সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৫৩

যিহোবাকে খুশি করে এমন বিনোদন বাছাই করুন

যিহোবাকে খুশি করে এমন বিনোদন বাছাই করুন

যিহোবা হলেন ‘সুখী ঈশ্বর।’ (১ তীমথিয় ১:১১) তিনি চান যেন আমরাও সুখী হই। তাই, তিনি চান যেন আমরা সবসময় কাজ না করি বরং নিজের জন্য সময় বের করে বিশ্রাম নিই এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ করি। কিন্তু, আমরা যখন এই অবসর সময় কাটাই, তখন আমরা কী করতে পারি, যেটা আমাদের আনন্দ দেবে এবং যিহোবাকেও খুশি করবে? আসুন এই বিষয়ে জানি।

১. বিনোদনের ক্ষেত্রে আমাদের কোন বিষয়টা মাথায় রাখতে হবে?

কিছু লোক ঘরে বসে বই পড়তে, ইন্টারনেট ঘাঁটতে, গান শুনতে অথবা সিনেমা দেখতে ভালোবাসে। আবার কিছু লোক রয়েছে, যারা তাদের বন্ধুদের সাথে বাইরে খাওয়া-দাওয়া করতে, ঘুরতে যেতে এবং খেলাধুলা করতে ভালোবাসে। আপনি অবসর সময়ে কী করতে ভালোবাসেন? আমাদের পছন্দ যা-ই হোক না কেন, আমাদের দেখতে হবে যে, তা যেন “প্রভুর প্রীতিজনক” হয়। (ইফিষীয় ৫:১০) এটা করা গুরুত্বপূর্ণ, কারণ আজকাল বেশিরভাগ বিনোদন সেই বিষয়গুলোকে উৎসাহিত করে, যেগুলো যিহোবা ঘৃণা করেন, যেমন মারপিট, যৌন অনৈতিকতা ও প্রেতচর্চা। (পড়ুন, গীতসংহিতা ১১:৫.) তা হলে, কীভাবে আমরা ভেবেচিন্তে বিনোদন বাছাই করতে পারি?

পাঠ ৪৮-এ আমরা যেমন শিখেছি, আমরা যদি ‘জ্ঞানীদের সহচর হই’ তা হলে, ‘জ্ঞানী হইব।’ অন্যদিকে, আমরা যদি বেশিরভাগ সময়ে এমন লোকদের সঙ্গে সময় কাটাই, যারা যিহোবার মানগুলো মেনে চলে না, তা হলে বাইবেল বলে, আমরা ‘ভগ্ন হইব।’ (হিতোপদেশ ১৩:২০) তাই, আমাদের এমন লোকদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, যারা যিহোবার মানগুলো ভালোবাসে। এইরকম বন্ধুরা আমাদের চিন্তাভাবনার উপর ভালো প্রভাব ফেলবে আর আমরা বিনোদনের ক্ষেত্রে সঠিক বাছাই করতে পারব।

২. বিনোদনের পিছনে আমরা কতটা সময় ব্যয় করছি, সেটা নিয়ে কেন আমাদের চিন্তা করা উচিত?

বিনোদনের জন্য আমরা যা-কিছু দেখি, শুনি অথবা করি, সেগুলো হয়তো ভুল নয়। কিন্তু, আমাদের চিন্তা করতে হবে, আমাদের সমস্ত সময় যেন সেটার পিছনে চলে না যায়। তা না হলে, গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদের কাছে সময় থাকবে না। বাইবেল আমাদের উৎসাহিত করে, আমরা যেন ‘সময়কে সর্বোত্তম উপায়ে ব্যবহার করি।’—পড়ুন, ইফিষীয় ৫:১৫, ১৬.

গভীরভাবে গবেষণা করুন

বিনোদনের ক্ষেত্রে কীভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন? আসুন তা জানি।

৩. খারাপ বিনোদন থেকে দূরে থাকুন

বিনোদনের ক্ষেত্রে কেন আমাদের ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে? ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • প্রাচীন রোমের হিংস্র খেলাধুলার সঙ্গে বর্তমান দিনের কিছু বিনোদনের কোন মিল রয়েছে?

  • ড্যানি বিনোদন বাছাই করার ক্ষেত্রে কী শিখেছিল?

রোমীয় ১২:৯ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • আপনি এই শাস্ত্রপদের সাহায্যে কীভাবে সঠিক বিনোদন বাছাই করতে পারেন?

যিহোবা কোন বিষয়গুলো ঘৃণা করেন? তা জানার জন্য হিতোপদেশ ৬:১৬, ১৭ এবং গালাতীয় ৫:১৯-২১ পদ পড়ুন। প্রতিটা শাস্ত্রপদ পড়ার পর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • এই শাস্ত্রপদের কোন বিষয়গুলো বর্তমানে বিনোদনের মধ্যে দেখতে পাওয়া যায়?

 কীভাবে সঠিক বিনোদন বাছাই করা যায়?

নিজেকে জিজ্ঞেস করুন:

  • কোন ধরনের বিনোদন?  এর মধ্যে কি এমন কিছু রয়েছে, যা যিহোবা ঘৃণা করেন?

  • কতটা সময় চলে যাবে?  আমার কাছে কি অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সময় থাকবে?

  • কাদের সঙ্গে মেলামেশা করতে হবে?  আমাকে কি সেইসমস্ত লোকদের সঙ্গে বার বার মেলামেশা করতে হবে, যারা যিহোবাকে ভালোবাসে না?

আমরা যতটা সম্ভব বিপদ থেকে দূরে থাকার চেষ্টা করি। তাই যদি মনে হয় যে, কোনো বিনোদন আমাদের জন্য বিপদজনক, তা হলে আমাদের উচিত সেটা থেকে যতটা সম্ভব দূরে থাকা

৪. নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করুন

ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

  • এই ভাই যদিও খারাপ কিছু দেখছিলেন না, তা সত্ত্বেও তিনি তার অবসর সময়ে যা করছিলেন, সেটা তার উপর কোন প্রভাব ফেলেছিল?

ফিলিপীয় ১:১০ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • কীভাবে এই শাস্ত্রপদ আমাদের সাহায্য করতে পারে, যাতে আমরা বিনোদনের পিছনে বেশি সময় ব্যয় না করি?

৫. ভালো বিনোদন বাছাই করুন

কিছু বিনোদন রয়েছে, যা যিহোবার চোখে সঠিক নয়। আবার এমন অনেক বিনোদন রয়েছে, যা যিহোবার চোখে সঠিক। আর আপনি সেই বিনোদনগুলো থেকে আনন্দ লাভ করতে পারেন। উপদেশক ৮:১৫ এবং ফিলিপীয় ৪:৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • আপনি ভালো বিনোদনের জন্য কী করতে পছন্দ করেন?

বিনোদনের জন্য আপনি এমন অনেক কিছু করতে পারেন, যা যিহোবাকে খুশি করবে এবং আপনাকেও আনন্দ দেবে

কেউ কেউ বলে থাকে: “বর্তমানে বিনোদনের মধ্যে হিংসা, প্রেতচর্চা, অশ্লীলতা তো সাধারণ বিষয়। আমি তো শুধু এগুলো দেখি, আমি সত্যি সত্যি এগুলো করব নাকি?”

  • উত্তরে আপনি কী বলবেন?

সারাংশ

যিহোবা চান আমরা যেন এমন বিনোদন বাছাই করি, যা তাঁকে খুশি করবে এবং আমাদেরও আনন্দ দেবে।

পুনরালোচনা

  • কোন ধরনের বিনোদন থেকে খ্রিস্টানদের দূরে থাকা উচিত?

  • কেন আমাদের এই বিষয়টা চিন্তা করা উচিত যে, বিনোদনের পিছনে আমরা কতটা সময় ব্যয় করছি?

  • কেন আপনি এমন ধরনের বিনোদন বাছাই করতে চাইবেন, যা যিহোবাকে খুশি করে?

লক্ষ্য

আরও জানুন

কোন ধরনের বিনোদন আপনি বাছাই করবেন অথবা করবেন না, তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার কার রয়েছে? আসুন তা জানি।

“যিহোবার সাক্ষিরা কি নির্দিষ্ট কিছু সিনেমা দেখতে, বই পড়তে অথবা গান শুনতে নিষেধ করে?” (অনলাইন প্রবন্ধ)

আপনি যখন আনন্দ করার জন্য কিছু করতে চান, তখন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে? আসুন তা জানি।

“আপনার বিনোদন কি উপকারজনক?” (প্রহরীদুর্গ, অক্টোবর ১৫, ২০১১)

“আমি আমার মন থেকে ভেদাভেদের মনোভাবও দূর করেছিলাম, ”এই জীবনকাহিনিতে বলা হয়েছে, একজন ব্যক্তি সঠিক বিনোদন বাছাই করেননি। কিন্তু, পরে তিনি কিছু পরিবর্তন করেছিলেন। কেন তিনি তা করেছিলেন? আসুন তা জানি।

“বাইবেল জীবনকে পরিবর্তন করে” (প্রহরীদুর্গ, ফেব্রুয়ারি ১, ২০১০, ইংরেজি)

একজন মা টিভি দেখার সময় হঠাৎ করে একটা চ্যানেলে দেখতে পান যে, ভূতের কাহিনী দেখানো হচ্ছে। তখন কীভাবে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? আসুন তা জানি।

প্রেতচর্চা জড়িত রয়েছে এমন বিনোদন থেকে দূরে থাকুন (২:০২)