে। (১ যোহন ৪:১০, ১৯) বাইবেল বলে: “তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন এবং তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর যিহোবাকে ভালোবাসবে।” (মার্ক ১২:৩০) তাই, আমরা শুধুমাত্র মুখে বলি না, আমরা যিহোবাকে ভালোবাসি, কিন্তু সেইসঙ্গে কাজের মাধ্যমে আমরা দেখাই যে, আমরা তাঁকে ভালোবাসি। ঠিক যেমন, একটা ছেলে ও মেয়ে যদি দু-জন দু-জনকে প্রকৃত ভালোবাসে, তা হলে তারা বিয়ে করবে। ঠিক একইভাবে, আমরা যদি যিহোবাকে ভালোবাসি, তা হলে আমরাও নিজেদের জীবন তাঁর কাছে উৎসর্গ করব এবং বাপ্তিস্ম নেব।

২. যে-লোকেরা বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে একজন যিহোবার সাক্ষি হয়, যিহোবা তাদের কোন কোন আশীর্বাদ করেন?

বাপ্তিস্ম নেওয়ার পর যিহোবা আপনার পিতা হয়ে উঠবেন এবং আপনি তাঁর পরিবারের অংশ হয়ে উঠবেন। এরপর, আপনি বিভিন্ন উপায়ে যিহোবার প্রেম অনুভব করতে পারবেন এবং তাঁর সঙ্গে আপনার বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়ে উঠবে। (পড়ুন, মালাখি ৩:১৬-১৮.) এ ছাড়া, সারা পৃথিবীতে আপনি এমন ভাই-বোনদের পাবেন, যারা যিহোবাকে এবং আপনাকে অনেক ভালোবাসে। (পড়ুন, মার্ক ১০:২৯, ৩০.) অবশ্যই বাপ্তিস্ম নেওয়ার আগে আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। আপনাকে যিহোবা সম্বন্ধে জানতে হবে, তাঁকে ভালোবাসতে হবে এবং তাঁর পুত্রের উপর বিশ্বাস করতে হবে আর এরপর আপনাকে নিজের জীবন তাঁর কাছে উৎসর্গ করতে হবে। এই সমস্ত কিছু করার পর আপনি যখন বাপ্তিস্ম নেবেন, তখন আপনি চিরকাল জীবন উপভোগ করার সুবর্ণ সুযোগ লাভ করবেন। সেইজন্য, ঈশ্বরের বাক্য আমাদের বলে: “বাপ্তিস্ম . . . তোমাদের রক্ষা করছে।”১ পিতর ৩:২১.

গভীরভাবে গবেষণা করুন

যিহোবার কাছে আপনার জীবন উৎসর্গ করা এবং বাপ্তিস্ম নেওয়া কেন গুরুত্বপূর্ণ? আসুন তা জানি।

৩. আমাদের প্রত্যেককে সিদ্ধান্ত নিতে হবে যে, আমরা কার সেবা করব

প্রাচীন কালে কিছু ইজরায়েলীয় এটা মনে করত যে, তারা যিহোবার উপাসনা করার পাশাপাশি মিথ্যা দেবতা বালেরও উপাসনা করতে পারে। কিন্তু, যিহোবা তাদের এই ভুল চিন্তাভাবনা পরিবর্তন করার জন্য তাঁর ভাববাদী এলিয়কে তাদের কাছে পাঠিয়েছিলেন। ১ রাজাবলি ১৮:২১ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • ইজরায়েলীয়দের কোন সিদ্ধান্ত নিতে হয়েছিল?

ইজরায়েলীয়দের মতো আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে যে, আমরা কার সেবা করব। লূক ১৬:১৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • যিহোবার উপাসনা করার পাশাপাশি কেন আমরা অন্য কারো অথবা কোনো জিনিসের উপাসনা করতে পারি না?

  • আপনি কীভাবে যিহোবাকে দেখাতে পারেন যে, আপনি শুধুমাত্র তাঁকেই উপাসনা করার সিদ্ধান্ত নিয়েছেন?

৪. যিহোবা আপনাকে কতটা ভালোবাসেন, তা নিয়ে ধ্যান করুন

যিহোবা আমাদের অনেক মূল্যবান উপহার দিয়েছেন। এর পরিবর্তে, আমরা তাঁকে কী দিতে পারি? ভিডিওটা দেখুন

কিছু উপায় সম্বন্ধে জানুন, যেগুলোর মাধ্যমে যিহোবা দেখিয়েছেন যে, তিনি আপনাকে ভালোবাসেন। গীতসংহিতা ১০৪:১৪, ১৫ এবং ১ যোহন ৪:৯, ১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • যিহোবার কাছ থেকে পাওয়া কোন কোন উপহারের জন্য আপনি তাঁর প্রতি কৃতজ্ঞ?

  • এই উপহারগুলো পেয়ে আপনি যিহোবা সম্বন্ধে কেমন অনুভব করেন?

কেউ যখন আমাদের পছন্দের কোনো উপহার দেয়, তখন আমরা তার প্রতি কৃতজ্ঞ হই এবং তার জন্য কিছু করতে চাই। দ্বিতীয় বিবরণ ১৬:১৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • যিহোবা আপনার জন্য যা-কিছু করেছেন, আপনি যখন সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করেন, তখন এর পরিবর্তে আপনি তাঁকে কী দিতে চাইবেন?

৫. উৎসর্গ করার ফলে অনেক আশীর্বাদ লাভ করা যায়

অনেক লোক মনে করে যে, নাম, খ্যাতি, ভালো কেরিয়ার ও টাকাপয়সা থাকলেই তারা সুখী হবে। কিন্তু, এটা কি সত্য? ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • এই খেলোয়াড় ফুটবল খেলতে খুব ভালোবাসতেন। কিন্তু, কেন তিনি এই কেরিয়ার ছেড়ে দিয়েছিলেন?

  • তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, ফুটবল খেলার পরিবর্তে তিনি মন প্রাণ দিয়ে যিহোবার সেবা করবেন। আপনার কি মনে হয় যে, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? কেন আপনি তা মনে করেন?

প্রেরিত পৌল খ্রিস্টান হওয়ার আগে একটা ভালো কেরিয়ার গড়ে তোলার জন্য উচ্চ শিক্ষা নিয়েছিলেন। তিনি একজন সুপরিচিত শিক্ষকের কাছে যিহুদি আইন নিয়ে পড়াশোনা করেছিলেন। কিন্তু, খ্রিস্টান হওয়ার জন্য তিনি এই সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন। পৌল কি এর জন্য কোনো আপশোস করেছিলেন? ফিলিপীয় ৩:৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • পৌল খ্রিস্টান হওয়ার আগে যে-বিষয়গুলোকে মূল্যবান বলে মনে করেছিলেন, কেন তিনি পরে সেগুলোকে “আবর্জনা” বলেছিলেন?

  • পৌল যা-কিছু পরিত্যাগ করেছিলেন, সেগুলোর পরিবর্তে তিনি কী পেয়েছিলেন?

  • কোন বিষয়টা থেকে আপনি সবচেয়ে বেশি সুখী হতে পারেন, যিহোবাকে সেবা করে, না কি জীবনে অন্য কোনো লক্ষ্য অর্জন করে? কেন আপনি তা মনে করেন?

পৌল খ্রিস্টান হওয়ার জন্য যা-কিছু পরিত্যাগ করেছিলেন, সেগুলোর পরিবর্তে তিনি অনেক বেশি পেয়েছিলেন

কেউ কেউ বলে থাকে: “আমি জানি এটাই সত্য। কিন্তু, আমি বাপ্তিস্ম নেওয়ার জন্য এখনও প্রস্তুত নই।”

  • আপনি কী মনে করেন?

সারাংশ

যিহোবার প্রতি ভালোবাসা আমাদের জীবন উৎসর্গ করতে এবং বাপ্তিস্ম নিতে অনুপ্রাণিত করবে।

পুনরালোচনা

  • কেন আমরা বলতে পারি যে, যিহোবা আমাদের উপাসনা এবং ভালোবাসা পাওয়ার যোগ্য?

  • যে-লোকেরা বাপ্তিস্ম নেওয়ার মাধ্যমে একজন যিহোবার সাক্ষি হয়, যিহোবা তাদের কোন কোন আশীর্বাদ করেন?

  • আপনি কি নিজের জীবন যিহোবার কাছে উৎসর্গ করতে চাইবেন?

লক্ষ্য

আরও জানুন

দু-জন অল্পবয়সি সংগীত এবং খেলাধুলাকে কেরিয়ার হিসেবে বাছাই না করে, কেন যিহোবার কাছে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন? আসুন তা জানি।

তরুণ-তরুণীদের জিজ্ঞাস্য—আমার জীবনকে আমি কীভাবে কাজে লাগাব?—অতীতে ফিরে তাকানো (৬:৫২)

এই মিউজিক ভিডিওতে দেখুন, যারা নিজেদের জীবন যিহোবার কাছে উৎসর্গ করে বাপ্তিস্ম নিয়েছে, তারা কতটা আনন্দিত!

এই জীবন দিই তোমায় (৪:৩০)

বছরের পর বছর ধরে আমি চিন্তা করতাম যে, “কেন আমাদের সৃষ্টি করা হয়েছে?” এই জীবনকাহিনীতে, একজন মহিলার জীবনে তার কেরিয়ারই ছিল সবকিছু। কিন্তু তারপরও, তিনি চিন্তা করেছিলেন যে, কোন বিষয়টা তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ? কেন তিনি এইরকম করেছিলেন? আসুন তা জানি।

“বাইবেল জীবনকে পরিবর্তন করে” (প্রহরীদুর্গ, নভেম্বর ১ ২০১২, ইংরেজি)