সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ভূমিকা

ভূমিকা

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করার জন্য বাইবেলের নীতি শিরোনামের বইটার মাধ্যমে আপনি সহজেই বাইবেলের বিভিন্ন পদ ও বিবরণ খুঁজে বের করতে পারবেন আর এগুলো আপনাকে রোজকার জীবনের বিভিন্ন সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে। এ ছাড়া, এই বইয়ের মাধ্যমে আপনি বাইবেলের একেবারে সঠিক বিবরণ খুঁজে বের করতে পারবেন, যেগুলো ব্যবহার করে আপনি অন্যদের উৎসাহ দিতে এবং যিহোবার ইচ্ছা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহায্য করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট বিষয় বাছাই করুন। প্রতিটা বিষয়ের অধীনে বিভিন্ন প্রশ্ন এবং বাইবেলের সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। (“ কীভাবে এই প্রকাশনা ব্যবহার করবেন?” শিরোনাম বাক্স দেখুন।) আপনি খুব সহজেই সেই শাস্ত্রপদগুলো বের করতে পারবেন, যেগুলোর মাধ্যমে আপনি পরামর্শ ও সান্ত্বনা লাভ করতে পারবেন। এ ছাড়া, আপনি বাইবেল থেকে বিভিন্ন নীতিও খুঁজে বের করতে পারেন, যেগুলো ব্যবহার করে আপনি অন্যদের সাহায্য করতে এবং উৎসাহ দিতে পারবেন।

এই প্রকাশনায় নির্দিষ্ট কোনো বিষয়ের উপর সমস্ত শাস্ত্রপদের তালিকা দেওয়া হয়নি। তবে, এই প্রকাশনার মাধ্যমে আপনি বাইবেল থেকে সবচেয়ে কার্যকরী পদগুলো খুঁজে পাবেন। এরপর সেই পদগুলো সম্বন্ধে আরও জানতে চাইলে আপনি অন্যান্য প্রকাশনা দেখতে পারেন। (হিতো ২:১-৬) কোনো শাস্ত্রপদের অর্থ আরও ভালোভাবে বোঝার জন্য যিহোবার সাক্ষিদের জন্য গবেষণা নির্দেশিকা ব্যবহার করুন। এই নির্দেশিকার মাধ্যমে আপনি দেখতে পারেন, আমাদের কোন কোন প্রকাশনায় সেই শাস্ত্রপদ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সেই শাস্ত্রপদ সম্বন্ধে নতুন বোধগম্যতা জানার জন্য একেবারে সাম্প্রতিক প্রকাশনা দেখুন।

খ্রিস্টান হিসেবে জীবনযাপন করার জন্য বাইবেলের নীতি শিরোনামের বইটা যেন আপনাকে পবিত্র শাস্ত্র থেকে প্রজ্ঞা ও জ্ঞান খুঁজে বের করতে এবং বোধগম্যতা লাভ করতে সাহায্য করে। এই প্রকাশনা ব্যবহার করার মাধ্যমে আপনি আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন, “ঈশ্বরের বাক্য জীবন্ত এবং অত্যন্ত ক্ষমতাশালী।”—ইব্রীয় ৪:১২.