সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৬০

যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব দৃঢ় করে চলুন

যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব দৃঢ় করে চলুন

বাইবেল থেকে আপনি এই পর্যন্ত যিহোবা সম্বন্ধে অনেক কিছু শিখেছেন। আপনি যা-কিছু শিখেছেন, সেগুলো থেকে ধীরে ধীরে যিহোবার প্রতি আপনার প্রেম বৃদ্ধি পেয়েছে। আর হতে পারে, আপনি তাঁর কাছে নিজের জীবন উৎসর্গ করে বাপ্তিস্ম নিয়েছেন। তবে যদি না নিয়ে থাকেন, তা হলে হয়তো ভবিষ্যতে তা নেওয়ার কথা চিন্তা করছেন। কিন্তু মনে রাখবেন, বাপ্তিস্ম হল একটা শুরু। এর পরও যিহোবার সঙ্গে আপনি আপনার বন্ধুত্ব ক্রমাগত দৃঢ় করতে পারেন। এটা করার জন্য আপনাকে কী করতে হবে? আসুন তা জানি।

১. যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব কেন ক্রমাগত আরও দৃঢ় করতে হবে?

আপনাকে প্রচেষ্টা করতে হবে, যেন আপনি যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব ক্রমাগত আরও দৃঢ় করতে পারেন। কেন? ‘যাতে আপনি কখনো ভেসে চলে না যান।’ (ইব্রীয় ২:১) যিহোবাকে পূর্ণ হৃদয় দিয়ে সেবা করার জন্য আপনি কী করতে পারেন? আপনি প্রচার কাজে ব্যস্ত থাকতে পারেন এবং চিন্তা করতে পারেন যে, যিহোবার সেবায় আপনি আর কী কী করতে পারেন। (পড়ুন, ফিলিপীয় ৩:১৬.) সারাজীবন ধরে যিহোবাকে সেবা করার চেয়ে ভালো কাজ আর কীই-বা হতে পারে!—গীতসংহিতা ৮৪:১০.

২. যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব আরও দৃঢ় করার জন্য আপনাকে আর কী করে চলতে হবে?

এই বই থেকে আপনি যে-অধ্যয়ন করছেন, তা শীঘ্রই শেষ হয়ে যাবে, কিন্তু যিহোবার সঙ্গে আপনার পথ চলা শেষ হবে না। বাইবেল বলে, আমাদের “নতুন ব্যক্তিত্বকে কাপড়ের মতো পরিধান” করতে হবে। (ইফিষীয় ৪:২৩, ২৪) আপনি যত বেশি ঈশ্বরের বাক্য নিয়ে অধ্যয়ন করবেন আর সভাগুলোতে যাবেন, তত বেশি আপনি যিহোবা সম্বন্ধে নতুন নতুন বিষয় শিখতে পারবেন এবং তাঁর গুণগুলো আরও ভালোভাবে জানতে পারবেন। এরপর চিন্তা করুন যে, কীভাবে আপনি যিহোবার গুণগুলো নিজের মধ্যে আরও বৃদ্ধি করতে পারেন। আর যিহোবাকে খুশি করার জন্য যে-পরিবর্তনগুলো করা প্রয়োজন, সেগুলো করে চলুন।

৩. যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব দৃঢ় করার জন্য তিনি কীভাবে আপনাকে সাহায্য করবেন?

বাইবেল বলে, “ঈশ্বর নিজে তোমাদের পুরোপুরিভাবে প্রশিক্ষিত করবেন। তিনি তোমাদের দৃঢ় করবেন, সবল করবেন এবং শক্ত ভিত্তির উপর দাঁড় করাবেন।” (১ পিতর ৫:১০) আমরা প্রত্যেকে কখনো-না-কখনো খারাপ কাজ করার প্রলোভনে পড়ি। কিন্তু, প্রলোভন প্রতিরোধ করার জন্য আমাদের যেকোনো সাহায্যের প্রয়োজন হোক না কেন, যিহোবা আমাদের তা দেবেন। (গীতসংহিতা ১৩৯:২৩, ২৪) তিনি প্রতিজ্ঞা করেন, তাঁকে সেবা করার জন্য তিনি আমাদের আকাঙ্ক্ষা ও ক্ষমতা উভয়ই দেবেন।—পড়ুন, ফিলিপীয় ২:১৩.

গভীরভাবে গবেষণা করুন

কীভাবে আপনি যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব ক্রমাগত বৃদ্ধি করতে পারেন? আর যিহোবা আপনাকে কোন কোন আশীর্বাদ করবেন? আসুন তা জানি।

৪. আপনার সবচেয়ে প্রিয় বন্ধু যিহোবার সঙ্গে কথা বলুন এবং তাঁর কথা শুনুন

প্রার্থনা করা এবং বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে আপনি যিহোবার বন্ধু হয়ে উঠেছেন। কীভাবে এই বিষয়গুলো আপনাকে যিহোবার আরও নিকটবর্তী হতে সাহায্য করতে পারে?

গীতসংহিতা ৬২:৮ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • কীভাবে আপনি আরও ভালো করে প্রার্থনা করতে পারেন, যাতে যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব আরও দৃঢ় হয়?

গীতসংহিতা ১:২ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • কীভাবে আপনি আরও ভালো করে বাইবেল পড়তে পারেন, যাতে যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব আরও দৃঢ় হয়?

ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন থেকে পূর্ণ উপকার লাভ করার জন্য আপনি কী করতে পারেন? তা জানার জন্য ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন।

  • এখানে দেওয়া কোন পরামর্শগুলো আপনি কাজে লাগাতে চাইবেন?

  • কোন বিষয়ের উপর আপনি আরও গভীরভাবে অধ্যয়ন করতে চাইবেন?

৫. ঈশ্বরের সেবায় লক্ষ্য স্থাপন করুন

যিহোবার সেবায় বিভিন্ন লক্ষ্য স্থাপন করার মাধ্যমে আমরা তাঁর সঙ্গে আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় করতে পারব। ভিডিওটা দেখুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন।

  • বোন ক্যামেরুন ঈশ্বরের সেবায় লক্ষ্য স্থাপন করার মাধ্যমে কীভাবে উপকার লাভ করেছিলেন?

আমরা সবাই অন্য কোনো দেশে গিয়ে প্রচার করতে পারি না। কিন্তু, আমরা এমন লক্ষ্যগুলো স্থাপন করতে পারি, যেগুলো অর্জন করতে পারব। হিতোপদেশ ২১:৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

  • মণ্ডলীতে সেবা করার জন্য কোন লক্ষ্যগুলো আপনি স্থাপন করতে পারেন?

  • প্রচার কাজের সঙ্গে সম্পর্কযুক্ত কোন লক্ষ্যগুলো আপনি স্থাপন করতে পারেন?

এই শাস্ত্রপদে দেওয়া নীতি কীভাবে আপনাকে সাহায্য করতে পারে, যাতে আপনি যে-লক্ষ্যগুলো স্থাপন করেছেন, সেগুলো অর্জন করতে পারেন?

কিছু লক্ষ্য

  • আরও ভালো করে প্রার্থনা করুন।

  • পুরো বাইবেল পড়ুন।

  • মণ্ডলীর প্রত্যেককে ভালোভাবে জানুন।

  • কাউকে বাইবেল অধ্যয়ন করান।

  • সহায়ক অগ্রগামী অথবা নিয়মিত অগ্রগামী হিসেবে সেবা করুন।

  • আপনি যদি একজন ভাই হয়ে থাকেন, তা হলে পরিচারক দাস হওয়ার জন্য প্রচেষ্টা করুন।

৬. চিরকাল জীবন উপভোগ করুন!

গীতসংহিতা ২২:২৬; ৩৭:১১,২৯ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

  • এখন ও ভবিষ্যতে চিরকাল জীবন উপভোগ করার জন্য আপনি কী করতে পারেন?

সারাংশ

• যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব ক্রমাগত দৃঢ় করুন এবং তাঁর সেবায় আরও বেশি করার জন্য বিভিন্ন লক্ষ্য স্থাপন করুন। এগুলো করার মাধ্যমে আপনি এখন ও ভবিষ্যতে চিরকাল জীবন উপভোগ করতে পারবেন।

পুনরালোচনা

  • কেন আপনি নিশ্চিত থাকতে পারেন, যিহোবা আপনাকে তাঁর সেবা করা চালিয়ে যেতে সাহায্য করবেন?

  • যিহোবার সঙ্গে আপনার বন্ধুত্ব দৃঢ় করার জন্য আপনি কী করতে পারেন?

  • যিহোবার সেবায় বিভিন্ন লক্ষ্য স্থাপন করার মাধ্যমে কীভাবে তাঁর সঙ্গে আপনার বন্ধুত্ব আরও দৃঢ় হবে?

আগামী এক বছরের জন্য লক্ষ্য

আরও জানুন

যিহোবার কাছে কোন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, আমরা একবার কঠোর প্রচেষ্টা করে তাঁর প্রতি আনুগত্যের প্রমাণ দিই, না কি জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে তাঁর প্রতি অনুগত থাকি?

অব্রাহামের মতো অনুগত থাকুন (৯:২০)

যিহোবার অনুগত উপাসকদেরও আনন্দ হারিয়ে যেতে পারে। কীভাবে একজন খ্রিস্টান যিহোবার সেবায় পুনরায় তার আনন্দ ফিরে পেতে পারেন? আসুন তা জানি।

অধ্যয়ন ও ধ্যান করার মাধ্যমে পুনরায় আনন্দ লাভ করুন (৫:২৫)

ঈশ্বরের সেবায় আপনি কোন লক্ষ্যগুলো স্থাপন করতে পারেন এবং কীভাবে সেগুলো অর্জন করতে পারেন? আসুন তা জানি।

“আধ্যাত্মিক লক্ষ্যগুলোকে আপনার সৃষ্টিকর্তার গৌরব করায় ব্যবহার করুন” (প্রহরীদুর্গ, জুলাই ১৫, ২০০৪)

একজন খ্রিস্টানের জন্য পরিপক্ব হয়ে ওঠা কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে আপনি পরিপক্ব হয়ে উঠতে পারেন?

“পরিপক্বতার দিকে অগ্রসর হোন কারণ ‘সদাপ্রভুর মহাদিন নিকটবর্ত্তী’”(প্রহরীদুর্গ, মে ১৫, ২০০৯)