সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৫৯

আপনি তাড়না সহ্য করতে পারবেন

আপনি তাড়না সহ্য করতে পারবেন

আজ নয়তো কাল, লোকেরা সত্য খ্রিস্টানদের যিহোবার সেবা করতে বাধা দেবে। তারা আমাদের বিরোধিতা করবে, আমাদের উপর অত্যাচার করবে এবং আমাদের কষ্ট দেবে অর্থাৎ আমাদের উপর তাড়না নিয়ে আসবে। এগুলোর জন্য আমাদের কি ভয় পাওয়া উচিত? আসুন তা জানি।

১. আমাদের উপর তাড়না আসলে কেন আমরা অবাক হই না?

বাইবেল আমাদের স্পষ্টভাবে জানায়, “যত লোক খ্রিস্ট যিশুর শিষ্য হিসেবে ঈশ্বরের প্রতি ভক্তি সহকারে জীবনযাপন করতে চায়, তাদের সকলের প্রতিও তাড়না ঘটবে।” (২ তীমথিয় ৩:১২) যিশুর উপরেও তাড়না এসেছিল, কারণ তিনি শয়তানের জগতের অংশ ছিলেন না। আমরাও এই জগতের অংশ নই, সেইজন্য যখন সরকার এবং ধর্মীয় সংগঠনগুলো আমাদের উপর তাড়না নিয়ে আসে, তখন আমরা অবাক হই না।—যোহন ১৫:১৮, ১৯.

২. তাড়না সহ্য করার জন্য আমরা এখন থেকে কী করতে পারি?

আমাদের এখন থেকেই যিহোবার উপর নির্ভরতা বৃদ্ধি করতে হবে। প্রতিদিন তাঁর কাছে প্রার্থনা করার জন্য এবং তাঁর বাক্য বাইবেল পড়ার জন্য সময় বের করতে হবে। এ ছাড়া, প্রতিটা সভায় যোগ দিতে হবে। এগুলো করার মাধ্যমে আমরা সাহসের সঙ্গে যেকোনো তাড়না সহ্য করতে পারব। পরিবারের লোকেরাও যদি আমাদের কষ্ট দেয় কিংবা বিরোধিতা করে, তারপরও আমরা হাল ছেড়ে দেব না। প্রেরিত পৌলকেও অনেক বার তাড়না সহ্য করতে হয়েছিল, কিন্তু তারপরও তিনি লিখেছিলেন, “যিহোবা আমার সাহায্যকারী; আমি ভয় করব না।”ইব্রীয় ১৩:৬.

নিয়মিতভাবে প্রচার করার মাধ্যমেও আমাদের সাহস বৃদ্ধি পায়। প্রচার করার মাধ্যমে আমরা যিহোবার উপর নির্ভর করতে শিখি এবং নিজেদের মন থেকে লোকভয় কাটিয়ে উঠতে পারি। (হিতোপদেশ ২৯:২৫) বর্তমানে আমরা যদি সাহসের সঙ্গে প্রচার করি, তা হলে আমরা তখনও প্রচার করতে ভয় পাব না, যখন সরকার আমাদের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করবে।—১ থিষলনীকীয় ২:২.

৩. তাড়না সহ্য করে আমরা যখন অনুগত থাকি, তখন কোন ভালো ফল পাওয়া যায়?

আমরা কেউই চাই না, আমাদের উপর তাড়না আসুক। কিন্তু, আমরা যখন তাড়না সহ্য করার পরও যিহোবার প্রতি অনুগত থাকি, তখন আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়। কীভাবে? তাড়না সহ্য করার সময় আমাদের যখন মনে হয় যে, আর সহ্য করতে পারছি না, তখন আমরা অনুভব করি, যিহোবা আমাদের ধরে রেখেছেন। আর এভাবে আমরা যিহোবার আরও নিকটবর্তী হই। (পড়ুন, যাকোব ১:২-৪.) আমরা যখন কষ্ট ভোগ করি, তখন তা দেখে যিহোবা অনেক দুঃখ পান। কিন্তু, এরপরও যখন আমরা অনুগত থাকি, তখন তিনি অনেক খুশি হন। বাইবেল বলে, “তোমরা ভালো কাজ করার ফলে যদি কষ্ট সহ্য কর, তা হলে তা ঈশ্বরের কাছে প্রীতিজনক।” (১ পিতর ২:২০) আমরা যদি যিহোবার প্রতি অনুগত থাকি, তা হলে তিনি আমাদের এমন এক জীবন দেবেন, যখন আমরা চিরকাল ধরে কোনো বাধা ছাড়াই তাঁর উপাসনা করতে পারব।—মথি ২৪:১৩.

গভীরভাবে গবেষণা করুন

আমাদের যখন বিরোধিতা করা হয় অথবা আমাদের উপর যখন তাড়না আসে, তখনও আমরা যিহোবার প্রতি অনুগত থাকতে পারি আর তিনি এর জন্য আমাদের পুরস্কারও দেবেন। কীভাবে তিনি তা দেবেন? আসুন তা জানি।

৪. পরিবারের লোকেরা বিরোধিতা করলে আপনি তা সহ্য করতে পারবেন

আমরা যখন যিহোবাকে সেবা করার সিদ্ধান্ত নিই, তখন আমাদের পরিবারের মধ্যে কেউ কেউ হয়তো তা পছন্দ না-ও করতে পারে। যিশু এই বিষয়টা ভালোভাবে জানতেন। মথি ১০:৩৪-৩৬ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • একজন ব্যক্তি যখন যিহোবাকে সেবা করার সিদ্ধান্ত নেন, তখন তার পরিবারের লোকেরা হয়তো কী করতে পারে?

এই বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

  • আপনার কোনো বন্ধু অথবা আত্মীয় যদি আপনাকে যিহোবার সেবা করতে বাধা দেয়, তা হলে আপনি কী করবেন?

গীতসংহিতা ২৭:১০ এবং মার্ক ১০:২৯, ৩০ পদ পড়ুন। প্রতিটা শাস্ত্রপদ পড়ার পর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • আপনার বন্ধু অথবা পরিবারের লোকেরা যদি আপনার বিরোধিতা করে, তা হলে কীভাবে আপনি এই শাস্ত্রপদ থেকে সাহায্য পেতে পারেন?

৫. তাড়না আসা সত্ত্বেও যিহোবার উপাসনা চালিয়ে যান

লোকেরা যখন আমাদের বিরোধিতা করে, তখনও যিহোবার উপাসনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের সাহসের প্রয়োজন হয়। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

  • এই অভিজ্ঞতায় বলা কোন কথাগুলো থেকে আপনি সাহস লাভ করেছেন?

প্রেরিত ৫:২৭-২৯ এবং ইব্রীয় ১০:২৪, ২৫ পদ পড়ুন। প্রতিটা শাস্ত্রপদ পড়ার পর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • সরকার যদি আমাদের প্রচার কাজ এবং সভায় মিলিত হওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করে, তখনও কেন আমাদের যিহোবার সেবা চালিয়ে যেতে হবে?

৬. যিহোবা আপনাকে সহ্যশক্তি দেবেন

সারা পৃথিবীতে বিভিন্ন বয়সের সাক্ষিদের উপর তাড়না করা হয়। কিন্তু, তারপরও তারা যিহোবার প্রতি অনুগত থাকে আর তাঁকে সেবা করা বন্ধ করে না। কোন বিষয়টা তাদের সাহায্য করেছে? তা জানার জন্য ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

  • এই ভাই-বোনেরা কীভাবে তাড়না সহ্য করেছিল?

রোমীয় ৮:৩৫, ৩৭-৩৯ এবং ফিলিপীয় ৪:১৩ পদ পড়ুন। প্রতিটা শাস্ত্রপদ পড়ার পর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • এই শাস্ত্রপদ কীভাবে আপনাকে আশ্বাস দেয় যে, আপনি যেকোনো পরীক্ষা সহ্য করতে পারবেন?

মথি ৫:১০-১২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • কেন তাড়না আসা সত্ত্বেও আপনি খুশি থাকতে পারেন?

যিহোবার লক্ষ লক্ষ উপাসক বিরোধিতা ও তাড়না সহ্য করতে পেরেছে। আপনিও তা করতে পারবেন!

কেউ কেউ বলে থাকে: “আমার উপর তাড়না আসলে, আমার মনে হয় না আমি তা সহ্য করতে পারব।”

  • কোন শাস্ত্রপদটা দেখিয়ে আপনি তার সাহস বৃদ্ধি করতে পারেন?

সারাংশ

আমাদের উপর তাড়না আসা সত্ত্বেও আমরা যখন যিহোবার সেবা চালিয়ে যাই, তখন যিহোবা তা ভুলে যান না। আর তাঁর সাহায্যে আমরা তাড়না সহ্য করতে পারব।

পুনরালোচনা

  • আমাদের উপর তাড়না আসলে কেন আমরা অবাক হয়ে যাই না?

  • আপনি তাড়না সহ্য করার জন্য এখন থেকেই কী করতে পারেন?

  • কোন বিষয়টা থেকে আপনি নিশ্চিত হয়েছেন যে, যেকোনো পরীক্ষাই আসুক না কেন, আপনি যিহোবার প্রতি অনুগত থাকতে পারবেন?

লক্ষ্য

আরও জানুন

নিরপেক্ষ থাকার কারণে একজন যুবক ভাইকে জেলে যেতে হয়েছিল। এই ভিডিওতে তিনি বলেছেন যে, কীভাবে যিহোবা তাকে এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য সাহায্য করেছেন।

ধৈর্য বজায় রাখুন—তাড়না সত্ত্বেও (২:৩৪)

কীভাবে এক দম্পতি বছরের পর বছর ধরে তাড়না সহ্য করার পরেও, যিহোবার প্রতি অনুগত ছিল এবং ক্রমাগত তাঁর সেবা চালিয়ে গিয়েছিল? আসুন তা জানি।

পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে যিহোবার সেবা করা (৭:১১)

কীভাবে আমরা এখন থেকে সাহস বৃদ্ধি করতে পারি, যাতে ভবিষ্যতে তাড়না আসলে তা সহ্য করতে পারি? আসুন তা জানি।

“তাড়নার মুখোমুখি হওয়ার জন্য এখনই প্রস্তুত হোন” (প্রহরীদুর্গ, জুলাই, ২০১৯)

পরিবারের লোকেরা যখন আমাদের বিরোধিতা করে, তখন কোন বিষয়টা আমাদের বোঝা উচিত? কীভাবে আপনি এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারেন?

“সত্য ‘শান্তি নয়, কিন্তু খড়্গ’ নিয়ে আসে” (প্রহরীদুর্গ, অক্টোবর ২০১৭)