সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৫০

বাবা-মা ও সন্তান কীভাবে সুখী হতে পারে?

বাবা-মা ও সন্তান কীভাবে সুখী হতে পারে?

সন্তানেরা হল যিহোবার কাছ থেকে পাওয়া এক অমূল্য উপহার। যিহোবা চান যেন বাবা-মায়েরা তাদের সন্তানের যত্ন নেয়। সেইজন্য, তিনি বাবা-মায়েদের কিছু ভালো পরামর্শ দিয়েছেন। তিনি এমনকী সন্তানদেরও কিছু পরামর্শ দিয়েছেন, যেগুলো মেনে চললে পুরো পরিবার সুখী হতে পারবে।

১. যিহোবা বাবা-মায়েদের কোন পরামর্শ দিয়েছেন?

যিহোবা আশা করেন, বাবা-মায়েরা যেন তাদের সন্তানদের খুব ভালোবাসে এবং যতটা সম্ভব তাদের সঙ্গে সময় কাটায়। তিনি এটাও আশা করেন যে, বাবা-মায়েরা যেন তাদের সন্তানদের যেকোনো বিপদের হাত থেকে রক্ষা করে এবং বাইবেলের নীতির উপর ভিত্তি করে তাদের শিক্ষা দেয়। (হিতোপদেশ ১:৮) বাইবেল বাবাদের পরামর্শ দেয়, তারা যেন ‘যিহোবার শাসনে ও উপদেশে তাদের [সন্তানদের] মানুষ করে তোলে।’ (পড়ুন, ইফিষীয় ৬:৪.) বাবা-মায়েরা যখন সন্তানদের মানুষ করে তোলার ক্ষেত্রে যিহোবার নির্দেশনা মেনে চলে এবং তাদের এই দায়িত্ব অন্য কাউকে না দেয়, তখন যিহোবা অনেক খুশি হন।

২. যিহোবা সন্তানদের কোন পরামর্শ দিয়েছেন?

যিহোবা সন্তানদের বলেন, “তোমরা . . . বাবা-মায়ের বাধ্য হও।” (পড়ুন, কলসীয় ৩:২০.) সন্তানেরা যখন বাবা-মায়ের বাধ্য হয় এবং তাদের সম্মান করে, তখন তারা যিহোবার আর সেইসঙ্গে তাদের বাবা-মায়ের হৃদয়কেও আনন্দিত করে। (হিতোপদেশ ২৩:২২-২৫) যিশু যখন ছোটো ছিলেন, তখন তিনি এই বিষয়ে এক ভালো উদাহরণ স্থাপন করেছিলেন। তাঁর বাবা-মা যদিও নিখুঁত ছিলেন না, তারপরও তিনি তাঁর বাবা-মায়ের বাধ্য হয়েছিলেন এবং তাদের সম্মান করেছিলেন।—লূক ২:৫১, ৫২.

৩. পুরো পরিবার কীভাবে যিহোবার সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় করতে পারে?

আপনার যদি সন্তান থাকে, তা হলে আপনি নিশ্চয়ই চাইবেন যেন আপনার সন্তান যিহোবাকে ততটাই ভালোবাসে, যতটা আপনি ভালোবাসেন। কীভাবে আপনি তাদের সাহায্য করতে পারেন? বাইবেলের এই পরামর্শ কাজে লাগান: “তুমি তোমার ছেলেদের মনে এগুলো গেঁথে দেবে আর ঘরে বসার সময়, রাস্তায় চলার সময়, শোয়ার সময় এবং ওঠার সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।” (দ্বিতীয় বিবরণ ৬:৭) “মনে এগুলো গেঁথে” দেওয়ার অর্থ হল, কোনো বিষয় শেখানোর জন্য সেই বিষয়ে বার বার বলা। আপনি তো জানেন যে, বাচ্চারা কোনো বিষয় একবারে মনে রাখতে পারে না। তাই, তাদের বার বার সেই বিষয়ে বলতে হয়। আর এই শাস্ত্রপদে সেটাই বলা হয়েছে যে, আপনি যখনই সময় পাবেন, তখনই যেন আপনার সন্তানদের সঙ্গে যিহোবা সম্বন্ধে কথা বলেন। এ ছাড়া, ভালো হবে যদি প্রতি সপ্তাহে আপনি কিছুটা সময় আলাদা করে রাখেন, যাতে পরিবারের সঙ্গে আপনি পারিবারিক উপাসনা করতে পারেন। আপনার যদি সন্তান না-ও থাকে, তা হলেও আপনি প্রতি সপ্তাহে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার ফলে উপকৃত হবেন।

গভীরভাবে গবেষণা করুন

কিছু পরামর্শ লক্ষ করুন, যেগুলো কাজে লাগানোর মাধ্যমে পরিবারের প্রত্যেকে সুখী হতে পারবে এবং সুরক্ষিত বোধ করবে।

৪. আপনার সন্তানদের প্রেমের সঙ্গে শিক্ষা দিন

সন্তানদের শিক্ষা দেওয়া সহজ কাজ নয়, কিন্তু কীভাবে বাইবেল আপনাকে সাহায্য করতে পারে? যাকোব ১:১৯, ২০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • কীভাবে বাবা-মায়েরা সন্তানদের সাথে এমনভাবে কথা বলতে পারে, যাতে সন্তানেরা বুঝতে পারে যে, বাবা-মায়েরা তাদের ভালোবাসে?

  • সন্তানেরা যখন কোনো ভুল করে, তখন কেন বাবা-মায়ের উচিত নয়, রেগে গিয়ে সন্তানদের শাসন করা? a

৫. আপনার সন্তানদের রক্ষা করুন

আপনার সন্তানদের সুরক্ষিত রাখার জন্য আপনার প্রত্যেক সন্তানের সঙ্গে যৌনতার বিষয় নিয়ে কথা বলা উচিত। এই বিষয়ে কথা বলার জন্য আপনি হয়তো ইতস্তত বোধ করতে পারেন অথবা লজ্জা পেতে পারেন। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • কিছু বাবা-মায়ের জন্য তাদের সন্তানদের সঙ্গে যৌনতার বিষয়ে কথা বলা কেন কঠিন বলে মনে হয়?

  • কিছু বাবা-মা তাদের সন্তানদের যৌনতার বিষয়টা বোঝানোর জন্য কী করেছে?

ঠিক যেমন বাইবেলে বলা হয়েছে, বর্তমানে শয়তানের জগৎ খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। ২ তীমথিয় ৩:১, ১৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • ১৩ পদে যে-দুষ্ট লোকদের কথা বলা হয়েছে, তাদের মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছে, যারা বাচ্চাদের সঙ্গে খারাপ কাজ করে থাকে। এই শাস্ত্রপদের কথাগুলো মাথায় রেখে, কেন বাবা-মায়েদের সন্তানদের সঙ্গে যৌনতার বিষয় নিয়ে কথা বলা উচিত এবং কীভাবে তারা দুষ্ট লোকদের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারে, সেই বিষয়টা তাদের শেখানো উচিত?

আপনি কি জানেন?

যিহোবার সাক্ষিরা এমন অনেক প্রকাশনা প্রস্তুত করে থাকে, যেগুলোর মাধ্যমে বাবা-মায়েরা সাহায্য লাভ করতে পারে। এগুলোতে বলা হয়েছে যে, কীভাবে বাবা-মায়েরা সন্তানদের যৌনতার বিষয়ে শিক্ষা দিতে পারে এবং দুষ্ট লোকদের হাত থেকে তাদের রক্ষা করতে পারে।

৬. বাবা-মাকে সম্মান করো

বাচ্চারা ও যুবক-যুবতীরা তাদের কথা বলার ধরনের মাধ্যমে দেখাতে পারে যে, তারা বাবা-মাকে সম্মান করে। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • বাবা-মায়ের সাথে সম্মানের সঙ্গে কথা বললে যুবক-যুবতীদের কোন উপকার হবে?

  • বাবা-মায়ের সাথে সম্মানের সঙ্গে কথা বলার জন্য যুবক-যুবতীরা কী করতে পারে?

হিতোপদেশ ১:৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • বাবা-মায়েরা যখন যুবক-যুবতীদের পরামর্শ দেয়, তখন তাদের কী করা উচিত?

৭. পরিবারের সঙ্গে যিহোবার উপাসনা করুন

যিহোবার সাক্ষিরা প্রত্যেক সপ্তাহে কিছুটা সময় আলাদা করে রাখে, যাতে সেই সময় তারা পারিবারিক উপাসনা করতে পারে। পারিবারিক উপাসনার সময় তারা কী করে থাকে? ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • প্রতি সপ্তাহে পারিবারিক উপাসনা করার জন্য একটা পরিবার কী করতে পারে?

  • বাবা-মায়েরা এমন কী করতে পারে, যাতে পারিবারিক উপাসনা আনন্দদায়ক হয় এবং প্রত্যেকে তা থেকে উপকার পেতে পারে?—এই পাঠের শুরুতে দেওয়া ছবিটা দেখুন।

  • পারিবারিক উপাসনা করার জন্য আপনার সামনে কোন কোন বাধা আসতে পারে?

যিহোবা প্রাচীন ইজরায়েলে পরিবারগুলোর কাছ থেকে আশা করতেন যে, তারা যেন নিয়মিতভাবে শাস্ত্র থেকে আলোচনা করে। দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • কীভাবে আপনি এই নীতিটা কাজে লাগাতে পারেন?

পারিবারিক উপাসনা করার জন্য কিছু পরামর্শ:

কেউ কেউ বলে থাকে: “বাইবেলের বিষয়গুলো বাচ্চারা আর কী বুঝবে।”

  • উত্তরে আপনি কী বলবেন?

সারাংশ

যিহোবা বাবা-মায়েদের কাছ থেকে আশা করেন, যেন তারা তাদের সন্তানদের খুব ভালোবাসে, তাদের প্রশিক্ষণ দেয় এবং রক্ষা করে। তিনি সন্তানদের কাছ থেকে আশা করেন, যেন তারা তাদের বাবা-মাকে সম্মান করে এবং তাদের বাধ্য হয়। তিনি পরিবারের কাছ থেকে আশা করেন, যেন তারা একসঙ্গে তাঁর উপাসনা করে।

পুনরালোচনা

  • বাবা-মায়েরা তাদের সন্তানদের প্রশিক্ষণ দেওয়ার এবং রক্ষা করার জন্য কী করতে পারে?

  • বাবা-মাকে সম্মান করার জন্য সন্তানেরা কী করতে পারে?

  • প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে পারিবারিক উপাসনা করার কোন উপকার রয়েছে?

লক্ষ্য

আরও জানুন

সন্তানদের আপনি এমন কোন বিষয়গুলো শেখাতে পারেন, যেগুলো বড়ো হওয়ার পরও তাদের সাহায্য করবে?

“ছয়টা শিক্ষা সন্তানদের শেখা প্রয়োজন” (সজাগ হোন! নং ২ ২০১৯)

বাইবেলে সেই ব্যক্তিদের জন্য কোন পরামর্শ রয়েছে, যারা তাদের বয়স্ক বাবা-মায়ের যত্ন নিয়ে থাকে? আসুন তা জানি।

“বয়স্ক বাবা-মায়ের যত্ন নেওয়ার বিষয়ে বাইবেল কী বলে?” (অনলাইন প্রবন্ধ)

একজন ব্যক্তি তার সন্তানদের ভালোভাবে বড়ো করে তুলতে চেয়েছিলেন। কিন্তু, তিনি জানতেন না যে, কীভাবে তা করা যায়। কীভাবে তিনি একজন ভালো বাবা হয়ে উঠেছিলেন? আসুন তা দেখি।

সন্তান মানুষ করার জন্য যিহোবার কাছ থেকে শিক্ষালাভ (৫:৫৮)

পরিবারের মধ্যে বাবা কীভাবে তার সন্তানের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারেন? আসুন তা জানি।

“কীভাবে বাবারা তাদের ছেলেদের সান্নিধ্যে থাকতে পারে?” (প্রহরীদুর্গ, এপ্রিল ১, ২০১২)

a বাইবেলে “শাসন” বলতে শেখানো, বোঝানো, সঠিক পথ দেখানো এবং শাস্তি দেওয়াকে বোঝায়। কিন্তু, এর অর্থ এই নয় যে, সন্তানদের সঙ্গে খারাপ ব্যবহার অথবা নিষ্ঠুরভাবে আচরণ করতে হবে।—হিতোপদেশ ১৯:১৮.